কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ অক্টোবর ২০২১

518
0
Current Affairs 23rd October

আন্তর্জাতিক
  • হংকং বিশ্ববিদ্যালয় চত্বর থেকে সরিয়ে দেওয়া মূর্তিটি যেন বিনষ্ট করা না হয় তার দাবি জানালেন ডেনমার্কের শিল্পী জেনস গ্যানসচিয়ট।১৯৯৭ সালে মূর্তিটি স্থাপন করা হয়েছিল। ২৬ ফুট উঁচু মূর্তিটির নাম ‘পিলার অব শেম’। ১৯৮৯ সালে বেজিংয়ের তিয়েন আন মেন স্কোয়ারে ছাত্র বিক্ষোভ নিয়ে ঘটনার জেরে মূর্তিটি তৈরি করা হয়েছিল। গত সপ্তাহে ‘সরকারি নির্দেশ ‘ এর কারণ দেখিয়ে রাতারাতি সেটি সরিয়ে দেওয়া হয়েছে মূর্তিটির শিল্পী জেনস একজন আইনজীবী মারফত  দাবি জানিয়েছেন।
জাতীয়
  • পশ্চিমবঙ্গ, পাঞ্জাব ও অসমে আন্তর্জাতিক সীমান্ত থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত স্থানে তল্লাশি বাজেয়াপ্ত ও গ্রেফতারের অধিকার দেয়া হলো বিএসএফকে। এতদিন তা ছিল ১৫ কিলোমিটার পর্যন্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই সিদ্ধান্ত নিল।
  • রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে লখিমপুর খারি ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাল কংগ্রেস নেতৃত্ব।
বিবিধ
  • শেয়ার সূচক সেনসেক্স  হল ৬০৭৩৭.০৫ অঙ্ক যা সর্বকালীন রেকর্ড। বিএসইতে লগ্নিকারীদের মোট শেয়ার সম্পদ বেড়ে হল ২৭০ লক্ষ কোটি টাকা।
খেলা
  • সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে মলদ্বীপকে ৩-১ গোলে পরাস্ত করে ফাইনালে পৌঁছল ভারত। জোড়া গোল করলেন সুনীল ছেত্রী।  দেশের হয়ে তাঁর গোলসংখ্যা ৭৯।
  • বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে পর্তুগাল ৪-০ গোলে পরাস্ত করল লুক্সেমবার্গ কে। হ্যাটট্রিক করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বর্তমানে তিনি একমাত্র পুরুষ ফুটবলার যার দেশের হয়ে দশটি হ্যাটট্রিক আছে। শের হয়ে তার মোট গোল ১১৫। দেশ ও ক্লাবের হয়ে তার হ্যাটট্রিক সংখ্যা ৫৮।
  • টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জার্সির উদ্বোধন হল। এর নাম দেওয়া হয়েছে ‘বিলিয়ন চিয়ার্স জার্সি।’
  • ভারতের নতুন গ্র্যান্ডমাস্টার হলেন দিব্যা দেশমুখ।