কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ অক্টোবর ২০২১

467
0
Current Affairs 23rd December

আন্তর্জাতিক
  • বাংলাদেশের কুমিল্লার কাছে হাজীগঞ্জ উপজেলায় দুর্গা পুজোর মণ্ডপ ও বেশকিছু হিন্দু মন্দির ধ্বংসের অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। হিংসা রুখতে বর্ডার গার্ড বাংলাদেশ বাহিনীকে নিয়োগ করেছে প্রশাসন। সংঘর্ষে চার জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ২২টি জেলায় আধা সেনা মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় ভারতের বিদেশমন্ত্রক উদ্বেগ প্রকাশ করল।
জাতীয়
  • দেশে ৯৬.৭৫ কোটির বেশি মানুষ করোনার প্রতিষেধক নিয়েছেন। ২৭.৫৭ কোটি মানুষের দুটি ডোজও নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী এ তথ্য জানান।
  • গত ৯ অক্টোবর অরুণাচল প্রদেশের বিধানসভার বিশেষ অধিবেশনে বক্তব্য পেশ করেছিলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। সেই ঘটনার প্রতিবাদ জানালেন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাউ লিজিয়ান। ভারত এই বিবৃতি খারিজ করে দিল।
খেলা
  • উবের কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে হেরে গেল ভারতের মহিলাদের দল।
  • দুবাইয়ে আইপিএল ফাইনালে মুখোমুখি হবে এম এস ধোনি নেতৃত্বাধীন এবং ইয়ং মর্গ্যান নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স।
বিবিধ
  • আন্তর্জাতিক ক্ষুধা সূচকে ১০১ তম স্থান পেল ভারত।১১৬টি দেশের মধ্যে এই স্থান পেল ভারত।
  • মেঘালয়ের মেটাসনরামে প্রাকৃতিক গ্যাসের খোঁজ পেল অয়েল ইন্ডিয়া লিমিটেড।