আন্তর্জাতিক
- বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সেখানকার সরকারের কাছে দাবি জানালেন রাষ্ট্রসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেথো। সাম্প্রতিক হিংসার প্রতিবাদ করল অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। উদ্বেগ প্রকাশ করল ঢাকার মার্কিন দূতাবাস। এই ঘটনায় মূল চক্রীকে চিহ্নিত করা গেছে বলে দাবি করল বাংলাদেশ সরকার। এদিকে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বললেন, উত্তেজনা ছড়াতে অন্য একটি দেশ থেকে ভুয়ো ভিডিয়ো ছড়ানো হচ্ছে বাংললাদেশ ও ভারতে।
জাতীয়
- ৫ দিনের বিদেশ সফরে ইজারায়েল গেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখান থেকেই ইজরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরশাহির বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন তিনি। বাণিজ্যিক, অর্থনৈতিক ও সামুদ্রিক নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন নিয়ে কথা হল বৈঠকে।
কাশ্মীর থেকে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ঢল নেমেছে। গত কয়েকদিনে ১১ জন ভিনরাজ্যের শ্রমিককে হত্যা করা হয়েছে সেখানে।
খেলা
- মেলবোর্ন ক্রিকেট ক্লাবের আজীবন সদস্যপদ দেওয়া হল জাভাগাল স্রীনাথ ও হরভজন সিংকে।
অনূর্ধ্ব ১৭ টেবল টেনিস বিশ্ব রাঙ্কিংয়ে পুরুষদের বিভাগে শীর্ষস্থান পেলেন ভারতের পয়ম জৈন।
বিশ্বকাপের যোগ্যতাপর্বে বাংলাদেশ ২৬ রানে ওমানকে এবং স্কটল্যান্ডকে ১৭ রানে পাপুয়া নিউগিনিকে হারিয়ে দিল।
বিবিধ
- ১৫ নভেম্বর থেকে আইসিএসই (দশম) এবং আইএসসি (দ্বাদশ) পরীক্ষা অনলাইন ব্যবস্থায় পরীক্ষার শুরুর যে সূচি ছিল তা স্থগিত রাখল সিআইএসসিই।