কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ এপ্রিল, ২০১৯

814
0
Current Affairs 26 April 2019

আন্তর্জাতিক

  • পাক অধিকৃত কাশ্মীর এবং অরুণাচল প্রদেশ সহ ভারতের পূর্ণাঙ্গ মানচিত্রই প্রকাশ করল চিন। সাম্প্রতিক কালের মধ্যে প্রথম এই ঘটনা ঘটল। এতদিন ভারতের বিতর্কিত মানচিত্র প্রকাশ করাই ছিল তাদের রীতি। ওবর প্রকল্পের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে এই মানচিত্র দেখানো হল। এই সম্মেলনে যোগ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভারত এই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। পাক অধিকৃত কাশ্মীর দিয়ে সড়কপথ গড়ায় ভারত এই প্রকল্পের বিরোধী।
  • ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীদের দাবি আংশিকভাবে মেনে নিয়ে আয়কর হ্রাস ও পেনশন বৃদ্ধির সিদ্ধান্ত জানালেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রোঁ।
  • নোবেল সাহিত্য পুরস্কারের স্থায়ী সচিব নিযুক্ত হলেন সুইডেনের একটি বিশ্ববিদ্যালয়ের সাহিত্যের অধ্যাপক ম্যাটস ম্যাম।

জাতীয়

  • ৩৭ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে অসমের নগাঁওয়ের একটি ঐতিহাসিক মিনার বাধা হয়ে দাঁড়িয়েছিল। ১৯০৯ সালের মসজিদ মিনারটি ‘লিফটিং অ্যান্ড শিফটিং’ পদ্ধতিতে তুলে ৭০ ফুট দূরে বসানো হচ্ছে।
  • জয়ললিতার মৃত্যুর তদন্তে কমিশন গঠনের যে নির্দেশ দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট, তাতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।
  • কর্নাটকের কারওয়ার বন্দরের কাছে ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস বিক্রমাদিত্যে এক অগ্নিকাণ্ডে মৃত্যু হল লেফটেন্যান্ট কম্যান্ডার ডিএম চ্যেহানের।

বিবিধ

  • সাহিত্যিক নলিনী বেরা১৪২৫ বঙ্গাব্দের আনন্দ পুরস্কার পাচ্ছেন বলে জানানো হল। ‘সুবর্ণরেণু সুবর্ণরেখা’ উপন্যাসের জন্য।
  • তথ্যের অধিকার আইনে ঋণ খেলাপিদের সম্পর্কে তথ্য জানাতে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া বাধ্য বলে জানাল সুপ্রিম কোর্ট।

খেলা

  • ব্যাঙ্ককে এশীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে ৫২ কেজি বিভাগে সোনা জিতলেন ভারতের অমিত পাঙ্গাল। মেয়েদের ৮১ কেজি বিভাগে ভারতের পূজা রানী সোনা জিতলেন।
  • চ্যাম্পিয়ন্স লিগে ৩ ম্যাচের জন্য নির্বাসন দেওয়া হল প্যারিস সঁ জা দলের নেইমারকে। তিনি রেফারিং নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ফিফা এই শাস্তি দিল।
  • আসন্ন ক্রিকেট বিশ্বকাপে একমাত্র ভারতীয় আম্পায়ার নির্বাচিত হলেন সুন্দরম রবি।
  • চিনের জিয়ানে এশিয়ান কুস্তিতে ব্রোঞ্জ পেলেন ভারতের সাক্ষী মালিক ও বিনিশ ফোগট।