কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ এপ্রিল ২০২৪

175
0
Current Affairs 25th April

আন্তর্জাতিক
  • ব্রিটেনের একটি আদালতে ব্রিটিশ পেট্রোলিয়াম সংস্থার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করলেন ইরাকের একজন নাগরিক হুসেন জুলুদ। দক্ষিণ ইরাকের বসরা শহরে ইরাকের বৃহত্তম তেলের খনি তথা পৃথিবীর তৃতীয় বৃহত্তম তেলের খনি রুমেলা, সেখানে তেল উত্তোলন করে ব্রিটিশ পেট্রোলিয়াম। তারা প্রতিদিনই সেখানে যে প্রাকৃতিক গ্যাস নিঃসৃত হয় তা পুড়িয়ে দেয়। এতে ওই অঞ্চলে বিপুল পরিমাণ দূষণের সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন ধরেই এইভাবে তেল পুড়িয়ে দূষণ সৃষ্টির বিরুদ্ধে সরব ছিলেন হুসেন। বারবার চিঠি লিখেছেন। কিন্তু তাতে কর্ণপাত করেনি ব্রিটিশ পেট্রোলিয়াম। সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রাণহানি হয়েছে হোসেনের পুত্র আলির। ওই অঞ্চলে আরো অনেকেই ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন যার কারণ পেট্রোলিয়াম সংস্থার দূষণ। এর পরেই ব্রিটেনে গিয়েই সংস্থার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা ঠুকলেন তিনি।
  • এবার গাজা ভূখণ্ডের রাফা শহরে অভিযান শুরু করল ইজরায়েলের সেনা। এতদিন তারা গাজার মানুষকে উত্তর ও মধ্য গাজা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। অন্যদিকে গাজায় শান্তি ফেরাতে তথা যুদ্ধ বিরতির জন্য নতুন শর্ত দিল হামাস। তারা বলেছে, এখনই যুদ্ধবিরোধী হলে তারা আগামী পাঁচ বছরের জন্য অস্ত্র নামিয়ে রাখবে। অথবা ১৯৬৭ সালের আগের সীমান্ত রেখা মেনে প্যালেস্টাইনিদের তাদের দেশ ফিরিয়ে দিলে পুরোপুরি অস্ত্র ত্যাগের ঘোষণা করল হামাস।
জাতীয়
  • লন্ডনে ভারতীয় দূতাবাসে ভাঙচুর ঘটনার চালানোর ঘটনায় মূল অভিযুক্তকে দিল্লি থেকে গ্রেপ্তার করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২০২৩ সালের ১৯ ও ২২ শে মার্চ লন্ডনে খালিস্থানপন্থী সমর্থকরা ভারতীয় দূতাবাসে হামলা চালায়। এই ঘটনায় মূল অভিযুক্ত ইন্দারপাল সিং  গাবাকে এদিন গ্রেপ্তার করা হলো। তিনি ব্রিটেনের বাসিন্দা।
  • প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন আইনজীবী জয়অনন্ত দেহধরাই, দিল্লি হাইকোর্ট থেকে ওই মামলাটি তিনি প্রত্যাহার করে নিলেন।
  • পার্টনার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন মহিলা সহ মোট ছয় জনের মৃত্যু হল।
 খেলা
  • ফুটবলে মহিলাদের আগ্রহ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ভারতে। ২০২২ সালের জুন মাসে ভারতে নথিবদ্ধ মহিলা ফুটবলার ছিলেন ১১৭২৪ জন। সেখানে ২০২৪ সালের মার্চ মাসের হিসেব, এখন নথিবদ্ধ মহিলা ফুটবলারের সংখ্যা ২৭৯৩৬ জন। অর্থাৎ দু বছরের কম সময়ে ভারতে মহিলা ফুটবলারদের সংখ্যা বেড়েছে ১৩৮ শতাংশ। এই তথ্য জানা গেছে ভারতীয় ফুটবল ফেডারেশনের সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেম থেকে।
  • আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে নতুন রেকর্ড করলেন রোহমালিয়া। মঙ্গোলিয়ার বিরুদ্ধে ইন্দোনেশিয়ার এই মহিলা ক্রিকেটার একটিও রান না দিয়ে কুড়ি বলে তুলে নিলেন ৭ উইকেট।
বিবিধ
  • মার্কিন সংবাদপত্র নিউজউইক এর সমীক্ষায় বিশ্বের শ্রেষ্ঠ ৫০ টি হাসপাতাল এর মধ্যে রয়েছে কলকাতার রুবি জেনারেল হাসপাতালের নাম। পূর্ব ভারতের একমাত্র হাসপাতাল হিসেবে এই স্বীকৃতি পেয়েছে রুবি। এদিন তারা ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল।