আন্তর্জাতিক
- রাশিয়ার ভ্লাদিভস্তকে বৈঠকে বসলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং উন। বৈঠক সফল হয়েছে বলে জানালেন দুই রাষ্ট্রপ্রধান।
- জন উইলিয়াম কিংয়ের মৃত্যুদণ্ড কার্যকর করা হল মার্কিন যুক্তরাষ্ট্রে। প্রবল বর্ণবিদ্বেষী জন ১৯৯৮ সালে চলন্ত ট্রাকের পিছনে ঘষটে হত্যা করেছিল একজন কৃষ্ণাঙ্গ, জেমস বার্ড জুনিয়রকে। সেই ঘটনা গোটা বিশ্বে আলোড়ন ফেলেছিল।
- শ্রীলঙ্কার সম্পন্ন ব্যবসায়ী মহম্মদ ইউসুফ ইব্রাহিমকে গ্রেপ্তার করল পুলিশ। ইস্টার রবিবারের বিস্ফোরণে তাঁর দুই ছেলে ইলহাম আহমেদ ইব্রাহিম ও ইমসাত আহমেদ ইব্রাহিম আত্মঘাতী জঙ্গি হিসাবে কাজ করেছিল বলে সন্দেহ করছে পুলিশ। শ্রীলঙ্কায় আত্মঘাতী হামলায় আত্মঘাতীদের মধ্যে একজন নারীও আছেন বলে দাবি করা হয়। ওই নারীর নাম ফাতিমা ইব্রাহিম। তিনি শ্রীলঙ্কার কোটিপতি ব্যবসায়ী ইনসাফ আহমদ ইব্রাহিমের স্ত্রী।
জাতীয়
- মিলিটারি পুলিশ বাহিনীতে মহিলাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হল। সেনাপ্রধান বিপিন রাওয়াত এই সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন। প্রসঙ্গত সেনায় ৩.৮০ শতাংশ, বায়ুসেনায় ১৩.৯ শতাংশ ও নৌসেনায় ৬ শতাংশ মহিলা কর্মী আছেন এদেশে।
- নির্বাচনে প্রার্থী হলে নিজেদের অপরাধের বৃত্তান্ত প্রথম সারির সংবাদপত্র ও টিভি চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে বলে নির্দেশ দিল নির্বাচন কমিশন।
বিবিধ
- আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হল ৭৫ টকা প্রতি ব্যারেল। ২০১৯ সালে এই প্রথম এত মহার্ঘ হল তেল।
- মোবাইল সহ টেলিফোন ক্ষেত্রের বিবিধ পণ্যে ভারত অতিরিক্ত শুল্ক চাপিয়েছে বলে অভিযোগ করল জাপান। ডব্লুটিওতে এর আগে এই অভিযোগ জানিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুর, থাইল্যান্ড।
খেলা
- এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতলেন ভারতের দুই মহিলা কুস্তিগির দিব্যা কাকরান ও মঞ্জু কুমারী।
- আইএফএম-এর শুটিং বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড ইভেন্টে সোনা জিতলেন ভারতের মনু ভাকের-সৌরভ চৌধুরী জুটি।
- এশীয় স্নুকার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন ভারতের পঙ্কজ আদবানি। অনেকগুলি বিশ্বখেতাব জিতলেও তিনি এই খেতাব প্রথমবার জিতলেন।