কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ নভেম্বর ২০২৩

schedule
2023-11-28 | 06:00h
update
2023-11-28 | 13:27h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • সংঘর্ষ বিরতির দ্বিতীয় দিনে গাজায় দেখা গেল আবার বাজার হাট বসতে। পুনরায় টানা যুদ্ধের আশঙ্কায় মানুষ চাইছেন রসদ সংগ্রহ করে রাখতে। অন্যদিকে ইজরায়েল ও হামাসের তরফে বন্দি বিনিময় হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে ইজরায়েলের রাজধানী তেল আভিভে সরকার বিরোধী বিক্ষোভ সমাবেশ দেখা গেল। দ্রুত বন্দিদের মুক্তির দাবিতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবি করা হলো।
  • আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচনের দিন বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচন দেখতে যাওয়ার আমন্ত্রণ জানালো বাংলাদেশ। এদিন বাংলাদেশের বিদেশ সচিব মাসুদ বিন মোমেন ভারতে এসে ভারতের বিদেশ সচিব বিনয় কোয়াত্রার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। এরপর দিল্লিতেই বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে বৈঠকে আমন্ত্রণ  জানানো হয়। ৯০ টি দেশকে আমন্ত্রণ  জানানো হলেও উপস্থিত হন ৫৪ টি দেশের প্রতিনিধি। সেখানেই পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হলো।
জাতীয়
  • উত্তরাখণ্ডের উত্তরকাশিতে সুড়ঙ্গের সামনের ধস কাটতে ব্যর্থ হল মার্কিন অগার মেশিনও। পাথর ও লোহার জালি কাটতে গিয়ে সেটি এমনভাবে খারাপ হয়েছে যা আর সারানোর যোগ্য অবস্থায় নেই। এখন বিশেষ যন্ত্রে সেই অগার মেশিন কেটে খন্ড খন্ড করে বের করে আনতে হচ্ছে। ইতিমধ্যে সুড়ঙ্গে ১৩ টি দিন কাটিয়ে ফেলেছেন ৪১ জন শ্রমিক। এবার তাদের বের করার জন্য পাহাড়ের মাথায় যন্ত্র বসিয়ে লম্বালম্বি গর্ত খোঁড়ার চেষ্টা শুরু হলো। সেজন্য বিশাল দানব আকার যন্ত্র পৌঁছে গিয়েছে সিল্কিয়ারা বারকোড সুড়ঙ্গের মুখে। সেটি বসানোর জন্য দরকার শক্ত প্ল্যাটফর্ম। ইতিমধ্যেই বর্ডার রোডস অর্গানাইজেশন পাহাড়ের উপরের অংশে পৌঁছানোর নতুন রাস্তা নির্মাণ করে ফেলেছে প্লাটফর্ম তৈরি হয়েছে। এই যন্ত্র কাজ শুরু করলে ৮৬ মিটার গভীর পর্যন্ত ড্রিল করা সম্ভব হবে। তবে সে ক্ষেত্রে পুনরায় ধস নামার একটা আশঙ্কা থেকেই যায়।
  • বেঙ্গালুর হ্যাল বিমান ঘাঁটি থেকে যুদ্ধবিমান তেজস-এ চড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে উপস্থিত ছিলেন বায়ু সেনাপ্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী। প্রসঙ্গত, ভারতে তৈরি হালকা ওজনের যুদ্ধবিমান হল তেজস। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, এই প্রথম দেশের কোনও প্রধানমন্ত্রী যুদ্ধ বিমানে উঠলেন।
  • রাজস্থানে বিধানসভা নির্বাচনে ভোট পড়ল ৬৮ শতাংশের কিছু বেশি। ১৯৯টি বিধানসভা আসনের জন্য এই ভোট নেওয়া হল।
  • কেরলের কোচিন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক উৎসব চলার সময় পদশিষ্ঠ হয়ে চার জন ছাত্র ছাত্রীর মৃত্যু হল।
Advertisement

খেলা
  • ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি – লিভারপুল ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকলো। এই ম্যাচে ম্যানচেস্টার সিটির হয়ে একটি গোল করলেন আরলিং হালান্ড। সেই সঙ্গে সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগে দ্রুততম ৫০ গোল করার নজির গড়লেন তিনি। ৪৮ ম্যাচ খেলে এই নজির করেছেন তিনি। তিনি ভাঙলেন অ্যান্ডি কোলের ৬৫ ম্যাচে ৫০ গোলের রেকর্ড।
  • বিজয় হাজারে ট্রফির ম্যাচে বাংলা ৯৫ রানে হারিয়ে দিল বরোদাকে। অভিমুন্য ঈশ্বরের শতরান (১৪১) করলেন।
বিবিধ
  • রান্নার গ্যাসে ভর্তুকি পেতে হলে বায়োমেট্রিক তথ্য জমা করে আধার তথ্য যাচাই করতে হবে। নতুন এবং পুরনো গ্রাহকদের জন্য এই নিয়ম চালু করল কেন্দ্রীয় সরকার। ৩১ ডিসেম্বরের মধ্যে এই কাজ করতে হবে।
  • বিহারের মতো জাত গণনা করার সিদ্ধান্ত নিল অন্ধ্রপ্রদেশ সরকার। আগামী ৯ ডিসেম্বর থেকে অন্ধ্রপ্রদেশে এই জাত গণনা শুরু হবে।
  • অসমে  সরকারি উদ্যোগে ‘শুভ পরিণয়’ নামে গণবিবাহ কর্মসূচি আয়োজিত হল। নলবাড়ি জেলার জেলাশাসক বর্ণালী ডেকার ব্যক্তিগত উদ্যোগে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের অধীনে এই কর্মসূচিতে কর্মসূচি সম্পন্ন হল।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.05.2024 - 18:26:05
Privacy-Data & cookie usage: