কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ অক্টোবর ২০২৪

29
0
Current Affairs 24th October

আন্তর্জাতিক     
  • ঢাকায়  প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা সরকারের মদতপুষ্ট আওয়ামী লীগের ছাত্র লীগকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করল বর্তমান মুহম্মদ ইউনুস সরকার। শুধু নিষিদ্ধই নয়, বাংলাদেশ ছাত্র লীগের কোনো সদস্য বা কর্মী সরকারি চাকরি পাবেন না এমন ঘোষিত হয়েছে। এমনকী যে সব নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে সে সবই বাতিল করা হবে। নিষিদ্ধ ঘোষণার এই নীতিকে ঘৃণ্য ও জঘন্য কর্মকাণ্ড বলে জানিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব।
  • আমেরিকায় ভোট আগামী ৫ নভেম্বর। ভারতীয়দের থেকে আমেরিকার ভোটিং পদ্ধতি বিস্তরফারাক। মোট নথিভুক্ত ভোটার ১৬ কোটি ১০ লক্ষ ২০ হাজার। ডেমোক্রেটিক এবং রিপাবলিকান এই দুই ভাগে বিভক্ত। মূল্যবৃদ্ধি আমেরিকার বর্তমানে বড় সমস্যা। ডেমোক্রেটিক এবং রিপাবলিকান শ্বেতাঙ্গ ও অশ্বেতাঙ্গ দুই ভাগে বিভক্ত। এ বারের নির্বাচনে ডেমোক্রেট দলের প্রেসিডেট প্রার্থী কমলা হারিস এবং ভাইস প্রেসিডেন্ট দুজনেই ভারতীয় বংশোদ্ভূত। বর্তমানে ৫০ লক্ষ ভারতীয় বংশোদ্ভূতের বাস আমেরিকায়।
দেশ
  • পূর্ব ঘোষিত ঝড় দানা আছড়ে পড়ল ওড়িশায়। তার প্রভাব বিস্তার করে দাপট ছড়িয়েছে এই বাংলাতেও। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ও সমুদ্র সন্নিহিত অঞ্চল থেকে বহু মানুষকে সুরক্ষা দিতে সরিয়ে দেওয়া হয়েছিল। বিভিন্ন রুটে প্রায় ১৯০ টিরও বেশি লেকালাল ও দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়। এমনকী বিমান চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়। ঝোড়ে হাওয়ার দাপটে ছোটখাটো বহু বাড়ি ও গাছপালা উপড়ে পড়ে। পশ্চিমবঙ্গে দিঘায় এক জনের প্রাণহানি হয়েছে। নিষেধ সত্ত্বেও উত্তাল সমুদ্র ও ঝড় দেখতে বহু পর্যটক ভিড় করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। সমস্ত হোটেলের ঘর খালি করে দেওয়া হয়েছিল। দানা এই ঝড়ের নামকরণ করে কাতার। দানা মানে উজ্জ্বল মুক্ত।
খেলা
  • ভারতের টেস্ট ক্রিকেটের আকাশে নতুন সম্ভাবনাময় উজ্জ্বল এক ক্রিকেটারের উদয় দলল। নাম ওয়াশিংটন সুন্দর। ভারত-নিউ জিল্যান্ডের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে ব্যাট করতে নামে নিউ জিল্যান্ড। সেখানেই এক অবিস্মরণীয় বোলিং উপহার দিলেন ওয়াশিংটন সুন্দর। ৫৯ রানে ৭ উইকেট নিয়ে নজির সৃষ্টি করলেন এই অলরাউন্ডার। তামিলনাড়ুর এই অফ স্পিনার এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০২১ সালে খেলার সুযোগ পেয়েছিলেন। তার পর তাঁর এই দলে অন্তর্ভুক্ত হওয়া। প্রথম দিনেই নিউ জিল্যান্ডের সব উইকেট হারায় এবং ভারত প্রথম ইনিংস খেলতে নেমে রোহিত শর্মার উইকেট খোয়ায়। দিনের শেষে ইংল্যান্ড ২৫৯ রানে শেষ করে। ভারত এক উইকেট হারিয়ে ১৬ রান করে।
বিবিধ
  • ঝড়, বা যে কোনো কারণে কোনো একটি সংস্থার নেটওয়ার্ক বন্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ইন্টার সার্কেল রোমিংয়ের মাধ্যমে অন্য সংস্থার সাহায্যে কল কিংবা নেট পরিষেবার সুবিধা পাবেন ভিন্ন কোম্পানির গ্রাহকরা। গ্রাহকের পরিষেবা কোনো ভাবেই বন্ধ হবে না। ফোন এবং নেট চালু থাকবে। এই পারস্পরিক নেটওয়ার্ক শেয়ারিং দ্বারা সাধারণ মানুষকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে দেবে না টেলিফোন কোম্পানিগুলি। যাকে বলা হচ্ছে ইন্টার সার্কেল রোমিং।