কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ জুলাই ২০২৪

233
0
Current Affairs 26th July

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে সমর্থন করার ঘোষণা করলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা এবং তাঁর স্ত্রী মিশেল ওবামা।
  • লাওসের রাজধানী বিএনপি আনে শুরু হল আসিয়ান ভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের বৈঠক। ভারতের হয়ে এই বৈঠকে অংশ নিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। মূল বৈঠকের অবসরে তিনি দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, ব্রুনেই, লাওসের বিদেশ মন্ত্রীদের সঙ্গে আলাদাভাবে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।
জাতীয়
  • কর্নাটকে রামনগর জেলার নাম বদলে বেঙ্গালুরু দক্ষিণ নামকরণ করল কর্নাটক সরকার।
  • স্বাধীনতার পর থেকে দেশের রাষ্ট্রপতিরা যে সব উপহার পেয়েছেন সেগুলি নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী ৫ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত এই নিলাম প্রক্রিয়া চলবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ শিশু কল্যাণে ব্যয় করা হবে বলে জানা গেছে।
খেলা
  • প্যারিসে উদ্বোধন হল ৩৩ তম অলিম্পিক গেমসের। আগামী ১১ আগস্ট পর্যন্ত ২০৬ টি দেশের সাড়ে ১০ হাজার প্রতিযোগী ৩২ টি খেলার ৩২৯টি ইভেন্টে অংশগ্রহণ করবেন। প্রথা ভেঙে প্যারিসে শেন নদীর তিরে উদ্বোধনী অনুষ্ঠান হয়। প্রতিযোগীরা মার্চপাস্ট করার বদলে বাহারি নৌকায় চড়ে দেশের পতাকা নিয়ে প্রতীকী কুচকাওয়াজে শামিল হন। ভারতের প্রতিনিধি দলের হয়ে জাতীয় পতাকা বহন করেন ক্রীড়াবিদ পি ভি সিন্ধু এবং শরৎ কমল।
  • মহিলাদের এশিয়া কাপের ফাইনালে উঠলো ভারত। মোট ন’বারের প্রতিযোগিতায় এই নিয়ে ন’বারই ফাইনালে উঠল ভারত। এদিন সেমিফাইনালে ভারত বাংলাদেশকে হারিয়ে দিল দশ উইকেটে।
বিবিধ
  • গত ১৮ ডিসেম্বর খড়গপুর আইআইটির ৬৯ তম সমাবর্তনে বিভিন্ন ক্রীতিদের উপাধি প্রদান করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র সুন্দর পিচাই এবং অঞ্জলি পিচাই পুরস্কার প্রাপক হলেও সেদিন উপস্থিত থাকতে পারেননি। এবার খোদ বাড়িতে গিয়ে তাঁদের হাতে সম্মান তুলে দেওয়া হল। সুন্দর পিচাইয়ের হাতে সাম্মানিক ‘ডক্টর অব সায়েন্স’ (ডিএসি) ডিগ্রি তুলে দিলেন খড়গপুর আইআইটি-র ডিরেক্টর বীরেন্দ্রকুমার তিওয়ারি। সানফ্রান্সিসকোয় প্রতিষ্ঠানের আর এক প্রাক্তনী, সুন্দরের স্ত্রী অঞ্জলিকেও দেওয়া হল ‘ডিস্টিংগুইশড অ্যালামনি অ্যাওয়ার্ড’। সুন্দর ও তাঁর স্ত্রী অঞ্জলি দু’জনেই খড়গপুর আইআইটি থেকে ১৯৯৩ সালে বিটেক পাশ করেছিলেন। সুন্দর পিচাই বর্তমানে গুগল এর মূল সংস্থার সিইও এবং অঞ্জলিও একটি বহুজাতিক সংস্থার বাণিজ্য বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন।