কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ জানুয়ারি ২০২৪

281
0
Current Affairs 25th January

আন্তর্জাতিক
  • মলদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মইজ্জু তীব্র ভারত বিরোধী অবস্থান নিয়েছেন। তাঁরই আমন্ত্রণে চিন সে দেশে সামরিক জাহাজ পাঠাচ্ছে। এই ঘটনায় মলদ্বীপের দীর্ঘদিনের ঐতিহ্য পরিবর্তন এবং পুরনো বন্ধু ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে তাঁর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলল সেদেশের প্রধান দুটি বিরোধী দল  দ্য ডেমোক্রাটস এবং এমডিপি। এর ফলে মলদ্বীপের দীর্ঘমেয়াদী উন্নয়ন ধাক্কা খাবে বলে এই দুই দল আশঙ্কা প্রকাশ করেছে।
জাতীয়
  • ভারত সফরে এলেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল মাকর। তিনি  এবার সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথির আসন বরণ করবেন। এদিন জয়পুর থেকে শুরু হয় তাঁর ভারত সফর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সবার প্রথমে জয়পুরে আমের দুর্গ ঘুরে দেখেন তিনি। তারপর তিনি প্রদর্শন করেন যন্তর মন্তর। ২০১০ সালে জয়পুরের যন্তর মন্তর হেরিটেজের স্বীকৃতি পেয়েছে। জয়পুরের অ্যালবার্ট হল জাদুঘরও প্রদর্শন করেন ফরাসি রাষ্ট্রপতি। দেখেন হাওয়া মহল। এদিন জয়পুরের রামবাগ প্রাসাদে তাঁর  সম্মানে বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছিল।
  • কয়লা খনিতে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ৬ জন শ্রমিক। নাগাল্যান্ডের ওখা জেলার রিসায়ান গ্রামে একটি অবৈধ খনিতে খনন কার্য চালানোর সময় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
খেলা
  • হায়দরাবাদে রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ইংল্যান্ড প্রথম ইনিংসে করল ২৪৬ রান। ভারতের হয়ে ৬ উইকেট নিল রবীন্দ্র জাদেজা-রবিচন্দ্রন আশ্বিন জুটি। এই জুটি টেস্টে উইকেট প্রাপ্তির বিচারে ভারতীয়দের মধ্যে রেকর্ড গড়লো। ৫০ টেস্টে এই জুটির উইকেট প্রাপ্তি ৫০৬। তারা ভেঙে দিল হরভজন সিং-অনিল কুম্বলের ৫৪ টেস্টে ৫০১ উইকেটের রেকর্ড। এদিন ভারত ২৩ ওভার খেলে ১ উইকেট হারিয়ে ১১৯ রান করেছে।
  • অস্ট্রেলিয়ান ওপেন পুরুষদের ডাবলসে ফাইনালে উঠলেন ভারতের রোহন বোপান্না এবং তাঁর অস্ট্রেলিয়ান সঙ্গী ম্যাট এবেডেন। এই নিয়ে তৃতীয়বার কোন গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন বোপান্না।
  • অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে ভারত আয়ারল্যান্ডকে ২০১ রানে হারিয়ে দিল। এই  ভারতীয় দলের অধিনায়ক উদয় শাহরণ।
  • সুপার কাপের ফাইনালে উঠলো ওড়িশা। এদিন ভুবনেশ্বরে সেমিফাইনাল ম্যাচে ১-০ গোলে হারিয়ে দিল মুম্বাই এফসিকে।
বিবিধ
  • তামিলনাড়ুতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন একজন সাংবাদিক। বেআইনি মদ ব্যবসার বিরুদ্ধে তিনি সংবাদ সংগ্রহ করছিলেন বলে জানা গেছে। তিনি তামিলনাড়ুর তিরুপুর জেলার একটি টেলিভিশন সংস্থায় সাংবাদিকতার কাজ করেন। তাঁর নাম নেসা প্রভু। এই ঘটনায় আক্রান্ত সাংবাদিকের পাশে দাঁড়িয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।