কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ জুন ২০২৪

153
0
Current Affairs 26th June

আন্তর্জাতিক
  • উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ অবশেষে অস্ট্রেলিয়ায় ফিরলেন। তিনি অস্ট্রেলিয়ারই নাগরিক। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোপন সরকারি তথ্য ফাঁস করে দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে ১৪ বছর কেটে গেছে। এদিন মাত্র কয়েক ঘণ্টাতেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাইপানে জেলা আদালতে জুলিয়ান আসামের বিচার পর্ব সম্পন্ন হয়। তিনি নিজের দোষ স্বীকার করে নেওয়ায় এবং সমস্ত তথ্য বিনষ্ট করার প্রতিশ্রুতি দেওয়ায় ছাড়া পান। এই শর্তেই মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর বিরুদ্ধে মামলাগুলির মিটমাট হয়ে গেছে বলে জানা গেছে।
  • বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির অরণ্যে একটি কালি মন্দিরে অভিযান চালিয়ে দুই দুষ্কৃতিকে গ্রেপ্তার করল বাংলাদেশের গোয়েন্দা পুলিশ। বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিমকে কলকাতায় হত্যাকাণ্ডে এই দুজন যুক্ত বলে জানা গেছে। অভিযুক্ত ফয়সাল আলি ও মোস্তাফিজুর রহমান গত ২৩ দিন ধরে ওই মন্দিরে নাম ভাঁড়িয়ে আত্মগোপন করেছিল বলে জানা গেছে।
জাতীয়
  • ধ্বনি ভোটে দেশের স্পিকার পদে নির্বাচিত হলেন ওম বিড়লা। তিনি রাজস্থানের কোটা আসনের তিনবারের সাংসদ। এই নিয়ে দ্বিতীয় বার কেউ পরপর দুবার লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হলেন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ মোট ১৪ জন তাঁর  নাম প্রস্তাব করেন।  এই পদে তাঁর বিরুদ্ধে ইন্ডিয়া জোটের হয়ে প্রার্থী হয়েছিলেন কে সুরেশ। তিনি কেরলের আট বারের সাংসদ। প্রসঙ্গত, স্বাধীন ভারতে এই নিয়ে তৃতীয়বার লোকসভা পদের স্পিকার নির্বাচনে ভোটাভুটি হল। এর আগে ১৯৫২, ১৯৬৭ ও ১৯৭৬ সালে স্পিকার পদে নির্বাচন হয়েছিল।
  • দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আগেই গ্রেফতার করেছিল ই ডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। অন্যদিকে দিল্লির রাইস অ্যাভিনিউ আদালত কেজরিওয়ালকে গ্রেপ্তার করায় সিবিআইকে সায় দিল।
খেলা
  • আসন্ন প্যারিস অলিম্পিক প্রতিযোগিতায় ভারতীয় পুরুষ হকি দলের নাম ঘোষণা করা হল। এই দলের অধিনায়ক হরমোনপ্রীত সিং।
  • কোপা আমেরিকা প্রতিযোগিতায় আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়ে দিল চিলিকে। রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে এই খেলা হয়। ২০১৬ সালে এই স্টেডিয়ামেই কোপা আমেরিকা ফাইনালে চিলির কাছে পরাস্ত হয়েছিল আর্জেন্টিনা।
  • ইউরো কাপে পর্তুগাল হেরে গেল জর্জিয়ার কাছে। পর্তুগাল দলে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তারপরেও ০-২ গোলে হারল তারা। অবশ্য প্রথম দুটি ম্যাচ জিতে প্রি কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত করেছে পর্তুগাল। বেলজিয়াম এবং ইউক্রেন ব্যাচ অমীমাংসিত ভাবে শেষ হওয়ায় শেষ ষোলোয় পৌঁছল বেলজিয়ামও। অন্য খেলায় রোমানিয়া ও স্লোভাকিয়ার মধ্যে ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকলো। এর ফলে দীর্ঘ ২৪ বছর পর পুনরায় শেষ ষোলোয় উঠল রোমানিয়া।
বিবিধ
  • প্রাক্তন বিদেশ সচিব মুচকুন্দ ডুবে (৯০) প্রয়াত হলেন। তিনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার এবং রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেছিলেন। তিনি ছিলেন জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদের দায়িত্বও সামলেছেন কিছুকাল। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডিলিট পেয়েছিলেন তিনি।
  • পশ্চিমবঙ্গ সরকারের কারা দপ্তর ‘বিবর্তন’ নামে একটি নতুন প্রকল্প গ্রহণ করল। রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে বন্দিদের নেশার আসক্তি কাটিয়ে সমাজের মূল স্রোতে ফেরানোর ব্যবস্থা করা হবে এই প্রকল্পের মাধ্যমে।
  • প্রকাশিত হল ‘টুওয়ার্ডস ট্যাক্স জাস্টিস অ্যান্ড ওয়েলথ রিডিস্ট্রিবিউশন ইন ইন্ডিয়া’ বিষয়ক রিপোর্ট। সেখানে দেখা গেছে, ভারতের মোট সম্পদের ৪০ শতাংশই রয়েছে উচ্চ বর্ণের এক শতাংশ মানুষের হাতে। কোটিপতিদের মধ্যেও ৮৮ শতাংশই উচ্চবর্ণের মানুষ।