কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ মে ২০২৪

229
0
Current Affairs 25th May

আন্তর্জাতিক
  • ভারতীয় বংশোদ্ভূত কানাডার নাগরিক জাসকিরাত সিং সিধু ২০১৮ সালে বেপরোয়া ভাবে ট্রাক চালিয়েছিল। তার গাফিলতির কারণে সেদিন কানাডার আলবার্টা প্রদেশে কানাডার জুনিয়র হকি দলের ১৬ জন খেলোয়াড়ের মৃত্যু হয়েছিল। এই ঘটনায় আট বছরের কারাদণ্ড হয় সিধুর। কিন্তু ছ’বছর কারাদণ্ডের পরই তাকে ভারতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিল কানাডা।
  • রাফায় সেনা অভিযান বন্ধের জন্য ইজরায়েলকে নির্দেশ দিল আন্তর্জাতিক অপরাধ দমন আদালত। কিন্তু বাস্তবে ইজরায়েল এই নিষেধাজ্ঞাকে অগ্রাহ্য করে আরও তীব্র করেছে তাদের হামলা, তারা সমানে বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাফায়। এই ঘটনায় বহু প্যালেস্টাইনি নাগরিকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত, ইজরায়েল ও হামাস, বিবদমান দুই পক্ষকেই পণবন্দিদের নিঃশর্ত মুক্তি দিয়ে শান্তি ফেরাতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক আদালত।
  • এক মার্কিন মিশনারি দম্পতিকে গুলি করে হত্যা করা হলো হাইতিতে। হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে এই ঘটনা ঘটেছে। ২০২১ সালেও ১৭ জন মার্কিন মিশনারিকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছিল এই শহরে।
জাতীয়
  • গুজরাটে একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতাশ জনের মৃত্যু হয়েছে। গুজরাটের রাজকোটে টিআরপি গেমিং জোনে এই ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে বলে জানা গেছে।
  • লোকসভায় ষষ্ঠ দফায় ৫৮টি আসনে এদিন ভোট পড়েছে ৫৯.৭৭ শতাংশ। এই ছ দফায় মোট ৪৮৬ টি আসনে নির্বাচন হয়েছে। সপ্তম দফায় ৫৭টি আসনে ভোট হলে এবারের নির্বাচন পর্ব সমাপ্ত হবে। এদিন জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ ও রাজৌরী লোকসভা আসনে ৫৮ শতাংশ ভোট পড়ল। ১৯৮৪ সালের পর এই প্রথম এই আসনে এত বেশি ভোট পড়ল।
  • চেন্নাই থেকে ৭০০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল। সাগরদ্বীপ থেকে তার দূরত্ব ৩৫০ কিলোমিটার। ২৬ মে গভীর রাতে এটি সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি কোন স্থানে ঘূর্ণিঝড় আকারে আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তখন তার গতিবেগ থাকতে পারে ঘন্টায় ১৩৫ কিলোমিটার। এজন্য উপকূলবর্তী জেলাগুলিতে লাল সতর্কতা জারি করেছে প্রশাসন।
  • পুনেতে এক নাবালকের বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে দুই তথ্যপ্রযুক্তি ইঞ্জিনিয়ারকে হত্যার ঘটনায় নাবালকের দাদু সুরেন্দ্র আগরওয়ালকে গ্রেফতার করলো পুলিশ। তিনি পারিবারিক গাড়ি চালককে অপহরণ করে ওই ঘটনার দায় নিতে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। এই বৃদ্ধ অতীতে অন্য একটি ঘটনায় কুখ্যাত দুষ্কৃতি ছোটা রাজনকে ‘সুপারি’ দিয়েছিলেন বলে অভিযোগ ছিল। এই ঘটনায় কর্তব্যে গাফিলতির কারণে পুনের ইয়েরওয়ারা থানার দুই পুলিশ কর্মীকেও সাসপেন্ড করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় অভিযুক্ত নাবালকের বাবাকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
খেলা
  • ম্যানচেস্টার ডার্বিতে শেষ হাসি হাসলো ম্যানচেস্টার ইউনাইটেড। চির প্রতিদ্বন্দ্বী দলকে হারিয়েই এফএ কাপ জিতে নিল তারা । ম্যানচেস্টার ইউনাইটেড এদিন ২-১ গোলে হারিয়ে দিল ম্যানচেস্টার সিটিকে।
  • তীরন্দাজি বিশ্বকাপে ভারতের মহিলা দল দলগত কম্পাউন্ড ইভেন্টে সোনার পদক জিতল। এই নিয়ে পরপর তিনটি বিশ্বকাপে এই বিভাগে সোনার পদক জিতলেন ভারতের মেয়েরা। এটি একটি রেকর্ড। এই দলে রয়েছেন জ্যোতি সুরেখা, পরনিত কাউর ও অদিতি স্বামী।
বিবিধ
  • ৭৭ তম কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন অনসূয়া সেনগুপ্ত। ৩৭ বছরের অনসূয়া কলকাতার মেয়ে। তিনি এর আগে অঞ্জন দত্তের ‘ম্যাডলি বাঙালি’ ছবিতে ‘তানিয়া’ চরিত্রে অভিনয় করেছিলেন। কান চলচ্চিত্র উৎসবে আনসারটেন রিগার্ড বিভাগে বুলগেরিয়ার পরিচালক কনস্ট্যানটাইন বোজানোভের ‘দ্য শেমলেস’ ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার পেলেন তিনি। এই পুরস্কার পেয়ে প্রকৃতপক্ষে একটি ইতিহাস গড়ে ফেললেন অনসূয়া। কারণ এই প্রথম কোন ভারতীয় কান চলচ্চিত্র উৎসব থেকে অভিনয়ের জন্য কোন পুরস্কার পেলেন। কলকাতার লেক গার্ডেন্সের বাসিন্দা এবং লা মার্টিনিয়ার ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী এই ইতিহাস গড়ে নিজেও উচ্ছ্বসিত।
  • অনসূয়া সেনগুপ্তের সাফল্যের দিনেই ইতিহাস বললেন ভারতের আরো এক মহিলা চলচ্চিত্র কর্মী। প্রথম ভারতীয় চলচ্চিত্র পরিচালক হিসাবে গ্রা প্রিক্স পুরস্কার পেলেন পায়েল কাপাডিয়া।  ‘অল উই ইমাজিন অ্যাজ লাইক’ চলচ্চিত্রের জন্য এই পুরস্কার পেলেন তিনি।