কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ অক্টোবর ২০২০

699
0

আন্তর্জাতিক

  • মুসলিম দেশগুলিতে বসবসকারী ফরাসি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রোঁ। ঘটনার সূত্রপাত একটি বিতর্কিত কার্টুন নিয়ে। কার্টুন প্রকাশকে মত প্রকাশের স্বাধীনতা বলে সওয়াল করেছিলেন মাক্রোঁ। এই ঘটনার প্রতিবাদে বিশাল মিছিল হয়েছে পাকিস্তান ও বাংলাদেশে। ফরাসি রষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ করেছে ইরান। ঘটনার নিন্দা করেছে সৌদি আরব। প্রসঙ্গত, এই বিতর্কে দু সপ্তাহ আগে স্যামুয়েল প্যাটি নামে একজন ফরাসি শিক্ষককে প্যারিসে খুন করেছিল এক চেচেন বংশোদ্ভূত কিশোর। মুসলিম দেশগুলিতে ফরসি পণ্য বয়কটের ডাক উঠেছে।
  • মালদ্বীপে দূতাবাস খোলার সিদ্ধান্ত জানাল মার্কিন যুক্তরাষ্ট্র। এতদিন মার্কিন ভিসার জন্য কলম্বো যেতে হত এই দ্বীপরাষ্ট্রের নাগরিকদের।
    দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামসোসা করোনায় আাক্রান্ত হলেন। বিশ্বে মোট সংক্রমিত হয়েছেন ৪,৪৬,৪১,৭৯৮ জন। জীবনহানি হয়েছে ১১,৭৬,৯৬২ জনের।

 

জাতীয়

  • উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল উত্তরাখণ্ড হাইকোর্ট। এক সাংবাদিক রাওয়াতের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ তুলেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর  বিরুদ্ধে এফআইআর করে উত্তরাখণ্ড পুলিশ। তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। হইকোর্ট এফআইআর প্রত্যাহারের পাশাপাশি সিবিআই তদন্তের নির্দেশ দিল।
  • করোনায় আক্রান্ত হলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। দেশে মোট সংক্রমিত হয়েছেন ৭৯,৯০,৩২২ জন। মোট প্রাণহানি হয়েছে ১,২০,০১০ জনের। এদিকে করেনা সংক্রান্ত আরোগ্য সেতু অ্যাপ কারা তৈরি করেছে সে বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে কোনো তথ্য নেই বলে অভিযোগ জমা পড়ল মুখ্য তথ্য কমিশনের কাছে।

বিবিধ

  • দেশের মধ্যে সবথেকে বেশি সুরাপান করেন অসমের পুরুষ ও মহিলারা। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের সমীক্ষায় এই তথ্য জানা গেল। দেশে ২৯.৫ শতাংশ পুরুষ ও ৪১.২ শতাংশ মহিলা সুরা পান করেন বলে জানা গেল।
    কেরলের আইএএস অফিসার তথা মুখ্যমন্ত্রীর প্রাক্তন সচিব এম শিবশঙ্করকে সোনা পাচার মামলায় গ্রেপ্তার করল ইডি।
  • অসমে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রথম স্থানাধিকারী ছাত্র, তার বাবা ও অন্য ৩ জনকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগ, ২০ লক্ষ টাকা ব্যয় করে অন্য এক জনকে পরীক্ষায় বসানো হয়েছিল।

খেলা

  • নতুন নজির গড়ল লিভারপুল। এ্দিন তারা ২-০ গোলে হারাল নিউজিল্যান্ডকে। দিয়েগো জোটা প্রথম গোলটি করেন। এটি ক্লবের ইতিহাসে ১০,০০০তম গোল।
  • উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চেলসি ৪-০ গেলে হারাল ক্রসনোদারকে।
  • করোনায় সংক্রমিত হলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনো।