কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ নভেম্বর ২০২৩

246
0
Current Affairs 24th November

আন্তর্জাতিক
  • চিনে অজানা জ্বর সংক্রমিত হচ্ছে। বিশেষত উত্তর ও দক্ষিণ অংশে শিশুদের মধ্যে নিউমোনিয়ার কিছু উপসর্গযুক্ত এই জ্বর দেখা যাচ্ছে। এ বিষয়ে চিন সরকারের কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। কিন্তু তাতে সাড়া দেয়নি চিন। তারা জানিয়েছে, এই অসুস্থতার পিছনে কোন নতুন বা অস্বাভাবিক জীবাণু সংক্রমণের চিহ্ন পাওয়া যায়নি।
  • বহু প্রতীক্ষিত যুদ্ধ বিরতি এবং বন্দি বিনিময় শুরু হল গাজায়। এদিন কাতার চুক্তি অনুসারে এই বন্দি বিনিময় হয়েছে। হামাস ১৩ জন ইজরায়েলের নাগরিক এবং ১২ জন থাইল্যান্ডের নাগরিককে মুক্তি দিয়েছে। মোট ১৩ জন প্যালেন্টাইনিকে মুক্তি দিয়েছে ইজরায়েল। চার দিনের যুদ্ধবিরতির শুরুতে আপাতত সামরিক অভিযানে বিরত রয়েছে দুপক্ষই।
  • মহাকাশে গুপ্তচর উপগ্রহ পাঠানোর কথা মেনে নিলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং উন। তিনি বলেছেন আত্মরক্ষার জন্যই এই উপগ্রহ পাঠানো হয়েছে।
  • আয়ারল্যান্ডের ডাবলিনে তান্ডব চালালেন অতি দক্ষিণপন্থীরা। একটি প্রাথমিক স্কুলের বাইরে এক আততায়ী ছুরি নিয়ে হামলা চালায়। এই আততায়ী আয়ারল্যান্ডেরই বাসিন্দা। কিন্তু গুজব রটে যায় একজন অভিবাসী হামলা চালিয়েছে। এরপরেই ডাবলিন জুড়ে তান্ডব শুরু করে অতি দক্ষিণপন্থীরা। পুলিশ চারজন মহিলা সহ ৩৪ জন দাঙ্গাকারীকে গ্রেপ্তার করেছে।
জাতীয়
  • উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ফের লোহার জালে আটকে গেল অগার মেশিনের গতি। তবে পাশের ছোট পাইপ দিয়ে আটকে পড়া ৪১ জন শ্রমিকের কাছে খাবার ওষুধ পত্র পাঠানো হচ্ছে। চারধাম প্রকল্পে সিল্কিয়ারা থেকে বারকোট -এর ৪২ কিলোমিটার দূরত্ব কমিয়ে আনার লক্ষ্যে ওই ৪ কিলোমিটার সুড়ঙ্গ তৈরিতে হাত দিয়েছিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সিল্কিয়ারার দিক থেকে আড়াই কিলোমিটার সুড়ঙ্গ খননের পরই এই ভয়ঙ্কর ধস নামে।
  • নয়াদিল্লির আফগানিস্তান দূতাবাস পুরোপুরি বন্ধ হয়ে গেল। দূতাবাসের পক্ষ থেকে ভারত সরকারের অসহযোগিতার কারণ তুলে ধরা হয়েছে। তবে ভারতের বিদেশ মন্ত্রকের বক্তব্য, দূতাবাসের অন্ধরে তালিবান সমর্থক ও বিরোধীদের মধ্যে একাধিকবার সংঘাত হয়েছে। এই বিষয়টি একদমই কাম্য নয়। ২০২১ সালে আফগানিস্তানে তালিবানরা ক্ষমতায় এলেও তাদের স্বীকৃতি দেয়নি অধিকাংশ দেশই।
  • ভারতীয় নৌবাহিনী প্রাক্তন আটজন সদস্যকে প্রাণদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল কাতারের একটি আদালতে। এই নির্দেশের বিরোধিতা করে ভারতের আবেদন শুনতে রাজি হলো কাতারের আদালত।
খেলা
  • চিন মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতার সেমিফাইনালে উঠলেন ভারতের সাত্ত্বিক সাইরাজ – চিরাগ শেট্টি জুটি। কোয়ার্টার ফাইনালে ছেলেদের ডাবলসে তাঁরা পরাজিত করলেন ইন্দোনেশিয়ার লিও রলি -ড্যানিয়েল মার্টিন জুটিকে। এটি সুপার ৭৫০ মাস্টার্স সিরিজ। চলতি বছরে এই জুটি ইন্দোনেশিয়া সুপার ১০০০, কোরিয়া সুপার ৫০০, এবং সুইস সুপার ৩০০ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। তবে ছেলেদের কোয়ার্টার ফাইনালে পরাজিত হলেন ভারতের এইচ এস প্রণয়।
  • দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে রাজি কিন্তু পাকিস্তানে গিয়ে ডেভিস কাপ এর টাই ম্যাচ খেলতে আপত্তি জানালেন ভারতের সুমিত নাগাল ও শশী কুমার মুকুন্দ।
বিবিধ
  • সহকারি অধ্যাপক নিয়োগের পরীক্ষা ‘সেট’ নেওয়া হবে আগামী ১৭ ডিসেম্বর। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলায় ১১০ টি পরীক্ষা কেন্দ্রে ৮০ হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় বসবেন।
  • মুম্বইয়ের হিন্দি ছবির পরিচালক রাজকুমার কোহলি (৯৩) প্রয়াত হলেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। ‘নাগিন’, ‘জানি দুশমন’, ‘বদলে কি আগ’ প্রভৃতি ছবির পরিচালক তিনি। তাঁর পরিচালনা করা সর্বশেষ ছবির নাম ‘জানি দুশমন: এক অনোখি কহানি’।