কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ জুন ২০২৩

415
0
Current Affairs 24th June

আন্তর্জাতিক 
  • বেসরকারি সৈন্যদের সরকার দখলের প্রয়াস। এমনই এক নজিরবিহীন সংকটের মুখে পড়তে চলেছিল রাশিয়া। ঘটনার সূচনা হয় ওয়াগানার গ্রুপের রাশিয়ার ক্ষমতা দখলের হুমকি নিয়ে। ২০১৪ সালে বেসরকারি আধা সামরিক বাহিনী ওয়াগণার মার্সিনারি গ্রুপ তৈরি হয়েছিল রাশিয়ায় পুতিনের একসময়ের সহযোগী ইয়েভগেনি প্রিগোঝিনয়ের উদ্যোগে।এই ইয়েভগেনিকে বলা হত পুতিনের শেফ। মার্কিন যুক্তরাষ্ট্র এই গ্রুপকে আন্তর্দেশীয় অপরাধী সংগঠন বলে চলতি বছরেই ঘোষণা করেছিল। রাশিয়ার ইউক্রেন আক্রমণে এই সেনাবাহিনী ছিল পুরোভাগে। এদিন তারা পুতিনকে রাশিয়ার রাষ্ট্রপতি পদ থেকে ক্ষমতাচ্যুত করার হুমকি দেয়। শেষ পর্যন্ত বেলারুশের মধ্যস্থতায় তারা আলোচনার টেবিলে বসতে রাজি হয়।
জাতীয়
  • মার্কিন যুক্তরাষ্ট্র সফরের শেষ পর্বে ওয়াশিংটনের রোনাল্ড রেগন বিল্ডিং-এ প্রবাসী ভারতীয়দের সমাবেশে ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর তিনি দুদিনের মিশর সফরে যাত্রা করেন। গত ২৬ বছরে এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী মিশর সফরে গেলেন। তাঁকে কায়রো বিমানবন্দরে স্বাগত জানান মিশরের প্রধানমন্ত্রী মুস্তাফা মাতবাওলি।
  • মনিপুরে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিলেন ১৮ টি দলের নেতৃবৃন্দ। প্রসঙ্গত, মণিপুরে সংখ্যাগরিষ্ঠ মেইতেইদের তফশিলি জনজাতিভুক্ত করার দাবি নিয়ে তাদের সঙ্গে কুকি সম্প্রদায়ের মানুষদের সংঘর্ষ শুরু হয়েছে প্রায় দু মাস ধরে। এতে দেড়শর বেশি মানুষের মৃত্যু হয়েছে।
  • কেদারনাথ মন্দিরের গর্ভ গৃহে সোনার পরিবর্তে পিতল ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্তের নির্দেশ দিল উত্তরাখন্ড সরকার। মন্দিরের অন্যতম তীর্থ পুরোহিত সন্তোষ ত্রিবেদী এই অভিযোগ করেছিলেন। মন্দির কমিটি অবশ্য দাবি করেছে, গর্ভগৃহে ২৩৭৭৭.৮ গ্রাম সোনা এবং ১০০১ কিলোগ্রাম তামা ব্যবহার করা হয়েছে।
  • স্বামী যত সম্পত্তি কিনবেন তার উপর অর্ধেক অধিকার থাকবে গৃহবধর। কারণ স্ত্রী গৃহে সংসারের কাজ করেন বলেই স্বামী আয় করতে পারেন। একটি মামলায় এই রায় দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট।
খেলা 
  • বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ভারত ২-০ গোলে হারিয়ে দিল নেপালকে। পরপর দুই ম্যাচ জিতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছল ভারত। ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী একটি গোল করলেন। দেশের হয়ে এটি তাঁর ৯১ তম গোল। ভারতের পরের ম্যাচ কুয়েতের বিরুদ্ধে। তবে ইতিমধ্যেই ভারত প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছে গেছে। অন্যদিকে পাকিস্তান প্রথম ম্যাচে ভারতের কাছে ০-৪ গোলে পরাজয়ের পর কুয়েতের কাছেও একই ব্যবধানে হারলো। তারা প্রতিযোগিতা থেকে ছিটকে গেল। এই প্রতিযোগিতায় ভারত ছাড়া কুয়েত, বাংলাদেশ ও মলদ্বীপ সেমিফাইনালে পৌঁছেছে।
  • বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার বাছাই পর্বে জিম্বাবোয়ে ৩৫ রানে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে। গত সাত বছরের মধ্যে এই প্রথম একদিনের ক্রিকেটে তারা ওয়েস্ট ইন্ডিজকে হারালো।
  • কলকাতার ইডেন গার্ডেন্স-এ সিএবি আয়োজিত পি সেন ট্রফি জিতলো মোহনবাগান ক্লাব। তারা এদিন এক উইকেটে হারিয়ে দিল ভবানীপুর ক্লাবকে। ম্যান অব দ্য ম্যাচ হলেন সাকিব হাবিব গান্ধি। ১১ বছর পর এই ট্রফি জিতল মোহনবাগান।
বিবিধ 
  • করোনা ভাইরাস প্রতিরোধে বুস্টার প্রতিষেধক চালু হলো ভারতে। এর নাম জেমকোভাক ওএম। এটি নির্মাণ করেছে জেনোভা বায়ো ফার্মাসিউটিক্যালস। ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল এই প্রতিষেধককে মানুষের শরীরে প্রয়োগের অনুমতি দিয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থা সিআইএ তদন্ত চালিয়ে জানিয়েছে যে, চিনের উহান ইন্সটিটিউট অব ভাইরোলজি’তে কৃত্রিমভাবে করোনা ভাইরাস তৈরি হয়েছে এমন কোন প্রমাণ তারা পায়নি।
  • ভারতের দরিদ্র অসহায় মানুষ বিশেষত কলকাতার পথ শিশুদের জন্য সারা জীবন কাজ করেছেন সিস্টার সিরিল। তাঁর জন্ম যদিও আয়ারল্যান্ডে কিন্তু নিজের গোটা জীবনটাই তিনি উৎসর্গ করেছিলেন ভারতবাসীর সেবায়। কলকাতার লোরেটোয় পথ শিশুদের জন্য রেনবো স্কুল প্রকল্প তিনি শুরু করেছিলেন। কলকাতার এন্টালিতে ক্যাথলিক সন্ন্যাসিনীদের আবাসেই থাকতেন তিনি।