কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ ডিসেম্বর ২০২৩

238
0
Current Affairs 26th December

আন্তর্জাতিক
  • পাকিস্তানের বুনের জেলায় গত ৫৫ বছর কোন মহিলা নির্বাচনে প্রার্থী হননি। এবার সেখানে প্রার্থী হলেন পাকিস্তানের সংখ্যালঘু সাবিরা প্রকাশ। হিন্দু ধর্মাবলম্বী এই তরুণী নিজে একজন চিকিৎসক। পাশাপাশি তিনি বেনজির ভুট্টো প্রতিষ্ঠিত পিপিপি দলের একজন নেত্রী। নির্বাচিত হলে তিনি হবেন পাক ন্যাশনাল অ্যাসেম্বলির প্রথম হিন্দু মহিলা সাংসদ।
  • ক্রিসমাসেও দিনভর গাজায় হামলা চালালো ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী। অন্তত ১০০টি নিশানায় তারা সফলভাবে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। আর এই হামলায় প্রাণ গেছে ২৪১ জনের। এদিকে ইজরায়েলে সেখানকার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছে। ১২৯ জন ইজরাইলি হামাসের হাতে বন্দি। এর মধ্যে ২২ জনের মৃত্যু হয়েছে। বাকিদের জীবিত অবস্থায় উদ্ধারের দাবিতে সরব হয়ে উঠেছেন ইজরায়েলবাসী।
জাতীয়
  • নয়াদিল্লিতে ২৮ ও ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মুখ্য সচিবদের সম্মেলন। এই সম্মেলনে পৌরহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের এটি তৃতীয় সম্মেলন। এবারের সম্মেলনের মূল বিষয় ‘ইজ অফ লিভিং’।
  • ভারতীয় নৌ বাহিনীর অন্তর্ভুক্ত হল আইএনএস ইম্ফল। এই প্রথম উত্তর-পূর্ব ভারতের কোনোও শহরের নামে কোন যুদ্ধজাহাজের নামকরণ করা হলো।
খেলা
  • সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে শুরু করল ভারত। এই বক্সিং ডে টেস্টে ভারত প্রথম ইনিংসে আট উইকেট হারিয়ে ২০৮ রান করল। এর মধ্যে ৫ উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা একাই। তিনি শার্দুল ঠাকুরকে আউট করে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ তম উইকেট শিকার করলেন।
  • মেলবোর্ন এ বক্সিং ডে টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে তিন উইকেট খুইয়ে ১৮৭ রান করলো অস্ট্রেলিয়া। এই ম্যাচে নতুন একটি রেকর্ড করলেন ডেভিড ওয়ার্নার। তিনি স্টিভ ওয়াকে (১৮৪৯৬) সরিয়ে সব ধরনের ফরম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী হলেন (১৮৫১৫)।
  • খেল রত্ন এবং অর্জুন পুরস্কার ফিরিয়ে দিলেন বিনেস ফোগট। কুস্তি সংস্থার নেতৃত্ব নিয়ে সাম্প্রতিক বিতর্কে তিনি এই পদক্ষেপ গ্রহণ করলেন।
বিবিধ
  • অযোধ্যায় রাম মন্দিরে গর্ভগৃহে স্থাপিত হবে শিশুরামের মূর্তি। এজন্য তিনজন ভাস্কর তিনটি মূর্তি তৈরি করেছেন। তাঁরা হলেন গণেশ ভট্ট, অরুণ যোগীরাজ এবং সত্যনারায়ণ পান্ডে। এর মধ্যে একজনের তৈরি মূর্তি গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হবে অন্য দুজনের তৈরি মূর্তি রাখা হবে মন্দিরেরই অন্য কোথাও। রাম মন্দির ট্রাস্ট এই তথ্য জানিয়েছে।