কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ অগস্ট ২০২৪

133
0
Current Affairs 25th August

আন্তর্জাতিক
  • বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার নেওয়ার পর এদিনই প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন মহম্মদ ইউনূস। তিনি উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের কথা বলেছেন। একই দিনে বাংলাদেশের বিভিন্ন ইসলামী দলের নেতারা বৈঠকে বসে বাংলাদেশে ইসলামী শাসনব্যবস্থা প্রণয়নের লক্ষ্য জানিয়েছেন।
  • ইজরায়েলের একশটি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননে ঢুকে জঙ্গিগোষ্ঠী হিজবুল্লার সেনাঘাঁটিগুলিতে হামলা চালাল। অন্যদিকে এদিন হিজবুল্লা ৩২০টিরও বেশি রকেট ছুড়েছে ইজরায়েলের সেনা ঘাঁটিগুলি লক্ষ্য করে। ১১ টি সামরিক ঘাঁটিতে হামলা চালানোই ছিল তাদের লক্ষ্য। কোন তরফেই ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
 জাতীয়
  • পশ্চিমবঙ্গে আর জি কর মেডিকেল কলেজে চিকিৎসা বিদ্যার স্নাতকোত্তর ছাত্রীকে নৃশংসভাবে হত্যার মামলায় ১৩ দিনে ৯০ জনের বয়ান রেকর্ড করেছে সিবিআই। এই মামলার তদন্তে ৬ জনের লাই ডিটেক্টর টেস্ট করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এরা যে জুনিয়র চিকিৎসকদের কর্ম বিরতি ষোড়শ দিনে পরল। এই ঘটনার প্রতিবাদে বঙ্গরত্ন পুরস্কার ফিরিয়ে দিলেন আলিপুরদুয়ারের সাহিত্যিক পরিমল দে। ২০১৯ সালে তিনি এই পুরস্কার পেয়েছিলেন।
খেলা
  • কিংবদন্তি পোল ভল্টার আর্মন্ড ডুপ্লান্টিস নতুন বিশ্ব রেকর্ড করলেন। সুইডেনের এই পোল ভল্টার এই নিয়ে ২০২৪ সালে নিজের রেকর্ড ভেঙে তৃতীয় বার বিশ্ব রেকর্ড করলেন। তিনি ডায়মন্ড লিগে ৬.২৬ মিটার ভল্ট দিয়ে এই রেকর্ড করেছেন।
  • রাওয়াল পিন্ডিতে ১০ উইকেটে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ এই প্রথম পাকিস্তান ঘরের মাঠে কোন টেস্টে ১০ উইকেটে হারলো শুধু তাই নয় বাংলাদেশের ২৩ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম তারা পাকিস্তানকে টেস্টে পরাজিত করল। প্রথম ইনিংসে ১৯১ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ হলেন বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিম। বিদেশের মাটিতে এই নিয়ে সপ্তম বার টেস্ট জিতলো বাংলাদেশ।
বিবিধ
  • তামিলনাড়ুর মহিলা পুলিশ কর্মীদের জন্য নতুন একটি প্রকল্প ঘোষণা করলেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। যে মহিলা পুলিশকর্মীরা মাতৃত্বকালীন ছুটি নেবেন তাদের জন্য ছুটি থেকে ফেরার পর নিজের পছন্দমত স্থানে বদলি নেওয়ার সুযোগ থাকছে এই প্রকল্পে।