অজানা জ্বর দেখা যাচ্ছে চিনের কিছু মানুষের মধ্যে। নিউমোনিয়ার বেশ কিছু উপসর্গের সঙ্গে এই জ্বরের উপসর্গ মিলে যাচ্ছে। তবে নিউমোনিয়ার সব শর্ত মিলছে না। বিশেষ করে বেজিং, লিয়াওনিং এলাকায় ব্যাপকভাবে এই সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। শিশুরাই এই সংক্রমণে সবার আগে কাবু হয়ে পড়ছে। ‘প্রোগ্রাম ফর মনিটারিং ইমার্জিং’ নামের একটি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা এই তথ্য জানিয়েছে। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু )। তবে চিনের দাবি, করোনার পরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় ও ঠান্ডা আবহাওয়ার জন্য এই নিউমোনিয়া রোগের প্রাদুর্ভাব।
মার্কিন যুক্তরাষ্ট্রে গুলি করে হত্যা করা হলো একজন ভারতীয় ছাত্র আদিত্য আদলাখাকে। সিনসিনাটি মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর আণবিক ও উন্নয়নমূলক জীববিদ্যার গবেষক আদিত্য। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা গাড়ি চালানোর সময় তাঁকে গুলি করে। পরে হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর।
জাতীয়
উত্তরকাশীতে ২২ নভেম্বর মোট ৪৫ মিটার পাথর কেটে এগিয়েছিল অগার মেশিন। কিন্তু নির্মীয়মান সুড়ঙ্গের ছাদ থেকে লোহার জাল ভেঙে পড়ে সেই যন্ত্র বিকল হয়ে যায়। এদিন মাত্র ১.৮ মিটার এগনো সম্ভব হয়েছে। ফলে উদ্ধারকার্য এখনো সেই তিমিরেই। সুড়ঙ্গে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক।
প্রয়াত হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি এম ফতিমা বিবি (৯৬)। তিনি সুপ্রিমকোর্টে নিযুক্ত প্রথম মহিলা বিচারপতি। এ পর্যন্ত সুপ্রিমকোর্টে মাত্র আট জন মহিলা বিচারপতি নিযুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে প্রথমজন ফতিমা বিবি। ১৯৮৩ সালে তিনি কেরল হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন। তিনি দেশের মধ্যে প্রথম মুসলিম মহিলা যিনি কোন উচ্চ আদালতে বিচারপতি হয়েছিলেন। অবসর গ্রহণের পরে তিনি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য হয়েছিলেন ,তামিলনাড়ুর রাজ্যপালের দায়িত্বও পালন করেছিলেন।
কাশ্মীরের রাজৌরিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে টানা সংঘর্ষে অবশেষে প্রাণ হারালো দুই পাকিস্তানি জঙ্গি। তারা লস্কর ই তৈবার প্রশিক্ষিত সন্ত্রাসবাদি বলে জানা গেছে। এই ঘটনায় রাষ্ট্রীয় রাইফেলসের ৫ জন জওয়ান শহিদ হয়েছেন।
খেলা
আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচে টেলিভিশনের দর্শক সংখ্যা ছিল ৩০ কোটি। এটি বিশ্বকাপ ক্রিকেটের ক্ষেত্রে একটি রেকর্ড।
বিশ্বকাপ ক্রিকেট শেষ হওয়ার পরই শুরু হল ভারত অস্ট্রেলিয়া পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ। এদিন তার প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ভারত ২ উইকেটে হারিয়ে দিল অস্ট্রেলিয়াকে। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ২০৮ রান তুলেছিল। এই ম্যাচে ভারতের অধিনায়কত্ব করেন সূর্য কুমার যাদব। এদিন ম্যান অব দ্য ম্যাচও হলেন তিনি। ৪২ বলে সূর্য করেছিলেন ৮০ রান।
বিবিধ
তামাং ও লিম্বু সম্প্রদায় তপশিলি জনজাতির তকমা পেয়েছে। এর ফলে জনসংখ্যার অনুপাতে জনপ্রতিনিধিত্ব করার সাংবিধানিক দাবি সঙ্গত কারণেই উঠেছে। এই দাবিকে মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় এই জনজাতিদের জন্য একটি আসন বাড়ানো প্রয়োজন বলে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এজন্য কেন্দ্রীয় সরকারকে নতুন করে আসন পুনর্বিন্যাস কমিশন গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ২৯৪ টি বিধানসভা আসন রয়েছে। এর মধ্যে তফশিলি জাতির জন্য ৬৮ টি এবং জনজাতির জন্য ১৬ টি আসন সংরক্ষিত রয়েছে।
তামিলনাড়ুর জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ১০০ কোটি টাকার চিটফান্ড জালিয়াতি মামলায় প্রকাশ রাজের নাম জড়িয়ে গিয়েছে।