কারেন্ট অ্যাফেয়ার্স ২১ অক্টোবর ২০২১

567
0
Current Affairs 1st July

আন্তর্জাতিক
  • সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার অভিযোগে পাকিস্তান ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত ধূসর তালিকাতেই থাকবে বলে জানাল আন্তর্জাতিক নজরদার সংস্থা এফএটিএই।
  • ব্রিটেনে টানা ৮ দিন করোনা সংক্রমণ দৈনিক ৪০ হাজারের উপরে। এই ঘটনায় সরকারের গাফিলতিই দায়ী বলে উদ্বেগ প্রকাশ করলেন সেখানকার চিকিতসকরা।
জাতীয়
  • মস্কোয় আফগানিস্তান নিয়ে আন্তর্জাতিক বৈঠকের অবসরে তালিবান সরকারের উপপ্রধানমন্ত্রী আবদুল সালাম হানাফির সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশ মন্ত্রকের যুগ্মসচিব জে পি সিং।
  • ভারতে করোনা প্রতিষেধক টিকা দেওয়ার ১০০ কোটি ডোজ সম্পূর্ণ হল। ১৬ জানুয়ারি টিকা দেওয়া শুরু হয়। ২৭, ৩১ অগস্ট এবং ৬ ১৭, ২৭ সেপ্টেম্বর তারিখে ১ কোটির বেশি টিকা দেওয়া হয়েছিল। দুটি ডোজ পেয়েছেন ২৯.৫১ কোটি মানুষ যা দেশের জনসংখ্যার ২১ কোটি। ৭১.০৮ কোটি মানুষ পেয়েছেন টিকার একটি ডোজ।
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের পুত্র নমল রাজাপক্ষে।

 

খেলা
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে উঠল স্কটল্যান্ড। বাংলাদেশ, পাপুয়া নিউ গিনির পর বাছাই পর্বে তারা হারিয়ে দিল ওমানকে। অন্যদিকে নিউগিনিকে ৮৪ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে উঠল বাংলাদেশ।
বিবিধ
  • পশ্চিমবঙ্গে ১০০০ কোটি টাকা বিনিয়োগ করে রং কারখানা গড়ার সিদ্ধান্ত জানাল আদিত্য বিড়লা গোষ্ঠী। বছরে ২৬ কোটি লিটার রং উতপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কংসাবতী নদীর তীরে ৮০ একর জমিতে সেটি তৈরি করা হবে জানানো হয়েছে।