কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ জুলাই ২০২৩

383
0
18th August Current Affairs

আন্তর্জাতিক
  • নজিরবিহীনভাবে একসঙ্গে একগুচ্ছ দেশের রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়ে নিজেদের তীব্র আপত্তির কথা জানালো বাংলাদেশ। ঘটনার সূত্রপাত গত ১৭ জুলাই। ওইদিন ঢাকা-১৭ আসনেR উপনির্বাচনে নির্দল প্রার্থীর ওপর শাসকদলের কর্মীরা হামলা চালিয়েছিল । তার দুদিন পর ১৩ জন রাষ্ট্রদূত ও হাইকমিশনার যৌথভাবে বিবৃতি প্রকাশ করেন এবং হামলাকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এই বিষয়টিকে কূটনৈতিক রীতি লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এদিন ঢাকায় পদ্মা রাষ্ট্রীয় ভবনে ডেকে পাঠানো হয়েছিল ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, স্পেন, কানাডা, নরওয়ে, নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্রের হাইকমিশনারদের। এরপরও ডেকে পাঠানো হয় ইতালি, ডেনমার্ক, সুইডেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের বাংলাদেশের বক্তব্য, এই বিবৃতি কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে।
  • আকস্মিকভাবে সমুদ্রের জলের উষ্ণতা বেড়ে গেল হু হু করে মার্কিন যুক্তরাষ্ট্রে দক্ষিণ ফ্লোরিডার নানাডি অঞ্চলে এই ঘটনা ঘটেছে সমুদ্রতলের ৫ ফুট গভীরে জলের উষ্ণতা নথিবদ্ধ হলো ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস এটি একটি রেকর্ড।
জাতীয়
  • নয়া দিল্লির প্রগতি ময়দানে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ‘ভারত মন্ডপম’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • জন্ম ও মৃত্যু নথিভূক্তকরণ (সংশোধনী) বিল ২০২৩ সংসদে পেশ করল কেন্দ্রীয় সরকার। এই বিল আইনে পরিণত হলে দেশে জন্মানো সব শিশুর রেকর্ড কেন্দ্রীয় সরকারের তথ্য ভান্ডারে সঞ্চিত হবে। সেক্ষেত্রে শিশুর জন্মের ই-নথিভুক্তিকরণ বাধ্যতামূলক হবে।
  • মনিপুরের পরিস্থিতি নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিশ দিলেন লোকসভায় কংগ্রেসের উপ-দলনেতা গৌরব গগৈ। তবে এটি কেবল কংগ্রেসের নয়, দেশের বিরোধী ২৬ টি দলের মঞ্চ ‘ইন্ডিয়া’র পক্ষ থেকে এই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, লোকসভায় সরকারের সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭২ জন সাংসদের সমর্থন। সেখানে বিজেপির সাংসদ ৩০৩ জন। শাসক জোট এনডিএ -এর সংসদ রয়েছেন ৩৩১ জন। বিরোধী মঞ্চের মোট সাংসদ ১৪৪ জন।
খেলা
  • এশিয়ান গেমসে পুরুষ ও মহিলাদের ফুটবল দল পাঠাবে ভারত। এদিন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর এই ঘোষণা করেছেন। প্রসঙ্গত, ভারতের কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের নিয়ম, কোন দলগত খেলায় এশিয়ার মধ্যে দেশের ক্রম এক থেকে আটের মধ্যে থাকলে তবেই দল পাঠানো হয় এশিয়ান গেমসে। এই কারণে সর্বশেষ এশিয়ান গেমসে ভারত কোন ফুটবল দল পাঠায়নি। বর্তমানে ফিফা বিশ্ব ফুটবল তালিকায় ভারতের অবস্থান ৯৯। এশিয়ায় ভারতের ক্রম ১৮। এরপর ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে ফুটবল টিম পাঠানো হচ্ছে। ভারত ১৯৫১-১৯৫২ সালে এশিয়ান গেমসে ফুটবলে সোনা জিতেছিল। ১৯৭০ সালে শেষবার ব্রোঞ্জ পদক জিতেছিল ভারত।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের লিগ কাপে ইন্টার মায়ামি ক্লাবের হয়ে খেলতে গিয়ে জোড়া গোল করলেন লিওনেল মেসি। দলের হয়ে প্রথম ম্যাচেই ফ্রি কিকে গোল করেছিলেন তিনি। ইন্টার মায়ামি পৌঁছে গেল প্রি কোয়ার্টার ফাইনালে।
  • দেওধর ট্রফির ম্যাচে পূর্বাঞ্চল ৮ উইকেটে হারিয়ে দিল উত্তর পূর্বাঞ্চলকে।
  • আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব রেকর্ড করলেন মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রিস। টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে চিনের বিরুদ্ধে মালয়েশিয়ার হয়ে মাত্র ৮ রান দিয়ে ৭ উইকেট পেলেন তিনি। এটাই টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি উইকেট শিকারের রেকর্ড। তিনি ভেঙে দিলেন ২০২১ সালে নাইজেরিয়ার পিটার আহোরের পাঁচ রানে ৬ উইকেট নেওয়ার নজির।
বিবিধ
  • বিগত আর্থিক বছরে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি ২.০৯ লক্ষ কোটি টাকার অনাদায়ী ঋণ হিসেবের খাতা থেকে বাদ দিয়েছে। গত তিন বছরে এইভাবে মোট ৫৮৬৮৯১ কোটি টাকা অনাদায়ী ঋণ নিজেদের খাতা থেকে মুছে ফেলেছে ব্যাংকগুলি। এই সময়ে আদায় হয়েছে ১৮.৬০ শতাংশ বা ১০৯১৮৬ কোটি টাকা। কাদের ঋণ কেন মোছা হল তা জানতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে তদন্তের দাবি জানিয়ে চিঠি দিল ব্যাংক কর্মচারীদের সংস্থা।
  • দেশে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দপ্তরের ৯.৬৪ লক্ষ পদ ফাঁকা বলে জানালো কেন্দ্রীয় সরকার।