কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ জানুয়ারি ২০২৪

282
0
Current Affairs 24th January

আন্তর্জাতিক
  • রাশিয়া ইউক্রেন সীমান্তে বেলগারদ অঞ্চলে ইউক্রেনের ছোঁড়া ক্ষেপণাস্ত্রে রাশিয়ার একটি সামরিক বিমান ভেঙে পড়ল। এই বিমানে ৭৪ জন ছিলেন। তাদের মধ্যে ৬৫ জনই ইউক্রেনের যুদ্ধবন্দি। যুদ্ধবন্দি বিনিময়ের জন্য ওই সেনাদের নিয়ে যাওয়া হচ্ছিল বলে রাশিয়া জানিয়েছে।  রাশিয়ার দাবি, যুদ্ধের পণ্য পরিবহনের ইলিউশন আইএল৭৬ বিমানে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইউক্রেন। এটি আদৌ কোন যুদ্ধবিমান নয়। এ বিষয়ে ইউক্রেনের মতামত জানা যায়নি।
  • সোনার খনিতে ধস নেমে প্রাণ হারালেন অন্তত ৭৩ জন খনি কর্মী। পশ্চিম আফ্রিকার মালিতে কেংগাবা অঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে।
  • গাজায় যুদ্ধ বিরতি নিয়ে বৈঠক ব্যর্থ হয়ে গেল। এই বৈঠকে ইজরায়েল, হামাসের প্রতিনিধি ছাড়াও মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন কাতার, মিশর ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। এখানে হামাস স্থায়ী যুদ্ধবিরতি দাবি করেছিল। অন্যদিকে ইজরায়েল এক মাসের জন্য যুদ্ধ বিরতির প্রস্তাব করেছিল।
  • ২০২৪ সালের নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা আরও উজ্জ্বল হল। নিউ হ্যাম্পশায়ারে তিনি রিপাবলিকান প্রার্থীদের মধ্যে লড়াইয়ে পেলেন ৫৪.৬ শতাংশ ভোট। সেখানে ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালি পেলেন ৪৩.২ শতাংশ ভোট। প্রসঙ্গত, ১৯৭৬ সালে জেরাল ফোর্ডের পর ট্রাম্প হলেন প্রথম রিপাবলিকান নেতা যিনি রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী বাছাইয়ে আইওয়া এবং নিউ হ্যাম্পশায়ার, দুটি দলীয় নির্বাচনেই জয়ী হলেন।
জাতীয়
  • অযোধ্যায় রাম মন্দিরের গর্ভগৃহে রাখার জন্য তিনজন ভাস্কর মূর্তি তৈরি করেছিলেন। তার মধ্যে কর্নাটকের ভাস্কর অরুণ যোগীরাজের তৈরি বিগ্রহটি গর্ভগৃহে স্থান পেয়েছে। এটি কালো কষ্টিপাথরে তৈরি। অন্য দুটি মূর্তিও মন্দিরের অন্যত্র রাখা হবে বলে জানা গেছে। তার একটি তৈরি করেছেন রাজস্থানের শিল্পী সত্যনারায়ণ পান্ডে। এটি শ্বেত পাথরে নির্মিত। অন্যদিকে তৃতীয় মূর্তিটি এদিন প্রকাশ্যে এলো। এটি তৈরি করেছেন শিল্পী গণেশ ভাট।
  • জ্ঞানবাপি মসজিদে সমীক্ষা চালিয়ে ভারতের পুরাতাত্ত্বিক সর্বক্ষণ (এএসআই) যে সমীক্ষা রিপোর্ট মুখ বন্ধ খামে বারাণসী আদালতকে জমা দিয়েছে তা হিন্দু ও মুসলিম, উভয়পক্ষকেই দেওয়া হবে বলে আদালত সূত্রে জানানো হলো।
খেলা
  • সুপার কাপের ফাইনালে উঠল ইস্টবেঙ্গল। এদিন ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে তারা সেমিফাইনালে ২-০ গোলে হারিয়ে দিল জামশেদপুর এফসি-কে। কার্লেস কুয়াদ্রাতের প্রশিক্ষণে ছয় বছর পর পুনরায় সুপার কাপের ফাইনালে উঠলো ইস্টবেঙ্গল।
  • ইন্দোনেশিয়া ওপেনের প্রথম রাউন্ডে জয়ী হলেন লক্ষ্য সেন ও কিরণ জর্জ অন্যদিকে হার মানলেন এইচএস প্রণয় এবং কিদাম্বি শ্রীকান্ত জুটি।
  • বক্সিংকে বিদায় জানালেন মেরি কম। বর্তমানে মেডিকমের বয়স ৪১ বছর। আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের (আইবিএ) নিয়মানুসারে চল্লিশ বছর অতিক্রম করলে আর আন্তর্জাতিক বক্সিং-এর এলিট পর্যায়ে প্রতিনিধিত্ব করা যায় না। ফলে এখনো বক্সিং চালিয়ে গেলে দেশের হয়ে লড়াই করা সম্ভব হতো না তাঁর পক্ষে। সম্ভব হতো না  আন্তর্জাতিক প্রতিযোগিতা গুলিতে লড়াই করাও। প্রসঙ্গত, মেরি কম প্রথম মহিলা বক্সার যিনি জিতেছিলেন ৬টি বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব। পাঁচ পাঁচবার এশিয়ান চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। তিন সন্তানের জননী হয়েও মেরি ফিরে এসেছেন বক্সিং রিংয়ে। তিনি জিতেছেন এশিয়ান গেমস সোনাও। তিনিই একমাত্র ভারতীয় মহিলা বক্সার যিনি ২০১২ লন্ডন অলিম্পিকসে ৫১ কেজি ফ্লাইওয়েট বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান। সেবার তিনি জিতে নেন  ব্রোঞ্জ পদক। ২০১৮ কমনওয়েলথ গেমসেও সোনার পদক লাভ করেন তিনি।
বিবিধ
  • নেক্সট জেনারেশন বা নবীন প্রজন্মকে নতুন একটি নামে চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাধারণতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণকারী এন সি সি, এন এস এস স্বেচ্ছাসেবকদের তিনি অমৃত প্রজন্ম বলে অভিহিত করলেন। তিনি বলেছেন, ভারতের অমৃত প্রজন্মই দেশকে সাফল্যের নয়া চূড়ায় নিয়ে যাবে।