কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ এপ্রিল ২০২৪

259
0
Current Affairs 29th May

আন্তর্জাতিক
  • মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন চিন সফরে গেলেন। সেখানে চিনের রাষ্ট্রপতি শি জিনপিং-এর সঙ্গে বৈঠক হলো তাঁর । বিশ্বের দুই বড় অর্থনীতির দেশ একে অপরের সঙ্গে সহযোগিতার বার্তা দিয়েছে এই বৈঠকে। প্রসঙ্গত রাশিয়ার পাশে দাঁড়ানো নিয়ে চিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, অন্যদিকে তাইওয়ান ও দক্ষিণ চিন সাগর নিয়ে মার্কিন ভূমিকায় ক্ষোভ রয়েছে চিনের।
  • ২০০০ সালে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তাল হয়ে উঠেছিল একজন শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের হাঁটুর চাপে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায়। পুনরায় সেই ঘটনার ছায়া দেখা গেল মার্কিন মুলকের ওহায়ো প্রদেশে। সেখানে ৫৩ বছর বয়সি ফ্ল্যাঙ্ক টাইসন নামে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যু হল শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের হাঁটুর চাপে। গাড়ি চালাতে গিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরেছিলেন অভিযুক্ত।
জাতীয়
  • লোকসভা নির্বাচনে দ্বিতীয় বা তৃতীয় স্থান পাওয়া কোন প্রার্থীর ভোটের ফল নিয়ে সন্দেহ থাকলে তিনি ফল ঘোষণার সাত দিনের মধ্যে পুনঃ মূল্যায়নের দাবি জানাতে পারবেন। সে ক্ষেত্রে ইভিএম মেশিন পরীক্ষা করে দেখবেন প্রযুক্তিবিদেরা। কিন্তু সেক্ষেত্রে যদি প্রার্থীর সন্দেহ অমূলক প্রমাণিত হয় তাহলে গোটা পরীক্ষা-নিরীক্ষার ব্যয়ভার প্রার্থীকেই বহন করতে হবে। এই রায় দিলো সুপ্রিম কোর্ট।
  • লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে এদিন তেরোটি রাজ্যে ৮৮ টি আসনে ভোট গ্রহণ করা হল। গড়ে ৬১ শতাংশ ভোট করেছে বলে জানা গেছে এদিন পশ্চিমবঙ্গে রায়গঞ্জ বালুরঘাট ও দার্জিলিং কেন্দ্রে ভোট নেওয়া হয়।
খেলা
  • আইপিএল প্রতিযোগিতায় ইডেন গার্ডেনসে রানের নতুন রেকর্ড তৈরি হল। প্রথমে ব্যাট করে ছয় উইকেটে ২৬১ রান তোলে কলকাতা নাইট রাইডার্স। এরপর ২৬২ রান তুলে ম্যাচে জিতে গেল পাঞ্জাব কিংস ইলেভেন।
বিবিধ
  • দক্ষিণবঙ্গ ফুটছে দাবদাহে। এদিন কলাইকুন্ডায় সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ৪৪.৭ ডিগ্রি সেলসিয়াস। এবার সেই দাবদাহের প্রকোপ পড়ল প্রতিবেশী দেশ বাংলাদেশেও। সেখানে দিনের সর্বোচ্চ উষ্ণতা নতুন রেকর্ড স্থাপন করল। বাংলাদেশের চুয়াডাঙ্গায় ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দিনে সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে যা একটি রেকর্ড।
  • ১৪৩০ বঙ্গাব্দের আনন্দ পুরস্কার পাচ্ছেন অসীম চট্টোপাধ্যায়। আত্মজীবনীমূলক গ্রন্থ ‘নকশালবাড়িনামা’ গ্রন্থের জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি। এই প্রতিযোগিতায় বিচারক হিসাবে দায়িত্ব পালন করেছেন সঞ্জীব চট্টোপাধ্যায়, মনসিজ মজুমদার, শেখর বসু, ইমদাদুল হক মিলন ও সোহিনী সেনগুপ্ত।