কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ জুলাই ২০২৪

174
0
Current Affairs 25th July

আন্তর্জাতিক
  • বাংলাদেশে সাম্প্রতিক হিংসায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০৩। জখম হয়েছেন অন্তত সাত হাজার জন। পুলিশের ঝররা গুলির আঘাতে চোখে ক্ষতি হয়েছে পাঁচ শতাধিক বিক্ষোভকারীর। অন্যদিকে সরকারের দাবি, বাংলাদেশের উন্নয়নের যাত্রাকে থমকে দেওয়ার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষের বিক্ষোভকে কাজে লাগানো হয়েছে। এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর ১০ মেট্রো স্টেশন পরিদর্শন করেন। সেখানে আন্দোলনের নামে এমন ভাবে ধ্বংসাত্মক কর্মসূচি চালানো হয়েছে যে তা সারিয়ে পুনরায় মেট্রো চালু করতে এক বছর সময় লাগতে পারে। হাসিনা জনসাধারণের কাছে এই ধ্বংসলীলার বিচার চেয়েছেন। তাঁর দাবি, ক্ষমতা দখলের উদ্দেশ্যে নাশকতা চালানো হয়েছিল।
  • মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মার্কিন কংগ্রেসে বক্তৃতা দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতা নেয়ানিয়াহু। নেতানিয়াহুর এই সফরের সময় ক্যাপিটাল হিলস এর বাইরে হাজার হাজার মানুষ গাজায় ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন।
জাতীয়
  • দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের দরবার হল এর নাম বদলে হবে গণতন্ত্র মন্ডপ। এছাড়াও রাষ্ট্রপতি ভবনের অশোক হলের নাম বদলে হবে অশোক মন্ডপ। এদিন রাষ্ট্রপতি ভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।
  • খনি থেকে পণ্য উত্তোলনের ক্ষেত্রে কর চাপাতে পারে রাজ্য সরকার। একটি গুরুত্বপূর্ণ মামলায় এই রায় দিলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ৭ সদস্যের সাংবিধানিক বেঞ্চ ১৯৮৯ সালে রায় দিয়েছিল যে, খনি থেকে কেবল রয়ালিটি আদায় করতে পারে রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট সেই রায়ও এদিন খারিজ করে দিল।
খেলা
  • প্যারিস অলিম্পিকে দলগত বিভাগে তীরন্দাজির কোয়ার্টার ফাইনালে পৌঁছল ভারতের মহিলা ও পুরুষদের দল। এই দলে রয়েছেন দীপিকা কুমারী অঙ্কিতা ভকত তরুণ দ্বীপ রায় প্রবীণ যাদব প্রমূখ।
বিবিধ
  • প্রতি ডলারের সাপেক্ষে টাকার বিনিময় মূল্য কমে হল ৮৩.৭৮ টাকা। অতীতে কখনো ডলারের সাপেক্ষে টাকার দাম এত পড়ে যায়নি।
  • বাংলাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী শাফিন আহমেদ (৬৩)প্রয়াত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি অনুষ্ঠান করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সেখানেই ছিলেন চিকিৎসাধীন। বাংলা গানের বিখ্যাত রক ব্যান্ড মাইলস এর প্রতিষ্ঠাতা সদস্য তিনি।