কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ আগস্ট ২০২১

606
0
current affairs
Courtesy: NDTV Sports

আন্তর্জাতিক
  • আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে তিনি অনুতপ্ত নন বলে জানালেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। যেসব বিদেশি নাগরিক আফগানিস্তান ছেড়ে যেতে চান তাদের নিরাপদে ফিরতে দেওয়ার জন্য তালিবান নেতৃত্বের কাছে আবেদন জানাল ৬৫ টি দেশ। এদিন কাবুল বিমানবন্দরে মরিয়া হয়ে বিমান ধরার জন্য ভিড় করেন হাজার হাজার আফগান জনতা। সেখানে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৯ জনের। চিন অবশ্য জানিয়েছে তালিবানের সঙ্গে বৈদেশিক সম্পর্ক স্থাপনে তাদের আপত্তি নেই। পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন’ আফগানরা পরাধীনতার শৃংখল ভেঙেছেন।’ শোনা যাচ্ছে তালিবানি জঙ্গি গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল ঘানি বারাদার নতুন আফগান রাষ্ট্রপতি হতে পারেন। গত দু’দশক তার ঠিকানা ছিল পাকিস্তান।
  • সাত মাস দায়িত্বে থাকার পর পদত্যাগ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোহিইদ্দিন ইয়াসিন।
জাতীয়
  • দেশে করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুস্থতার হার বেড়ে হল ৯৭ শতাংশ, যা গত ছয় মাসে সবথেকে বেশি। দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ৩,৮১,৯৪৭।
  • জেসিকা লালের বোন সাবরিনা লাল ( ৫৩) প্রয়াত হলেন। ১৯৯৯ সালের ৩০ এপ্রিল জেসিকাকে গুলি করে হত্যা করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিনোদ শর্মার ছেলে মনু শর্মা। এই ঘটনায় ন্যায় বিচার পাওয়ার জন্য দীর্ঘ লড়াই করেছিলেন সাবরিনা লাল।
বিবিধ
  • সমস্ত শিল্প সমস্যার সুরাহা এ এক জানলা পদ্ধতি চালুর লক্ষ্য নিয়ে ‘ওয়েস্টবেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড’ বা পৃথক শিল্প উন্নয়ন পর্ষদ তৈরি করল পশ্চিমবঙ্গ সরকার। এর শীর্ষে রয়েছেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
খেলা
  • লর্ডস টেস্টে ইংল্যান্ডকে পর্যুদস্ত করল ভারত। এটি সিরিজের দ্বিতীয় টেস্ট। ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্ট অমীমাংসিত ছিল। দ্বিতীয় টেস্টে ১৫১ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। ১৯৮৬ সালে কপিল দেবের অধিনায়কত্বে প্রথমবার, ২০১৪ সালে এম এস ধোনির নেতৃত্বে দ্বিতীয় বার লর্ডসে ইংল্যান্ডকে হারিয়ে ছিল ভারত। এদিন ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২১৮ রানে। তারপর মাত্র ১২০ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ইংল্যান্ড অধিনায়ক জো রুট টেস্টে ৩৮৬ রান করলেও বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতের কাছে পরাজয় রুখতে পারলেন না। ম্যান অফ দ্য ম্যাচ হলেন কে এল রাহুল। এদিন জুটিতে অপরাজিত ৮৯ রান করে ইনিংস এ নবম উইকেটে সর্বোচ্চ রানের নজির গড়লেন মোহাম্মদ সামি এবং যশপ্রীত বুমরা। তাঁরা ভাঙলেন ১৯৮২ সালে কপিল দেব- মদনলালের ৬৬ রানের নজির।
  • ১৬ অগস্ট ‘ফুটবলপ্রেমী দিবস’ এবং পশ্চিমবঙ্গ সরকার আহুত ‘খেলা হবে’ দিবসে ভারতীয় ফুটবল দল ১-০ গোলে হারিয়ে দিল আইএফএ একাদশকে।