কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ আগস্ট ২০২১

665
0
current affairs
Courtesy: World Vision

আন্তর্জাতিক
  • আফগানিস্তানে ৩৪টি প্রদেশের মধ্যে ১৮টি প্রদেশ দখল করে নিল তালেবান জঙ্গি গোষ্ঠী। পৌঁছে গেল তারা কাবুলের উপকণ্ঠে পৌঁছে গেল তারা। কার্যত রাজধানী কাবুলের চারদিক ঘিরে ফেলেছে জঙ্গিরা । পালানোর জন্য বিমানবন্দরে ভিড় করছেন বিদেশি নাগরিকরা। যেখানে দখল নিচ্ছে’ সেখানেই কট্টর ধর্মীয় অনুশাসন চালাচ্ছে তালিবানরা। বলখ প্রদেশে পায়ের পাতা দেখা যাচ্ছে এমন জুতো পরার দায়ে ২১ বছরের একজন তরুনীকে খুন করেছে জঙ্গিরা।
  • ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করল পাকিস্তান।
  • প্রবল ভূমিকম্প অনুভূত হল হাইতিতে। রিখটার স্কেল অনুযায়ী কম্পনের তীব্রতা ছিল ৭.২১ রিখটার স্কেল।অন্তত ২৯ জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে।
জাতীয়
  • ১৪ আগস্ট দিনটিকে ‘দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস’ হিসাবে পালন করা হবে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
  • পুলিশের সঙ্গে সংঘর্ষে মেঘালয় পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন এইচ এন এল সি জঙ্গিগোষ্ঠীর নেতা চেরিস্টার ফিল্ড থ্যাঙ্ক খিউ।
  • হিমাচল প্রদেশের কিন্নরে আরও ছটি দেহ উদ্ধার হল। এর ফলে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হলো ২৩।
  • স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
বিবিধ
  • অষ্টম ‘কন্যাশ্রী দিবস’ পালিত হল। নারী শিক্ষা নিশ্চিত করতে এবং মেয়েদের স্কুলছুট রুখতে  কন্যাশ্রী প্রকল্পের সূচনা করেছিল পশ্চিমবঙ্গ সরকার।
  • মোহনদাস করমচাঁদ গান্ধীকে মার্কিন যুক্তরাষ্ট্রের মরণোত্তর ‘কংগ্রেসনাল গোল্ড মেডেল’ দেওয়ার প্রস্তাব করলেন মার্কিন কংগ্রেসের সদস্য ক্যারোলিন বি মেলোনি।
খেলা
  • লর্ডস টেস্টে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ৩৯১ রান করল ইংল্যান্ড। শতরান করলেন (১৮০) ইংল্যান্ড অধিনায়ক জো রুট। এটি তার ২২ তম টেস্ট শতরান। ৮ বছর ৮ মাসেই তিনি টেস্টে ৯০০০ রান করে ফেললেন যা বিশ্বে দ্বিতীয় দ্রুততম। চলতি বছরে এটি তার পঞ্চম শতরান। রুট টেস্টে ৯০০০ রান করতে ১৯৫ ইনিংস নিয়েছেন।
  • পোল্যান্ডে আয়োজিত বিশ্ব যুব তীরন্দাজিতে তিনটি সোনা জিতল ভারত। টোকিও অলিম্পিকে পদক জয়ী ভারতীয় ক্রীড়াবিদদের চা-চক্রে ডেকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।