দু’বছর হল রাশিয়া ইউক্রেন যুদ্ধের। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়ার সেনাবাহিনী। এই দু বছরে যুদ্ধ সমান তালে চলেছে। এদিন বিশ্বের বিভিন্ন প্রান্তে এই যুদ্ধের প্রতিবাদে সমাবেশ করেন শান্তি প্রেমী মানুষ।
মার্কিন যুক্তরাষ্ট্রের চন্দ্র অভিযান আদৌ সফল হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠল। বেসরকারি সংস্থা ‘ইনটুইটিভ মেশিনস’ যে ‘ওডিসিউস’ নামক মহাকাশযানটি চাঁদে সফলভাবে অবতরণ করেছে বলে জানিয়েছিল তারাই পরে জানিয়েছে যে বাস্তবে মুখ থুবড়ে পড়েছে সেটি। তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। যন্ত্রটির মাথা একটি পাথরের উপর পড়ে রয়েছে বলে জানা গেছে।
গাজায় ইজরায়েলের আগ্রাসনকে বরাবরই সমর্থন করে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এজন্য তারা ইজরায়েলকে অস্ত্র সাহায্যও করেছে। এই প্রথম তারা ইজরায়েলের সমালোচনা করল। এদিন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন ওয়েস্ট ব্যাংকে ইজরায়েলের একতরফাভাবে নতুন নতুন পরিকাঠামো গড়ে তোলার সমালোচনা করেছেন।
জাতীয়
সুপ্রিম কোর্টে কোন বিচারপতির এজলাসে কোন মামলার শুনানি হবে তা রোস্টার পদ্ধতির পরিবর্তে কম্পিউটারের উপর ছেড়ে দেওয়ার পরামর্শ দিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন বি লোকুর। প্রসঙ্গত, অতীতে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি দীপক মিশ্রের বিরুদ্ধে রোস্টারে উদ্দেশ্যপ্রণোদিত পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ছিলেন সুপ্রিম কোর্টের চারজন বিচারপতি। তখন বিচারপতি মদন বি লোকুরও ছিলেন সেই দলে। এখন তিনি ফিজির সুপ্রিম কোর্টে বিচারপতির দায়িত্ব পালন করছেন।
সামনের ১ জুলাই থেকে ফৌজদারি ক্ষেত্রে নতুন আইনগুলি কার্যকর হবে বলে জানাল কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা, ফৌজদারি কার্যবিধির পরিবর্তে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য আইনের পরিবর্তে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ইতিমধ্যেই আইনে পরিণত হয়েছে। এবার তা কবে থেকে কার্যকর হবে তা জানানো হল।
খেলা
রাঁচিতে ভারত ও ইংল্যান্ডের মধ্যে সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংস সমাপ্ত হল ৩৫৩ রানে। এর জবাবে ভারত প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে তুলল ২১৯ রান। এর মধ্যে ইংল্যান্ডের স্পিনার শোয়েব বসির ৪ উইকেট পেয়েছেন। ভারতের যশস্বী জয়সওয়াল এদিন ৭৩ রান করেছেন। এর ফলে চলতি সিরিজে এখনো পর্যন্ত তাঁর রান হয়েছে ৬১৮। টেস্টে পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে এক সিরিজে ৬০০এর বেশি রান করে ফেললেন তিনি। এক্ষেত্রে তাঁর আগে এই কীর্তি স্থাপন করেছেন সুনীল গাভাস্কার, দিলীপ সরদেশাই, রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলি। জয়সওয়াল এদিন আরো একটি রেকর্ড করলেন। তিনি ভারতীয়দের মধ্যে একটি ক্যালেন্ডার বছরে টেস্টে সবথেকে বেশি ওভার বাউন্ডারি মারার রেকর্ড করে ফেললেন। ২০০৮ সালে বীরেন্দ্র সেওবাগ ১৪ টেস্টে ২২ টি ওভার বাউন্ডারি মেরেছিলেন। সেখানে যশস্বী জয়সওয়াল এইবছরে প্রথম দু মাসের মধ্যেই পাঁচটি টেস্টে ২৩ টি ওভার বাউন্ডারি মেরেছেন।
ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে আই এস এল-এ ওড়িশা এফসি এবং মোহনবাগানের মধ্যে ম্যাচ গোলশূন্যভাবে শেষ হলো।
বিবিধ
সার্ধশতবর্ষ অতিক্রান্ত হয়েছে আগেই। এবার কলকাতায় ট্রাম যাত্রার ১৫১ তম বর্ষ উদযাপন করল ক্যালকাটা ট্রাম ইউজারস অ্যাসোসিয়েশন। এজন্য একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। দুটি সুসজ্জিত ট্রাম যাত্রা করে গড়িয়াহাট থেকে এসপ্ল্যানেড রুটে।
কলকাতার উপকণ্ঠে কল্যাণী উপনগরীর ৭৩ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল। ১৯৫১ সালের ২৪ ফেব্রুয়ারি তখনকার রাজ্যপাল কৈলাসনাথ কাটজু ওই শহরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।