কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ জুন ২০২৩

397
0
Current Affairs 26th June

আন্তর্জাতিক
  • ২০১৮ সালে পাকিস্তানের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আজীবন কোন সরকারি পদে থাকতে পারবেন না। তিনি নির্বাচনেও লড়তে পারবেন না।  পানামা পেপারস দুর্নীতি মামলায় তিনি দোষী সাব্যস্ত হওয়ার ফলে এই রায় দেওয়া হয়েছিল। নওয়াজ শরিফ ২০১৯ সাল থেকে লন্ডনে রয়েছেন। বর্তমানে তাঁর ভাই শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে নির্বাচনী সংশোধনী বিল, ২০২৩ পেশ করেছেন। এই বিল আইনে পরিণত হলে সুপ্রিম কোর্টের রায়কে পাস কাটিয়ে নওয়াজ পুনরায় প্রধানমন্ত্রী হতে পারবেন এবং নির্বাচনেও অংশ নিতে পারবেন।
  • রাশিয়ায় বেসরকারি সেনা ওয়াগানার মর্সিনারি গ্রুপের বিদ্রোহ আপাতত নিয়ন্ত্রণে এসেছে। ওই দলের নেতা ইয়েবগেনি প্রিভোঝিন গা ঢাকা দিয়েছেন। তাঁর দাবি, রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তাঁর দলের ৩০ জন যোদ্ধাকে হত্যা করেছিল। এর প্রতিবাদে তাঁরা পথে নেমেছিলেন। বস্তুত এই বাহিনী অস্ত্র উঁচিয়ে মস্কোর ২০০ কিলোমিটারের মধ্যে চলে এসেছিল। শেষ পর্যন্ত বেলারুশের মধ্যস্থতায় বিদ্রোহীরা স্তিমিত হয়।
জাতীয়
  • নাসিকে গোরক্ষকদের প্রহারে মৃত্যু হল আফান আব্দুল মজিদ আনসারি নামে এক যুবকের। এক সপ্তাহ আগে এই নাসিকেই গোরক্ষক বাহিনীর হামলায় আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছিল।
  • পাকিস্তানের শিখদের ওপর লাগাতার হামলার ঘটনার প্রতিবাদ জানাতে নয়াদিল্লিতে পাক হাই কমিশনের একজন কূটনীতিককে ডেকে পাঠালো ভারতের বিদেশ মন্ত্রক। গত তিন মাসে পাকিস্তানে শিখদের ওপর অন্তত ৪ বার হামলা হয়েছে।
  • সাত দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মনিপুরের পরিস্থিতি নিয়ে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গত দেড় মাসে সেখানে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশের কয়েক হাজার অস্ত্র লুট হয়েছে।
খেলা
  • আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বের খেলায় চমক দেখাচ্ছে জিম্বাবোয়ে। এর আগে তারা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছিল। এদিন তারা তিনশোর বেশি রানে পরাস্ত করল মার্কিন যুক্তরাষ্ট্রকে। তাদের অধিনায়ক উইলিয়ামস ১৭৪ রান করেছেন।
  • অনূর্ধ্ব ১৭ বছর ফুটসল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। তারা ফাইনালে ২-১ গোলে হারিয়ে দিল ব্রাজিলকে।
  • এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সাম্মানিক সদস্য নির্বাচিত হলেন ঝুলন গোস্বামী। তাঁর সঙ্গে হিথার নাইট, ইয়ন মর্গানকেও এই স্বীকৃতি জানানো হয়েছে।
বিবিধ
  • মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রদেশের ৬১ নম্বর রাস্তাটি নামাঙ্কিত হল বাবাসাহেব ভীমরাও আম্বেদকারের নামে। এই রাস্তাটি সোজা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছে। প্রসঙ্গত, ১৯২৭ সালে ওই বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট করেছিলেন আম্বেদকর।