কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর

136
0
Current Affairs Question & Answer

১. ২০২৪ সালের নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের …….তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

(ক) ৪৫ (খ) ৪৬ (গ) ৪৭ (ঘ) ৪৮

উত্তরঃ ৪৭

২. আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্সের সপ্তম অধিবেশনটি কোথায় অনু্ষ্ঠিত হয়েছিল?

(ক) নিউ দিল্লি (খ) চেন্নাই (গ) ভোপাল (ঘ) হায়দরাবাদ

উত্তরঃ নিউ দিল্লি

৩. সম্প্রতি ডুমা বোকো কোন দেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন?

(ক) বোতসোয়ানা (খ) কেনিয়া (গ) নাইজেরিয়া (ঘ) উগান্ডা

উত্তরঃ বোতসোয়ানা

৪. নিম্নলিখিত কোন মন্ত্রক ‘ডিজিটাল ইন্ডিয়া কমন সার্ভিস সেন্টার’ প্রোজেক্ট চালু করেছে?

(ক) প্রতিরক্ষা মন্ত্রক (খ) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক (গ) কৃষি মন্ত্রক (ঘ) ইলেক্ট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক

উত্তরঃ ইলেক্ট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক

৫. প্রথম এশিয়ান বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

(ক) কাঠমান্ডু (খ) ব্যাংকক (গ) নয়াদিল্লি (ঘ) টোকিও

উত্তরঃ নয়াদিল্লি

৬. দীপাবলির সময় কোন রাজ্যে বালিল পাদ্যামি উৎসব পালন করা হয়?

(ক) তামিলনাড়ু (খ) কর্ণাটক (গ) মহারাষ্ট্র (ঘ) গুজরাট

উত্তরঃ কর্ণাটক

৭. জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয়?

(ক) ২৮ আগস্ট (খ) ২৯ আগস্ট (গ) ৩০ আগস্ট (ঘ) ৩১ আগস্ট

উত্তরঃ ২৯ আগস্ট

৮. ২০২৪ সালে প্যারিস অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের মহিলা পতাকাবাহী কে ছিলেন?

(ক) মনু ভাকের (খ) কর্নাম মল্লেশ্বরী (গ) রাজেশ্বরী কুমারী (ঘ) শ্রেয়সী সিং

উত্তরঃ মনু ভাকের 

৯. গুজরাটের কোথায় ‘সেমিকন সিটি’ তৈরি হচ্ছে যা সেমিকন্ডাক্টর নীতির অংশ?

(ক) গান্ধীনগরে (খ) ধোলেরা (গ) সুরাটে (ঘ) গান্ধীধামে

উত্তরঃ সুরাটে

১০. ২০২৪ সালে চেন্নাই গ্র্যান্ড মাস্টার্সে জয়লাভের পর বিশ্ব দাবা রাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে কে উঠেছেন?

(ক) রামেশবাবু প্রাজ্ঞানন্দা (খ) অর্জুন এরগেসাই (গ) নিহাল সারিন (ঘ) পেন্টালা হরিকৃষ্ণ

উত্তরঃ অর্জুন এরগেসাই