কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ অক্টোবর ২০২৩

244
0
Current Affairs 23rd October

আন্তর্জাতিক
  • ১৭ দিনের যুদ্ধের বলি গাজ়ার ৫,০০০-এরও বেশি প্যালেস্তিনীয় নাগরিক। যার প্রায় অর্ধেকই শিশু! সোমবার এই তথ্য দিয়েছে স্বশাসিত প্যালেস্তিনীয় কর্তৃপক্ষের স্বাস্থ্য দফতর। এরই মধ্যে ইজ়রায়েলি অবরোধের জেরে গাজ়ার বিভিন্ন হাসপাতালে বিদ্যুতের জোগান অনিয়মিত হয়ে পড়েছে।
  • বাংলাদেশে রেল দুর্ঘটনায় প্রাণহানি হল ১৫ জনের । কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেশনে একটি যাত্রীবাহী ট্রেনে একটি মাল গাড়ি এসে ধাক্কা মারলে এই ঘটনা ঘটে।
জাতীয়
  • বিহারে দুর্গাপুজোর ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণহানি হল ৩ জনের।মেলার মধ্যে ভিড়ের চাপে ১২ বছরের এক নাবালক ও আরও দুই মহিলার মৃত্যু হল। এদিন বিহারের গোপালগঞ্জ এলাকায় ঘটেছে এই ঘটনা।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সামান্য বচসা থেকে এক স্থানীয় নাগরিকের মারে মৃত্যু হল শিখ সম্প্রদায়ের একজন বৃদ্ধের। এই ঘটনায় শিখ সম্প্রদায়ের পাশে থাকার বার্তা দিয়েছেন নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস।
খেলা
  • প্রয়াত হলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন কোচ ,স্পিন কিংবদন্তি বিষেন সিং বেদী। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। স্পিনের জাদুকর বলা হত তাঁকে। গোটা ক্রিকেট দুনিয়ায় যখন পেশ বোলারদের দাপট তখন ভারতকে তিনি স্পিন মন্ত্র শিখিয়ে ছিলেন। ভারতের হয়ে অভিষেক হয়েছিল ২১ বছর বয়সে ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। পরের ১২ বছর বেদীকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থে ১৯৭৮-৭৯ সালে ১৯৪ রানে ১০ উইকেট নেওয়াই তাঁর শ্রেষ্ঠ বোলিং । ভারতের হয়ে ৬৭টি টেস্ট খেলে ২৬৬টি উইকেট নিয়েছেন তিনি। গড় ২৮.৭১। ১৯৭৮-৭৮ সালে অস্ট্রেলিয়া সফরে ৩১টি উইকেট নিয়েছিলেন।১৯৭৬ সালে মনসুর আলি খান পতৌদির পর ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হন তিনি। পোর্ট অব স্পেনে  চতুর্থ ইনিংসে ৪০৬ রান তাড়া করে জিতেছিল ভারত। দশটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি। পেয়েছিলেন সাতটি উইকেট। ৩৭০টি প্রথম শ্রেণির ম্যাচে ১৫৬০টি উইকেট নিয়েছেন।
  • বিশ্বকাপ ক্রিকেটে আফগানিস্তান ৮ উইকেটে হারিয়ে দিল পাকিস্তানকে। ফলে বিশ্বকাপে পরাজয়ের হ্যাটট্রিক হল পাকিস্তানের। ভারত, অস্ট্রেলিয়ার পর এবার তারা পর্যদুস্ত হল প্রতিবেশী দেশ আফগানিস্তানের কাছে। প্রথমে ব্যাট করে ২৮২ রান করেছিল পাকিস্তান যা মাত্র ২ উইকেট খুইয়াই আফগান ব্যাটাররা তুলে নেন।
বিবিধ
  • ইজরায়েল হামাস সংঘর্ষের পরিপ্রেক্ষিতে গোটা বিশ্বের শেয়ার বাজারে ধস নামলো। মুম্বাই শেয়ারবাজারেও তার প্রভাব পড়েছে। শেয়ার সূচক সেনসেক্স- এর পতন হয়েছে ৮২৫ অঙ্ক এবং শেয়ার সূচক নিফটি এর পতন হয়েছে ২৬০ অঙ্ক। এই নিয়ে চারদিনে নিফটির ৫৩০ অঙ্ক ও সেনসেক্সের পতন হয়েছে ১৯২৫ অঙ্ক।