কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ জুন ২০২৩

schedule
2023-06-27 | 13:45h
update
2023-06-28 | 13:55h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘অর্ডার অব দ্য নাইল’ পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে বিশ্বের ১৩ টি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পেলেন তিনি। প্রধানমন্ত্রী মোদীর হাতে এই পুরস্কারের স্মারক তুলে দিলেন মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাত্তাহ এল সিসি। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিপাক্ষিক বিষয় নিয়ে আলাদা করে বৈঠক হয় মিশরের রাষ্ট্রপতির। মোদী এদিন হেলিয়াপোলিশ কমনওয়েলথ ওয়ার মেমোরিয়াল পরিদর্শন করেন। প্রথম বিশ্বযুদ্ধে মিশর ও প্যালেস্টাইনে নিহত চার হাজার তিনশোর বেশি ভারতীয় সেনার স্মৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এদিন মিশরের হাজার বছরের প্রাচীন আল হাকিম মসজিদেও যান মোদী। ভারতের  বোহরা মুসলিম সম্প্রদাযয়ের আর্থিক সহায়তা এই প্রাচীন মসজিদের চেহারা ফিরিয়ে দিয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে ভারতে অনুষ্ঠিতব্য জি ২০ শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে মিশরের রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানালেন মোদী। দুই রাষ্ট্রনায়ক এদিন একসঙ্গে গিজার পিরামিড পরিদর্শন করলেন।
  • পাকিস্তানে গুলি করে হত্যা করা হলো একজন শিখ চিকিৎসককে। পাকিস্তানের পেশোয়ারে শনিবার রাত আটটার সময় মনমোহন সিং (৩৫) নামের ওই চিকিৎসককে গুলি করে অজ্ঞাত পরিচয় আততায়ীরা। তার আগের দিনই তারলোক সিং নামে এক ব্যক্তিকেও গুলি করেছিল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। তিনি অবশ্য অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন। ২০২২ সালের মার্চ মাসে এই পেশোয়ারেই দয়াল সিং নামে এক শিখ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছিল। এই ঘটনাগুলির সঙ্গে সন্ত্রাসবাদিদের কোন যোগ আছে কিনা তা নিশ্চিত নয় পাকিস্তানের পুলিশ।
Advertisement

জাতীয়
  • একই দিনে বর্ষা প্রবেশ করল দেশের রাজধানী ও অর্থনৈতিক রাজধানীতে। দিল্লিতে বর্ষার নির্ধারিত প্রবেশের দিন ২৭ জুন। সেখানে নির্ধারিত সময়ের দুদিন আগে বর্ষা প্রবেশ করল। অন্যদিকে মুম্বইয়ে বর্ষা সাধারণত যে সময়ে প্রবেশ করে তার দু’সপ্তাহ পরে বর্ষা শুরু হল। দিল্লি ও মুম্বইয়ে একই দিনে বর্ষা প্রবেশ করল ৬২ বছর পরে। শেষবার ১৯৬১ সালের ২১ জুন তারিখে একই দিনে দিল্লী ও মুম্বইতে বর্ষা প্রবেশ করেছিল।
  • হিমাচল প্রদেশের কুলু মাকালু (৬৩৫০ মিটার) শৃঙ্গ জয় করা ছিল অত্যন্ত দুর্গম। প্রথম ভারতীয় পর্বতারোহী হিসাবে ওই শৃঙ্গ জয় করল একটি দল। সেই দলে রয়েছেন দুজন বাঙালি রাজশেখর মাইতি ও প্রদীপ বর।
খেলা
  • বিশ্বকাপ ক্রিকেটের যোগ্যতা অর্জনের ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নিলেন শ্রীলংকার ওয়ানিন্দু হাশরাঙ্গা। এই নিয়ে পরপর তিন ম্যাচে তিনি পাঁচ বা তার বেশি উইকেট পেলেন। এর আগে আরব আমিরশাহির বিরুদ্ধে তিনি ছয় উইকেট ও ওমানের বিরুদ্ধে পাঁচ উইকেট পেয়েছিলেন। ১৯৯০ সালে পাকিস্তানের ওয়াকার ইউনিস পরপর তিন ম্যাচে ৫ উইকেট পাওয়ার পর দ্বিতীয়বার অনুরূপ ঘটনা ঘটালেন হাশারাঙ্গা। তবে বিশ্বের প্রথম স্পিনার হিসাবে এই কীর্তি স্থাপন করলেন তিনি।
  • প্রথমবার ভারতের বিশ্বকাপ ক্রিকেট জয়ের ৪০ বছর পূর্তি পালনে উৎসবে মেতে উঠলেন সেই বিজয়ী দলের ক্রিকেটার কপিল দেব, রজার বিনি, দিলীপ বেঙ্গসরকার, সুনীল গাভাস্কার, মদনলাল, কৃষ্ণমাচারি শ্রীকান্ত প্রমুখ।
বিবিধ
  • নয়া দিল্লি রেল স্টেশনে বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন সাক্ষী আহুজা নামে এক তরুণী। ভুপাল শতাব্দী এক্সপ্রেস ধরতে তিনি নয়াদিল্লি স্টেশনে গিয়েছিলেন।
  • সংগীতশিল্পী তাপস দাস(৬৮) প্রয়াত হলেন। তিনি বাংলার প্রথম ব্যান্ড মহীনের ঘোড়াগুলি দলের সদস্য ছিলেন।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.04.2024 - 13:31:56
Privacy-Data & cookie usage: