কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ অক্টোবর ২০২৪

31
0
Current Affairs 23rd October

আন্তর্জাতিক
  • মাঝে বেশ কিছু মতান্তর ঘটলেও রাশিয়ায় ব্রিকস সম্মেলনে প্রায় পাঁচ বছর পর ভারত ও চিনের মধ্যে একটা আলোচনার সূত্রপাত ঘটল। রাশিয়ার কাঁজানে ব্রিকস সম্মেলনের মধ্যেই চিন ও ভারতের প্রধানমন্ত্রী লি জিংপিং ও নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হল। পাশাপাশি দুই দেশের মধ্যে দ্বৈরথ ঘোচাতে মোদী আহ্বান জানালেন। বললেন শান্তির কথা।১৬ তম ব্রিকস সম্মেলনে মোদী সন্ত্রাসবাদ দূর করার কথা বলেন। বলেন যুব সম্প্রদায়কে কট্টরবাদী পথ থেকে সরিয়ে আলোর দিশারি করে তুলতে হবে।
  • বুধবার আকস্মিক ভাবেই বাংলাদেশে আওয়ামী লীগ শাখার ছাত্র সংগঠন ছাত্র লীগকে নিষিদ্ধ ঘোষণা করল মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। তবে সাধারণ মানুষের ধারণা দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা রক্ষার মতো বিষয়ে সরকারের ব্যর্থতা ঢাকতে রাষ্ট্রপতি বদল বা ছাত্র লীগ নিষিদ্ধের মতো ঘটনা ঘটানো হচ্ছে।
দেশ
  • ভোটের ময়দানে অভিষেক হল নেহরু পরিবারের বর্তমান প্রজন্মের প্রিয়ঙ্কা গান্ধীর। প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর পুত্র রাহুল ভারতের রাজনীতিতে‌ উঠে এসেছেন। এ বার তার বোন প্রিয়ঙ্কা গান্ধী কংগ্রেস প্রার্থী হয়ে কেরলের ওয়েনাড়ের লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন। সঙ্গে ছিলেন মা সনিয়া গান্ধী।
  • খোদ ব্রিটিশ সরকারের হাত ধরে লগ্নী এল পশ্চিমবঙ্গে। প্লাস্টিকের বোতলের পুনর্নব্যবহার করে পানীয় জলের বোতল তৈরির এক কারাখানা গড়ে উঠতে চলেছে মেদিনীপুরে বিদ্যাসাগর শিল্প তালুকে। কলকাতায় নিযুক্ত ব্রিটিশ ডেপূটি হাই কমিশনার বলেন, প্রকল্প চালু হয়ে গেলে প্লাস্টিক দূষণ অর্ধেকটাই কমবে।
খেলা
  • উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ৫-২ গোলে হারিয়ে দিল ডর্টমুন্ডকে। জয়ের দ্বিতীয় গোল করে রিয়াল মাদ্রিদের স্বনামধন্য ফুটবলার ভিনিসিয়াস বলেছেন, যখন সমর্থকরা আমার নাম নিয়ে উল্লাস করেন , মনে হয় যেন বাস্তবের মাটিতে এসে দাঁড়িয়েছে স্বপ্ন।
  • হারল ভারতীয় মহিলাদের অনূর্ধ ১৭ ফুটবল দল। সাফ চ্যাম্পিয়নশিপে ১-০ গোলে বাংলা দেশের কাছে হেরে গেল ভারত। মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ৫-২ গোলে হারিয়ে শুরু করেছিল ভারত
  • কুস্তিগীর সাক্ষী মালিক তাঁর আত্মজীবনীতে কুস্তিগীর ববিতা ফোগতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন। এক অনুষ্ঠানে ববিতা ফোগত সাক্ষী মালিককে কড়া ভাষায় নিন্দা ফিরিয়ে দিয়েছেন।‌
বিবিধ
  • জালিয়াতিদের হাত থেকে সজাগ করতে আগেই নির্দেশ দিয়েছিল ট্রাই। সেই পথ ধরে এয়ার টেল, বিএসএনএল এমন প্রযুক্তি চালু করল যা গ্রাহকদের ফোনে আসা কল বা মেসেজ ভুয়ো কিনা জানান দেবে। জালিয়াতির জন্য অংশগুলি চিহ্নিত করার জন্য আলাদা ব্যবস্থা নেবে তারা। জানা গিয়েছে গত ২৮ দিনেই কলকাতা সার্কেলে ১৫.৪ কোটি এমন কল চিহ্নিত হয়েছে। ধরা পড়েছে ১.২০ ওর্ট। কোটি প্রতারণা মূলক মেসেজও। আরো সংবাদ আগামী দিন গোটা প্রক্রিয়াটি কৃত্রিম মেধা নির্ভর প্রযুক্তি করবে।
  •  জোকা- বিবাদী বাগ মেট্রো লাইনের সম্প্রসারণের জন্য কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশেপাশে কোনো গাছ কাটা যাবে না বলে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। রেলের কারণে নয়শোরও বেশি গাছ কাটা পড়বে জানিয়ে দুটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিবাদ জানিয়ে হাইকোর্টে মামলা করলে হাই কোর্ট সেই মামলা খারিজ করে দিয়েছিল। তার পর সুপ্রিম কোর্ট সম্প্রতি গাছ না কাটার নির্দেশ দিয়েছে।