১. ভারতের প্রথম ‘রাইটার্স ভিলেজ’ কোথায় উদ্বোধন করা হয়েছে?
(ক) বেঙ্গালুরু (খ) মুম্বাই (গ) দেরাদুন (ঘ) জয়পুর
২. হিমাচল প্রদেশের কোন শহরে রাজ্যের প্রথম ডিজিটাল লাইব্রেরি উদ্বোধন করা হয়?
(ক) সিমলা (খ) বিলাসপুর (গ) মানালি (ঘ) ধর্মশালা
৩. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের ৬৯তম সদস্য দেশ হিসেবে যুক্ত হল কোন দেশ?
(ক) ইজরায়েল (খ) জিম্বাবয়ে (গ) বাহমাস (ঘ) পাকিস্তান
৪. বিশ্বের সবথেকে বড় ভাসমান সোলার প্রজেক্ট কোথায় তৈরি হয়েছে?
(ক) মধ্যপ্রদেশের ওমকারেশ্বরে নর্মদা নদী (খ) উত্তরপ্রদেশের বারাণসীতে গঙ্গা নদী (গ) উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যমুনা ও গঙ্গা নদী (ঘ) মধ্যপ্রদেশের উজ্জয়নে শিপ্রা নদী
৫. দীপাবলিতে অযোধ্যা গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করেছে কতগুলি প্রদীন জ্বালিয়ে?
(ক) পঁচিশ লক্ষ প্রদীপ (খ) দশ লক্ষ প্রদীপ (গ) তিরিশ লক্ষ প্রদীপ (ঘ) কোনোটি সঠিক নয়
৬. ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ভারতের কোথায় প্রথম অ্যানালগ স্পেস মিশন চালু করেছে?
(ক) লাদাখের লেহ-তে (খ) কাশ্মীরে (গ) পশ্চিমবঙ্গে (ঘ) বেঙ্গালুরুতে
৭. সম্প্রতি কোন ক্রিকেটার সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন?
(ক) মুকেশ কুমার (খ) চেতেশ্বর পূজারা (গ) বাবা ইন্দ্রজিৎ (ঘ) ঋদ্ধিমান সাহা
৮. ভারতে ক্রুজ ট্যুরিজম বাড়াতে ‘ক্রুজ ভারত মিশন’ কোন শহর থেকে চালু করা হয়?
(ক) নতুন দিল্লি (খ) কলকাতা (গ) মুম্বাই (ঘ) চেন্নাই
৯. ২০২৪ সালে কবে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করা হয়?
(ক) ১লা অক্টোবর (খ) ৫ অক্টোবর (গ) ৩০ সেপ্টেম্বর (ঘ) ১০ অক্টোবর
১০. নিম্নলিখিত কোন দেশ ২০২৫ সালে উদ্বোধনী খো খো বিশ্বকাপের আয়োজন করবে?
(ক) ভারত (খ) অস্ট্রেলিয়া (গ) দক্ষিণ আফ্রিকা (ঘ) আমেরিকা
উত্তর
১. (গ) ২. (খ) ৩. (ক) ৪. (ক) ৫. (ক) ৬. (ক) ৭. (ঘ) ৮. (গ) ৯. (ক) ১০. (ক)