কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ ফেব্রুয়ারি ২০২৪

221
0
Current Affairs 26th February

আন্তজার্তিক
  • পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন মরিয়ম নওয়াজ। স্বাধীন পাকিস্তানের ৭৬ বছরের ইতিহাসে এই প্রথম কোন মহিলা কোন প্রাদেশিক প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন। বছর পঞ্চাশের মরিয়ম পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে। এক যুগ আগে তিনি রাজনীতিতে যোগদান করেন। যখন দুর্নীতির অভিযোগে নওয়াজ শরিফ পাকিস্তান ছেড়ে লন্ডনে চলে গিয়েছিলেন তখনো দল পিএমএলএন এর নেতৃত্বে ছিলেন তিনি।
  • ‘গণহত্যা বন্ধ করতে হবে। প্যালেস্টাইনের মুক্তি চাই।’ এই দাবি করে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইজরায়েলের দূতাবাসের সামনে নিজের গায়ে আগুন দিয়ে মৃত্যুবরণ করলেন অ্যারন বুশনেল। ২৫ বছরের বায়ু সেনা সদস্য অ্যারন মার্কিন বায়ুসেনার কর্মী।
জাতীয়
  • ভারত থাইল্যান্ড যৌথ কমিশনের দশম বৈঠকে যোগ দিতে ভারত সফরে এলেন থাইল্যান্ডের উপ প্রধানমন্ত্রী পার্নপ্রি বাহিধা নুকারা।
  • আবগারি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছিল। তিনি ওই ডাক মেনে হাজিরা দেননি। এই নিয়ে সপ্তম বার ইডির ডাক এড়িয়ে গেলেন তিনি।
  • অজ্ঞাত কারণে দ্বাদশ শ্রেণীর রসায়ন বিষয়ের আইএসসি পরীক্ষা স্থগিত করে দিল সিআইএসসিই। পরীক্ষা শুরুর মাত্র দু ঘন্টা আগে তা স্থগিত রাখার নোটিশ দেওয়া হয়।এই পরীক্ষা ২১ মার্চ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
  • ভারতের উপকূল রক্ষী বাহিনীতে মহিলা অফিসারদের পার্মানেন্ট কমিশনের মাধ্যমে নিয়োগ করতে হবে বলে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
খেলা
  • রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্ট অঞ্চল উইকেটে জিতে নিল ভারত। সেই সঙ্গে সঙ্গেই টেস্ট সিরিজও ৩১ ব্যবধানে এগিয়ে সিড়ির জয় নিশ্চিত করল তারা রাঁচিতে ম্যান অব দ্যা ম্যাচ হলেন ধ্রুব জুরেল। প্রথম ইনিংসে ৯০ এর পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩৯ রান করেন তিনি। এই নিয়ে দেশের মাঠে টানা ১৭ টেস্ট সিরিজে জয় পেল ভারত।
  • আইএসএল প্রতিযোগিতায় ইস্টবেঙ্গল এক শূন্য গোলে হারিয়ে দিল চেন্নাই এফসি দলকে।
বিবিধ
  • সংগীতশিল্পী পঙ্কজ উদাস প্রয়াত হলেন। ৭২ বছর বয়স হয়েছিল তাঁর । গজল শিল্পী হিসাবে তাঁর জনপ্রিয়তা ছিল গোটা দেশে। পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন পঙ্কজ উদাস। ১৯৭১ সালে মুম্বইয়ে ‘কামনা’ ছবিতে ‘চিঠি অ্যায়ী হ্যায়’ গানটি তাঁকে অসামান্য জনপ্রিয়তা এনে দেয়। এরপরে অসংখ্য ছবিতে ও অ্যালবামে গান গেয়েছেন তিনি।
  • বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানের জন্য আমন্ত্রিত হলেও সেখানে যোগ দিতে পারলেন না ভারতীয় বংশোদ্ভূত লেখিকা নিতাশা কাউল । নিতাশা ব্রিটিশ নাগরিক। তিনি লন্ডনের ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। কর্ণাটক সরকারের আমন্ত্রণে বেঙ্গালুরুতে ‘সংবিধান ও জাতীয় ঐক্য’ সম্মেলনে যোগ দেওয়ার জন্য তিনি এসেছিলেন, কিন্তু অভিবাসন দপ্তর বিমানবন্দর থেকেই তাঁকে ব্রিটেনে ফেরত পাঠায়।