কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ ডিসেম্বর, ২০১৮

512
0
Current Affairs 24 Decem 2018

আন্তর্জাতিক

  • প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ৭ বছরের কারাদণ্ড দিল পাকিস্তানের দু্র্নীতি বিরোধী আদালত। আল আজিজিয়া মামলায় তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অকাট্য প্রমাণ পাওয়া গেছে বলে জানাল আদালত। এর আগে পানামা পেপার কেলেঙ্কারিতে তাঁকে পদচ্যুত করেছিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট।
  • ইন্দোনেশিয়ার মুন্দা প্রণালীতে সুনামিতে মৃ্তের সংখ্যা বেড়ে হল ৩৭৩। ঘটনাস্থল পরিদর্শন করলেন সে দেশের রাষ্ট্রপতি জোকো উইডোডো।

জাতীয়

  • প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর স্মরণে ১০০ টাকার মুদ্রা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • পশ্চিমবঙ্গের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন (৭২) প্রয়াত হলেন।
  • পশ্চিমবঙ্গের নতুন শিল্পসচিব নিযুক্ত হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়।

বিবিধ

  • সংগীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় (৯১) প্রয়াত হলেন। বাংলা গানের স্বর্ণযুগের শিল্পী তিনি। ৬ দশকের সংগীতজীবন তাঁর। পদ্মভূষণ, বঙ্গবিভূষণ, সংগীত নাটক আকাদেমি পুরস্কার, সংগীত-আনন্দ পুরস্কার ইত্যাদি পেয়েছিলেন তিনি। সংগীত জীবনে তিনি ১৫০০-র বেশি গান রেকর্ড করেছিলেন। তার মধ্যে ৮০০ রবীন্দ্রসংগীত। বাংলা ও হিন্দি বহু চলচ্চিত্রেও তিনি নেপথ্য সংগীত গেয়েছিলেন।
  • সমুদ্রের নীচে গবেষণার জন্য টিটাগড় ওয়াগন্সের তৈরি একটি জাহাজের উদ্বোধন করলেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হর্ষ বর্ধন। জাহাজটির নাম সাগরতারা।

খেলা

  • অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের একদিনের এবং টি টোয়েন্টি ক্রিকেট দিয়ে প্রত্যাবর্তন হল এম এস ধোনির। বাদ গেলেন ঋষভ পন্থ। অস্ট্রেলিয়ায় ৩টি এবং নিউজিল্যান্ডে ৫টি একদিনের ম্যাচ খেলবে ভারত। দলে ফিরলেন কেদার যাদব ও হার্দিক পান্ডিয়া।