কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ জুলাই ২০২৪

187
0
Current Affairs 24th July

আন্তর্জাতিক
  • নেপালে কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার পথে বিমান দুর্ঘটনায় মৃত্যু হল ১৮ জনের। কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার পরই বিমানবন্দর চত্বরের মধ্যেই ভেঙে পড়ে ছোট বিমানটি। ২০০৩ সালে কানাডায় তৈরি বোম্বার্ডিয়া সংস্থার তৈরি সি আর জে ২০০ বিমানটি রক্ষণাবেক্ষণের জন্যই পোখরা নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে। টেক অফ-এর এক মিনিটের মধ্যেই সেটি বাম দিকের বদলে ডান দিকে ঘুরে গোত্তা খেয়ে বিমানবন্দরের একাংশেই পড়ে যায়। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর একটি টেবিল টপ রানওয়ে। এই ধরনের বিমানবন্দরে বিমান নামানোর জন্য অতিরিক্ত অভিজ্ঞতার প্রয়োজন হয়। দুটি ইঞ্জিনের এই ধরনের বিমান গুলিতে ৫০টি আসন থাকে।  আশ্চর্যজনকভাবে ওই বিমানে থাকা মাত্র একজন, বিমানের ক্যাপ্টেন মনীষ রত্ন শাক্য প্রাণে বেঁচেছেন।
  • টানা পাঁচ দিন পর একটু হলেও স্বাভাবিক পরিস্থিতির দিকে এগলো বাংলাদেশের রাজধানী ঢাকা। এদিন ঢাকায় সাত ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে, চালু হয়েছে ইন্টারনেট পরিষেবাও।
জাতীয়
  • রাষ্ট্রায়ত্ত দামোদর ভ্যালি কর্পোরেশনকে তিন ভাগে ভাগ করার প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল খট্টর। ডিভিসির বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও বিদ্যুৎ বন্টন ক্ষেত্রকে আলাদা আলাদা ভাগে ভাগ করে বাজারে সংস্থার শেয়ার ছাড়ার নির্দেশ দিয়েছেন তিনি।
  • প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কড়া আইন পাস করল বিহার বিধানসভা। সেখানে রয়েছে প্রশ্নপত্র ফাঁস মামলায় কোন ব্যক্তি বা সংস্থা দোষী সাব্যস্ত হলে ১০ বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
খেলা
  • আনুষ্ঠানিকভাবে অলিম্পিকের উদ্বোধন হয়নি এখনো তবে কিছু কিছু প্রতিযোগিতা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তারই অন্যতম হলো ফুটবল। ২০২৪ অলিম্পিক ফুটবলে মরক্কো ২-১ গোলে হারিয়ে দিল কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দলকে। অন্য ম্যাচে স্পেন ২-১ গোলে হারিয়ে দিল উজবেকিস্তানকে।
  • আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে ভারতের প্রতিনিধি হিসাবে পুনরায় নির্বাচিত হলেন নীতা অম্বানি।
বিবিধ
  • পশ্চিমবঙ্গের বনাঞ্চলে বাঘের সংখ্যা ১০০ পেরিয়ে গেল। ২০২২ সালের ব্যাঘ্রশুমারি অনুসারে এরাজ্যে মোট ১০১ টি বাঘের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা।