কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ জুন ২০২৪

145
0
Current Affairs 13th September

আন্তর্জাতিক
  • উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ অবশেষে মুক্তি পেলেন। গত পাঁচ বছরের বেশি সময় ধরে তিনি বন্দি ছিলেন ইংল্যান্ডের একটি কারাগারে। মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন তথ্য প্রকাশের জন্য তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করার কথা ছিল। আদতে অস্ট্রেলিয়ার বাসিন্দা জুলিয়ান ২০১০ সালে নিজের সংস্থা উইকিলিক্সে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অসংখ্য গোপন সরকারি তথ্য ফাঁস করেন। তখন থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র তাঁকে খুঁজছে। ইতিমধ্যে সুইডেনে দুই মহিলা অভিযোগ করেছিলেন অ্যাসাঞ্জের বিরুদ্ধে। এমতাবস্থায় তিনি ইকুয়েডরের দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেন । দীর্ঘ সাত বছর দূতাবাসের মধ্যেই তিনি থেকেছেন। এরপর তাঁকে গ্রেফতার করে লন্ডনের পুলিশ। ঠাঁই হয় লন্ডনের বেলমার্স কারাগারে। অনুমান করা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বোঝাপড়া হয়েছে জুলিয়ানের। সব দোষ স্বীকার করার বিনিময়ে তাঁকে ৬২ মাসের কারাদণ্ড দেওয়া হতে পারে। যেহেতু তিনি ইতিমধ্যেই তার থেকে বেশি শাস্তি ভোগ করেছেন তাই তিনি মুক্তি পাবেন। বাইরের দুনিয়াতেও মানুষের না বলা কথা প্রকাশের অন্যতম দূত বলে মনে করা হয় জুলিয়ান অ্যাসাঞ্জকে।
  • বাংলাদেশের মাটিতে রেল ট্রানজিট এর মাধ্যমে ভারতের রেল চালানোর বিরোধিতা করে বাংলাদেশে যে বিতর্ক তৈরি হয়েছে তার জবাব দিলেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ইউরোপের বিভিন্ন দেশে মুক্ত সীমান্ত পদ্ধতি চালু আছে, এখানেও বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত না করে ভারতকে তাদের রেলপথ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে মাত্র।
জাতীয়
  • অষ্টাদশ লোকসভায় স্পিকার নির্বাচন সর্বসম্মতভাবে হচ্ছে না। শাসক দল এবং বিরোধীপক্ষ উভয়ই প্রার্থী দেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে। প্রসঙ্গত, স্বাধীন ভারতে মোট তিনবার স্পিকার পদের জন্য নির্বাচন হয়েছিল। প্রথমবার ১৯৫২ সালে দ্বিতীয়বার ১৯৬৭ সালে এবং তৃতীয়বার আজ থেকে প্রায় চার দশক আগে ১৯৭৬ সালে।
  • দেশে অষ্টাদশ লোকসভায় বিরোধী দলনেতা হচ্ছেন রাহুল গান্ধি। কংগ্রেস নেতা মোল্লিকার্জুন খাগড়ের বাড়িতে বিরোধী দল গুলির যৌথ মঞ্চ ‘ইন্ডিয়া’র এক বৈঠকে লোকসভার বিরোধী দলনেতা পদে রাহুল গান্ধীর নাম সর্বসম্মত ভাবে অনুমোদন পেয়েছে। কংগ্রেস সংসদীয় নেত্রী সনিয়া গান্ধী লোকসভায় কংগ্রেসের দলনেতা পদে রাহুলকে মনোনীত করার সিদ্ধান্তের কথা লোকসভার প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাবকে চিঠি লিখে জানিয়েছেন বলে জানা গেছে।
  • আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লির রাইস অ্যাভিনিউ আদালত।
  • সিবিআইয়ের তদন্তে চিকিৎসা বিদ্যার প্রবেশিকা পরীক্ষা ‘নিট’- এর দুর্নীতির নিত্যনতুন তথ্য সামনে আসছে। অনুমান করা হচ্ছে ‘সালভার গ্যাঙ’ নামের একটি গোষ্ঠী প্রশ্ন পাচার চক্র চালাত । তার মাথা সঞ্জীব মুখিয়া বা বিহারের নালন্দা জেলার বাসিন্দা সঞ্জীব সিং। তিনি অবশ্য এখনো অধরা।
খেলা
  • ক্রিকেটে নতুন ইতিহাস তৈরি করল আফগানিস্তান।এই প্রথমবার তারা পৌঁছালো আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সুপার এইট পর্যায়ে তারা ৮ রানে হারিয়ে দিল বাংলাদেশকে। প্রথমে ব্যাট করে ১১৬ রান তুলেছিল আফগানিস্তান। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শেষ পর্যন্ত ফলাফলের নিষ্পত্তি হল ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে। সেন্ট ভিনসেন্টে বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচ জিতে, এই প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে উঠে টি-২০ বিশ্বকাপে ইতিহাস গড়ে ফেলল আফগানরা।  আর সেই সঙ্গে সঙ্গে এবারের বিশ্বকাপ ক্রিকেট থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়া। প্রথমে আফগানিস্তান ও পরে ভারতের কাছে হেরে তাদের সেমিফাইনালে যাওয়ার পথ নির্ভর করছিল আফগানিস্তান বনাম বাংলাদেশের ম্যাচটির উপর।  কিন্তু ম্যাচটিতে আফগানিস্তান জিতে যাওয়ায় এবারের টি-২০ বিশ্বকাপ থেকেই ছিটকে গেল অস্ট্রেলিয়া। এদিনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তিনি অবশ্য টেস্ট এবং একদিনের ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছিলেন।
  • কোপা আমেরিকায় ব্রাজিলের প্রথম ম্যাচ সমাপ্ত হলো গোলশূন্যভাবে। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে কোস্টারিকাকে হারাতে ব্যর্থ হল ব্রাজিল।
  • ইউরো কাপে ফ্রান্স ও পোল্যান্ডের মধ্যে ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকল। কিলিয়ান এমবাপে এই ম্যাচে দলে ফিরলেও দেশকে জেতাতে ব্যর্থ। তবে ফ্রান্সের একমাত্র গোলটি তাঁরই করা। অন্য ম্যাচে অস্ট্রিয়া ৩-২ গোলে হারিয়ে দিল নেদারল্যান্ডসকে।
বিবিধ
  • নতুন নজির তৈরি হল ভারতের শেয়ার বাজারে। এদিন ভারতের শেয়ার সূচক সেনসেক্স ৭৮ হাজার অংকে উঠে উচ্চতার নতুন নজির তৈরি করল। অন্যদিকে অপর শেয়ার সূচক নিফটিও ২৩৭২১ অংক উঠে উচ্চতার নতুন রেকর্ড তৈরি করল।