কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ ডিসেম্বর ২০২৩

231
0
Current Affairs 25th December

আন্তর্জাতিক
  • গাজায় ইজরায়েল হামাস যুদ্ধের আঁচ পড়েছে ওয়েস্ট ব্যাংকে বেথলেহেম শহরে যিশুর জন্মস্থানেও। এ বছর ক্রিসমাসে সেখানে কোন বাড়তি অনুষ্ঠান করা হয়নি। যুদ্ধে অগণিত মানুষের মৃত্যু নিয়ে গভীর আক্ষেপ প্রকাশ পেয়েছে ভ্যাটিকান সিটিতে পোপ প্রথম ফ্রান্সিসের বক্তব্যেও । সেন্ট ব্যাসিলিকার প্রার্থনাসভায় তিনি বলেছেন, ‘শান্তির যুবরাজকে পুনরায় প্রত্যাখ্যান করল যুদ্ধবাজরা। তিনি আজও এই পৃথিবীতে ঘর পেলেন না।‘
  • রাশিয়ায় রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বিরোধী রাজনৈতিক নেতার অ্যালেক্সেই নাভালোনির খোঁজ পাওয়া গেল সুদূর সাইবেরিয়ায় একটি রুশ কারাগারে। ২০২১ সালের জানুয়ারি মাস থেকে তিনি বন্দি। তবে সম্প্রতি তাঁকে ওই কারাগারে পাঠানো হয়েছে। এটি কার্যত বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন। এদিকে রাশিয়ায় আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন প্রাক্তন সাংবাদিক ইয়েকাতেরিনা দুনতশোভা। কিন্তু তাঁর মনোনয়ন পত্র বাতিল করে দিয়েছে রুশ নির্বাচন কমিশন।
  • রাশিয়ার অন্যান্য অংশের মতো ইউক্রেনও এতদিন জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ক্রিসমাস পালন করতো ৭ জানুয়ারি। এবার তারা গ্রেগোরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে ২৫ ডিসেম্বর বিশ্বের বাকি অংশের সঙ্গে বড়দিন পালনের সিদ্ধান্ত নিল। ইউক্রেনের অর্থডক্স গির্জাগুলিও রাশিয়ার অর্থডক্স গির্জার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল। বিদেশের মধ্যে লাগাতার যুদ্ধই এর কারণ বলে জানা গেছে।
জাতীয়
  • দুবাই থেকে নিকারাগুয়া যাওয়ার পথে ফ্রান্সের শালোন ভাত্রাই বিমানবন্দরে জ্বালানি নিতে থেমেছিল একটি বিমান। সেখানে যাত্রী ছিলেন ৩৪০ জন ভারতীয়। ফ্রান্সের অভিবাসন দপ্তর মানব পাচারের সন্দেহে বিমানটিকে আটক করে। এদিন সেটি মুম্বইয়ের দিকে পাঠানো হয়েছে।
  • রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ফৌজিদারী দন্ডবিধি সংক্রান্ত তিনটি বিলে স্বাক্ষর করলেন। এর ফলে এই বিলগুলি আইনে পরিণত হলো। এগুলি হল ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম।
খেলা
  • ব্রাজিল ফুটবল সংস্থাকে নির্বাসনের হুমকি দিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। ব্রাজিল ফুটবল ফেডারেশনের অভ্যন্তরীণ বিষয়ে সেখানকার আদালতের হস্তক্ষেপ নিয়ে অসন্তুষ্ট ফিফা, তারা অবিলম্বে বিষয়টি নিষ্পত্তি করতে বলেছে। অন্যথায় তাদের ফুটবল সংস্থাকে নির্বাচনে পাঠানো হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, যে কোন দেশের সর্বোচ্চ ফুটবল সংস্থার উপরে সরকার বা আদালত বা কোন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কখনোই মেনে নেয় না ফিফা।
  • দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ান-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলবে ভারত। প্রসঙ্গত, ১৯৯২ থেকে এযাবৎ মোট আটটি টেস্ট সিরিজ সেদেশে খেলেছে ভারত কিন্তু একবারও সিরিজ জিততে পারেনি। সাতবার পরাজিত হয়েছে, একবার সিরিজ ড্র ছিল।
বিবিধ
  • রেকর্ড ঠান্ডার মুখে পড়েছে চিনের রাজধানী বেজিংয়ে। সেখানে গত ১১ ডিসেম্বর থেকে ৩০০ ঘন্টারও বেশি সময় তাপমাত্রা রয়েছে হিমাঙ্কের নিচে। টানা কয়েক দিন তাপমাত্রা ছিল হিমাঙ্কের দশ ডিগ্রি সেলসিয়াস নিচে, ১৯৫১ সালের পর এত দীর্ঘ শৈত্যপ্রবাহ দেখা যায়নি বেজিংয়ে।
  • মেঘালয় সরকার শিলংয়ের ব্রুকসাইড বাংলোকে হেরিটেজ ভবন হিসেবে ঘোষণা করল। ১৯১৯সালে শিলং গিয়ে এই বাংলোয় ছিলেন রবীন্দ্রনাথ। এই বাড়িটি শেষের কবিতা উপন্যাসের পটভূমি।