কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ অগস্ট ২০২৪

54
0
Current Affairs 26th August

আন্তর্জাতিক
  • পাকিস্তানের বালুচিস্তানে একের পর এক হামলা চালালো উগ্রপন্থীরা। তাদের মূল লক্ষ্য ছিল সেনাবাহিনীর কর্মী ও পুলিশ। তাদের হামলায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর পাল্টা লড়াইয়ে অন্তত ২১ জন জঙ্গির ও মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
  • ২৪ আগস্ট ছিল ইউক্রেনের ৩৩ তম স্বাধীনতা দিবস। আর সেদিন থেকেই ইউক্রেনে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া। এছাড়াও ড্রোন হামলা চালানো হয়েছে। এই ঘটনায় হতাহতের বিস্তারিত খবর জানা যায়নি। তবে একটি হোটেলে ক্ষেপণাস্ত্র হানায় একজন ব্রিটিশ নাগরিকের নিহত হওয়ার খবর জানা গেছে।
 জাতীয়
  • লাদাখকে আরও ৫ জেলায় ভাগ করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এখন লাদাখে দু’টি জেলা রয়েছে- লে ও কার্গিল। নতুন পাঁচটি জেলা হল- জান্সকর, দ্রাস, শাম, নুবরা ও চাংথাং। কেন্দ্রের এই সিদ্ধান্তের পর সেখানে জেলার সংখ্যা দাঁড়াল সাতটি। জেলাগুলির আয়তনে বড় হওয়া ও প্রতিকূল ভৌগোলিক পরিবেশের কারণে জেলাগুলিকে ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খেলা
  • ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের প্রাক্তন কোচ স্বেন গোরান এরিকসন (৭৬) প্রয়াত হলেন। তিনি ইংল্যান্ডের প্রথম অ-ব্রিটিশ কোচ। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ইংল্যান্ডের কোচ ছিলেন তিনি। প্রসঙ্গত কোচ হিসেবে ৪০ বছরে ইউরোপের ক্লাব ফুটবলে তিনি মোট ১৮টি ট্রফি জিতেছেন।
বিবিধ
  • সুপ্রিম কোর্টে যে সকল মামলার শুনানি চলছে তার সরাসরি সম্প্রচার দেখার ব্যবস্থা আগেই করা হয়েছিল। সরাসরি সম্প্রচার হয় সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। এক্ষেত্রে সরাসরি সম্প্রচারের দর্শক সংখ্যার বিচারে সব থেকে বেশি দর্শক যে মামলার শুনানি দেখেছেন তা হল আর জি কর মেডিক্যাল কলেজের মামলার শুনানি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে গত ২০ ও ২২ অগস্ট এই শুনানি হয়। এর মধ্যে ২০ অগস্ট সব মাধ্যম মিলিয়ে মোট দর্শক সংখ্যা ছিল ২,২৭,২৩৩।