কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ অগস্ট ২০২৪

115
0
Current Affairs 24th August

আন্তর্জাতিক
  • বাংলাদেশে শেখ হাসিনা সরকার পদচ্যুত হওয়ার পর একের পর এক আওয়ামী লীগ নেতা নেত্রীর বাড়িতে হামলা চালানো হয়েছে। তাঁদের অনেকেই লুকিয়ে দেশ ছেড়েছেন বলে জানা গেছে। এবার বাংলাদেশের একজন প্রাক্তন প্রধান বিচারপতিও লুকিয়ে দেশ ছাড়তে গিয়ে ধরা পড়লেন। তিনি হলেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তাঁকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হাতে তুলে তিনি দেওয়া হয়। গত ৫ আগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পদত্যাগ করার পর আপাতত ভারতের আশ্রয়েই রয়েছেন রয়েছেন।
 জাতীয়
  • ইউনিফায়েড পেনশন স্কিম প্রকল্প অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ২০২৫ সালের ১ এপ্রিল থেকে এই প্রকল্প চালু হবে। এতে উপকৃত হবেন ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারী কর্মচারী। এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন থেকে ১০ শতাংশ কেটে নেওয়া হবে এবং কেন্দ্রীয় সরকার ১৮.৫% অর্থ সেই তহবিলে জমা করবে।
  • তেলুগু অভিনেতা আক্কিনেনি নাগার্জুনের বিলাসবহুল কনভেনশন সেন্টারের কিছুটা অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল। ‘হায়দরাবাদ ডিজ়াসটার রিলিফ অ্যান্ড অ্যাসেট প্রোটেকশন এজেন্সি’ (এইচওয়াইডিআরএএ) এর অভিযোগ, বেআইনি ভাবে তুম্মিদুকান্তা হ্রদের জমি দখল করে কনভেনশন সেন্টারটি তৈরি করা হয়েছিল।
খেলা
  • আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য শিখর ধাওয়ান। আন্তর্জাতিক ক্রিকেটে ১০৮৬৭ রান আছে শিখরের। অবশ্য প্রায় দু বছর হয়ে গেল তিনি জাতীয় দলে আর ডাক পাননি। ৩৪ টি টেস্ট ম্যাচে ২৩১৫ রান আছে তাঁর। এর মধ্যে সাতটি শতরানও রয়েছে। ১৬৭ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১৭ টি শতরান, ৩৯ টি অর্ধশতরানসহ ৬৭৯৩ রান আছে ধাওয়ানের। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৬৮ ম্যাচে ১৭৫৯ রান করেছেন তিনি। ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের জাতীয় দলে অভিষেক হয়েছিল তাঁর।
  • রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে প্রথম ইনিংসে পাকিস্তানের ৪৪৮ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৫৬৫ রান করল। মসফিকুর রহিম ১৯১ রান করেছেন। সপ্তম উইকেটে পাকিস্তানের বিরুদ্ধে মেহেদী হাসান মিরাজ এবং মুশফিকুর ১৯৬ রান করেন যা এই জুটিতে একটি রেকর্ড।
বিবিধ
  • চেন্নাইয়ের থিরুভিদানধাইয়ে মোবাইল লঞ্চার থেকে দেশের প্রথম পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড ‘রুমি-১’ রকেট সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ করা হল। রকেটটি তৈরি করেছে তামিলনাডুর স্পেস জোন ইন্ডিয়া। এদিন ৩টি কিউবস্যাট ও ৫০টি পিআইসিও উপগ্রহকে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দিতে সক্ষম হয়েছে রকেটটি।