কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ অক্টোবর ২০২০

729
0
Purba Bardhaman Recruitment 2024

আন্তর্জাতিক

  • ব্রিটেনের আদালতে খারিজ হয়ে গেল হীরক ব্যবসায়ী নীরব মোদীর জামিনের আবেদন। ভারতে কয়েক হাজার কোটি টাকার পিএনবি অর্থ তছরুপ মামলায় তিনি অভিযুক্ত। এই নিয়ে সাতবার তাঁর জামিনের আবেদন খারিজ হল। নীরবকে প্রত্যর্পণের প্রচেষ্টা চলছে ভারতে।
  • সংক্রমণ হু হু করে বাড়লেও আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে কোনো রাশ টানা হচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্রে। ইতিমধ্যেই ৮৯,৬২,৭৮৩ জন সংক্রমিত হয়েছেন সেখানে। প্রাণহানি হয়েছে ২,৩১,০৪৫ জনের। এদিকে বিশ্বে ১১,৬১,৯৯২ জনের প্রাণহানি হয়েছে করোনায়। মোট আক্রান্ত হয়েছেন ৪,৩৫,৭৩,৯৪৪ জন।

 

জাতীয়

  • ১৯৯৯ সালে ঝাড়খণ্ডের গিরিডিতে ব্রহ্মডিহা কোল ব্লকের বরাদ্দ নিয়ে দুর্নীতিতে তিন বছরের কারাদণ্ড দেওয়া হল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ রায়কে। ওড়িশার হোটেল ব্যবসায়ী দিলীপ রায় ঘটনার সময় বিজেডি–র সাসংদ হিসাবে অটল বিহারী বাজপেয়ী সরকারের কয়লা প্রতিমন্ত্রী ছিলেন। রায় ছাড়াও দুই প্রাক্তন আধিকারিক প্রদীপ বন্দ্যোপাধ্যায়, নিত্যানন্দ গৌতম এবং ক্যাস্ট্রন টেকনোলজিস সংস্থার অধিকর্তা মহেন্দ্র আগরওয়ালকেও তিন বছরের কারাদণ্ড দিল বিশেষ সিবিআই আদালত। রায়কে দশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
  • দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪৫,১৪৮ জন আক্রান্ত হয়েছেন ও ৪৮০ জন প্রাণ হারিয়েছেন। দৈনিক প্রাণহানির পরিসংখ্যানে এই সংখ্যা চার মাসে সর্বনিম্ন। ১০ জুলাই ৪৭৫ জনের প্রাণহানি হয়েছিল। মোট সংক্রমিত ৭৯,০৯,৯৫৯ জন হলেও সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ৬,৫৩,৭১৭।

 

বিবিধ

  • শেয়ারসূচক সেনসেক্স ৫৪০ অঙ্ক এবং নিফটি ১৬২ অঙ্ক হ্রাস পেল। লগ্নিকারীদের ১,০৯৮ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদের ক্ষতি হল।
  • ফিউচার গোষ্ঠীর কিছু ব্যবসা রিলায়েন্স রিটেল ভেঞ্চার্সকে বিক্রির বিরুদ্ধে অ্যামাজনের করা আবেদন মেনে স্থগিতাদেশ দিল আন্তর্জাতিক সালিশি আদালত।

 

খেলা

  • পিট সাম্প্রাসের মতো ৬ মরসুমে বিশ্বের এক নম্বর টেনিস র‍্যাঙ্কিংয়ে থেকে বছর শেষ করতে চান নোভাক জকোভিচ। ২০১১, ২০১২, ২০১৪, ২০১৫ ও ২০১৮ সালে তিনি শীর্ষ এটিপি র‍্যাঙ্কিংয়ে থেকে বছর শেষ করেছিলেন। এদিন সংবাদ মাধ্যমে তাঁর আরও একটি স্বপ্নের কথা জানালেন নোভাক। তিনি রজার ফেডেরারের ৩১০ সপ্তাহ শীর্ষ র‍্যাঙ্কিংয়ের রেকর্ড ভাঙতে চান। বর্তমানে ২৯২ সপ্তাহ তিনি একটানা এটিপি শীর্ষ র‍্যাঙ্কিংয়ে রয়েছেন।
  • আইপিএলে প্রথম ক্রিকেটার হিসাবে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন মুম্বই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া। তিনি অর্ধশতরান করে ব্ল্যাক লাইফ ম্যাটার্স আন্দোলনের ভঙ্গি করলেন।
  • কোভিড আক্রান্ত হলেন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোনাল্ডিনহো।

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল