কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ সেপ্টেম্বর, ২০২০

schedule
2020-09-29 | 06:35h
update
2020-09-29 | 06:35h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক 

  • নিউইয়র্কে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে সাংবাদিক-সম্পাদক-লেখক-প্রকাশক স্যার হ্যারল্ড ইভান্স (৯২) প্রয়াত হলেন। সাংবাদিকতা ও প্রকাশনে ৭০ বছরের কর্মজীবন তাঁর। তিনি ব্রিটিশ পত্রিকা ‘দ্য সানডে টাইমস’-এর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন ১৪ বছর। থ্যালিডোমাইড ওষুধ দুর্নীতি তিনিই ফাঁস করেছিলেন (১৯৫৬-১৯৬১ সালের মধ্যে এই ‘জার্মান ওয়ান্ডার ড্রাগ’ ৪৬টি দেশে বিক্রি হত। যার ফলে বিকলাঙ্গ লক্ষাধিক শিশুর জন্ম হয়েছিল)। ২০০৩ সালে নাইট উপাধি পান হ্যারল্ড। বহু বইয়ের রচয়িতাও তিনি। ১৯৮৪ সাল থেকে তিনি মার্কিন প্রবাসী। সেখানকার নাগরিকত্ব নিয়েছিলেন। প্রেস গেজেট ও ব্রিটিশ জার্নালিজম রিভিউ তাঁকে ‘সর্বকালের শ্রেষ্ঠ সম্পাদক’ পুরস্কার দিয়েছিল।
  • করোনা ভাইরাসের আবহে মার্কিন যুক্তরাষ্ট্র পোস্টাল ব্যালটের মাধ্যমেই রাষ্ট্রপতি নির্বাচনে জনমত গ্রহণ করতে চলেছ। নভেম্বরে এই ভোট হওয়ার কথা। এদিকে বিশ্বে ৯,৮৫,৫১৪ জনের প্রাণ নিয়েছে করোনা। সংক্রমিত হয়েছেন ৩,২৩,২৬,৫১১ জন।
Advertisement

জাতীয়

  • কোভিড সংক্রমণ প্রতিরোধে লকডাউনের ৬ মাস পূর্ণ হয়েছে। ২৪ মার্চ মধ্যরাত থেকে দেশময় লকডাউন করার সিদ্ধান্ত জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। তখন সংক্রমিত ও মৃতের সংখ্যা ছিল যথাক্রমে ৬০৬ ও ১০। ২৫ এপ্রিল তা হয় ২৪,৯৪২ ও ৭৭৯। ২৫ মে হয়েছিল ১,৩৮,৮৪৫ এবং ৪,০২১। ২৫ জুন হয় ৪,৭৩,১০৫ এবং ১৪,৮৯৪। ২৫ জুলাই ছিল ১৩,৩৬,৮৯১ ও ৩১,৩৫৮। ২৫ অগস্ট হল ৩১,৬৭,৩২৩ ও ৫৮,৩৯০। এদিন দেশে কোভিডে মোট সংক্রমিত ও মোট প্রাণহানির সংখ্যা হয়েছে যথাক্রমে ৫৭,৩২,৫১৮ এবং ৯১,১৪৯। মৃত্যু হার ১.৫৯ শতাংশ ও সুস্থতার হার ৮১.৫৫ শতাংশ।
  • সরকারিভাবে জানানো হল, দেশের প্রথম মহিলা বৈমানিক হিসাবে রাফাল যুদ্ধবিমান ওড়াবেন বায়ুসেনার ফ্লইট লেফটেন্যান্ট শিবাঙ্গী।

খেলা

  • প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্স (৫৯) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন। ১৯৮৭ সালের বিশ্বজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন তিনি। ১৬৪টি একদিনের ম্যাচে ৭টি শতরান সহ ৬,০৬৮ রান করেছিলেন। কোচ ও ধারাভাষ্যকারের ভূমিকাতেও তাঁকে দেখা গেছে। ১৯৮৪ সালে ভারতের বিরুদ্ধে তখনকার মাদ্রাজে ২১০ রান করেন। টাই (?) টেস্টের নায়ক হয়ে উঠেছিলেন জোন্স। মুম্বইতে এসেছিলেন ধারাভাষ্য দেওয়ার কাজে। সেখানেই হৃদ্‌রোগে আক্রান্ত হন।
  • ফরাসি ওপেনের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গেলেন ভারতের অঙ্কিতা রায়না।
  • এক সময়ের সাঁতারু আরতি সাহার জন্মদিনে ডুডলের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানাল গুগল। প্রসঙ্গত, ১৯৫৯ সালের ২৯ সেপ্টেম্বর এশিয়ার প্রথম মহিলা হিসাবে ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়েছিলেন তিনি। এদিন ছিল তাঁর ৮০তম জন্মদিন।

বিবিধ

  • পরমাণু বিজ্ঞানী শেখর বসু (৬৮) প্রয়াত হলেন। তিনি কোভিড সংক্রমিত ছিলেন। বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুলের প্রাক্তনী তিনি। পরমাণু শক্তি চালিত আইএনএস অরিহন্তের মূল স্থপতি ছিলেন তিনি। ক্যানসার চিকিৎসায় পরমাণু প্রযুক্তির ব্যবহার ও পরমাণু বর্জ্য ব্যবস্থাপনায় তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। তিনি ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের প্রাক্তন অধিকর্তা, পরমাণু শক্তি মন্ত্রকের প্রাক্তন সচিব এবং দেশের পারমাণবিক শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান।
  • শেয়ার বাজারে ধস নামল। সেনসেক্স ১১১৪.৮২ অঙ্ক (২.৯৬ শতাংশ) ও নিফটি ৩২৬.৩০ অঙ্ক (২.৯৩ শতাংশ) হ্রাস পেল। ৬ দিনে ১১.৩১ লক্ষ কোটি টাকার ক্ষতি হল।

 

current affairs, currents affairs 24 September 2020

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2024 - 23:24:00
Privacy-Data & cookie usage: