কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ মার্চ ২০২৪

schedule
2024-03-27 | 07:49h
update
2024-03-27 | 07:49h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • গাজা ভূখণ্ডে অবিলম্বে সংঘর্ষ বিরতির প্রস্তাব পেশ হল রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের আপত্তিতে যুদ্ধবিরতির প্রস্তাব আনাই যায়নি সেখানে। এবার একইসঙ্গে উভয় পক্ষের সমস্ত পণবন্দি  ও যুদ্ধবন্দিদের মুক্ত করার প্রস্তাবও পেশ হয়েছে। পাঁচ মাস ধরে গাজায় ইজরায়েলের হামলা চললেও এই প্রথম রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সব সদস্য দেশ সর্বসম্মতভাবে যুদ্ধ বিরতির প্রস্তাব পেশ করেছে। তবে রাশিয়া ভেটো দিয়ে শেষ মুহূর্তে এই প্রস্তাব অনুমোদন হওয়া আটকে দেয়।
  • রাশিয়ায় সন্ত্রাসবাদি হামলায় মৃত্যু হয়েছে দেড়শত জনের। এই ঘটনায় চারজনের বিরুদ্ধে চার্জ গঠন করল রাশিয়া পুলিশের সন্ত্রাস দমন শাখা। রাশিয়ার দাবি, হামলাকারীরা ইউক্রেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে এই হামলার সঙ্গে তাদের কোন যোগ নেই বলে স্পষ্ট করে দিয়েছে ইউক্রেন। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন বলেছে, এই হামলা ঘটিয়েছে আইএস জঙ্গিরাই। তাদেরও দাবি এর সঙ্গে ইউক্রেনের কোন যোগ নেই।
  • ব্রিটেনের যুবরানি তথা প্রিন্সেস অব ওয়েলস কেট উইলিয়ামস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। কেট নিজেই এক ভিডিও বার্তায় এ খবর জানিয়েছেন। প্রসঙ্গত ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসও ক্যান্সারে আক্রান্ত।
Advertisement

জাতীয়
  • ব্রিটেনে দুর্ঘটনায় প্রাণ হারালেন একজন ভারতীয় ছাত্রী। চেইস্থা কোস্টার নামে ওই ভারতীয় ছাত্রী ছিলেন লন্ডন স্কুল অব ইকনোমিকস এর গবেষক। ৩৩ বছর বয়স হয়েছিল তাঁর । বিশ্ববিদ্যালয় থেকে সাইকেল চালিয়ে ফেরার পথে একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়।
খেলা
  • আন্তর্জাতিক প্রীতি ফুটবলে ইতালি ১-০ গোলে হারিয়ে দিল ইকুয়েডরকে।
বিবিধ
  • ভারতীয় সংস্থা আমূলের দুধ, পনির, ঘি, চকলেট, আইসক্রিম ও অন্যান্য দুগ্ধজাতপণ্য এবার বিক্রি হবে মার্কিন যুক্তরাষ্ট্রেও। এজন্য মার্কিন মুলকের শতাব্দি প্রাচীন বাণিজ্যিক সংস্থা মিশিগান মিল্ক প্রোডিউসার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে হাত মিলিয়েছে আমূল।
  • টাকার দাম কমে হল ৮৩.৬১ টাকা প্রতি ডলার। এই প্রথম টাকার দর এত তলানিতে পৌঁছল।
  • ভারতীয় চলচ্চিত্র পরিচালক এসএস রাজামৌলি পরিচালিত আরআরআর ছবির গল্প অবলম্বনে নাটক মঞ্চস্থ করলেন জাপানের থিয়েটার সংস্থা তাকারাযুকা। কেবল মহিলাদের পরিচালিত এই মিউজিকাল থিয়েটারের প্রথম প্রদর্শনে উপস্থিত ছিলেন রাজামৌলি স্বয়ং।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.04.2024 - 20:20:48
Privacy-Data & cookie usage: