কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ মে ২০২৪

247
0
Current Affairs 26th May

আন্তর্জাতিক
  • ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋসি সুনককে বিপদে ফেলে একসঙ্গে পদত্যাগ করলেন কনজারভেটিভ পার্টির ৭৮ জন সাংসদ। প্রাক্তন প্রধানমন্ত্রী টেরেসা মে এবং ক্যাবিনেটের একাধিক মন্ত্রীও পদত্যাগ করেছেন। প্রসঙ্গত, ব্রিটেনে কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা যখন তলানিতে তখন সাধারণ নির্বাচন পিছিয়ে দেওয়া হবে বলে ধারণা করেছিলেন শাসকদলের নেতৃবৃন্দ। দলের সিদ্ধান্ত ছিল, ২০২৫ সালের জানুয়ারি মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। সে ক্ষেত্রে আচমকাই ৪ জুলাই নির্বাচন ডেকে দলীয় নেতৃত্বের কোপে পড়েছেন সুনক।
  • ইজরায়েলে রকেট ছুঁড়লো হামাস। হামাস গোষ্ঠীর সশস্ত্র বাহিনী আল কাসাম ব্রিগেড তেল আভিভে বহু রকেট ছুঁড়েছে বলে জানা গেছে। এতে ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। তবে এই হামলার পরেই ইজরায়েল পুনরায় দাবি করেছে যে, গাজায় সাধারণ নাগরিকদের মধ্যে জঙ্গীরা লুকিয়ে রয়েছে। এদিকে ইজরায়েলের অভ্যন্তরে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রবল হয়ে উঠেছে। ৭ অক্টোবর হামলা চালিয়ে যে ২৫০ জনকে অপহরণ করে নিয়েছিল হামস তাদের মধ্যে শতাধিক ব্যক্তি এখনো পণবন্দি অবস্থায় আটক রয়েছেন গাজায়। তাদের মুক্তির দাবিতেই তীব্র হয়ে উঠেছে আন্দোলন। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতেও আন্দোলন চলছে ইজরায়েলে।
  • ধর্ম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন, এই অভিযোগে পাকিস্তানের এক খ্রিস্টান ব্যক্তিকে চূড়ান্ত নিগৃহীত করা হলো। এই ব্যক্তির বাড়ি এবং কারখানাও আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারাদা জেলায় এই ঘটনা ঘটেছে।
জাতীয়
  • সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডের কাজের মেয়াদ ৩১ শে মে এর পরে আরো একমাস বাড়িয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ৩০ জুন পর্যন্ত তাঁকে  ওই পদে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুমান করা হচ্ছে যে, দেশে লোকসভা ভোট চলার জন্য নতুন সরকার আসার আগে পর্যন্ত সেনাপ্রধান পদে পরবর্তী ব্যক্তির নিয়োগ করা হলো না। দেশে এর আগে ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধি সরকার সেনাপ্রধান পদে তখনকার জেনারেল জি জি বেউড়ের কার্যকালের মেয়াদ এক বছর বৃদ্ধি করেছিল।
  • হাসপাতলে অগ্নিকাণ্ডে মৃত্যু হল ৭ সদ্যোজাত শিশুর। এই ভয়াবহ ঘটনা ঘটেছে দিল্লিতে। পূর্ব দিল্লির বিবেক বিহারের বেবি কেয়ার নিউ বর্ন হাসপাতালে আগুন লাগার পর একের পর এক অক্সিজেন সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে শিশুগুলিকে উদ্ধারের চেষ্টা করেছিলেন। এখনো পাঁচটি শিশু চিকিৎসাধীন রয়েছে।
  • রাজকোটের গেমিং জোনে অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে মামলা করল গুজরাট হাইকোর্ট। ওই গেমিং জোনে দুই হাজার লিটার ডিজেল এবং দেড় হাজার লিটার পেট্রোল সঞ্চিত করে রাখা ছিল বলে জানা গেছে। বেসরকারি মতে মৃতের সংখ্যা ৩২।
  • বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ ’রেমাল’ ঘূর্ণিঝড় আকারে আছড়ে পড়ল বাংলাদেশের মংলা বন্দরের কাছাকাছি স্থলভূমি এলাকায়। স্থলভূমিতে প্রবেশের সময় তার গতিবেগ ছিল ঘন্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। এই ঘূর্ণিঝড়ের দাপটে দক্ষিণবঙ্গে ও প্রবল ঝড়-বৃষ্টি হয়েছে। কলকাতায় একজনের মৃত্যুর খবর জানা গেছে। বিপদের আশঙ্কায় এদিন বন্ধ রাখা হয়েছিল কলকাতা বিমানবন্দরও।
খেলা
  • ফের ভারতের একজন মহিলা ক্রীড়াবিদ ইতিহাস গড়লেন। তাশখন্দে আয়োজিত এশীয় চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় মেয়েদের জিমন্যাস্টিক বিভাগের ভল্ট ইভেন্টে চ্যাম্পিয়ন হলেন ভারতের দীপা কর্মকার। তিনি মোট ১৩.৫৬৬ পয়েন্ট পেয়েছেন। এই প্রথম ভারতের কোন প্রতিযোগী জিমন্যাস্টিক বিভাগে এশীয় চ্যাম্পিয়ন হলেন। এই সাফল্যের দিনে ব্যর্থতার স্বাদও পেলেন দীপা। তিনি অলরাউন্ড বিভাগে পেয়েছেন ১৬তম স্থান। এর ফলে প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলেন তিনি।
  • মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রানার আপ হলেন ভারতের পি ভি সিন্ধু। ফাইনালে তিনি বিশ্বের ৭ নম্বর চিনের ওয়াং ঝি ই -এর কাছে পরাজিত হলেন।
  • আইপিএল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো কলকাতা নাইট রাইডার্স। এই নিয়ে তারা তৃতীয় বার এই খেতাব জিতল। এর আগে ২০১২ ও ২০১৪ সালে তারা আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। শেষবার আইপিএল জেতার দীর্ঘ এক দশক পরে তারা পুনরায় এই খেতাব জিতল। এদিন চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে তারা সানরাইজার্স হায়দারাবাদকে হারিয়ে দিল আট উইকেটে। দুমাস ব্যাপী এই প্রতিযোগিতায় সব থেকে বেশি, ৭৪১ রান করে অরেঞ্জ ক্যাপ জিতলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের বিরাট কোহলি। মোট ২৪টি উইকেট নিয়ে পাঞ্জাব কিংস দলে হর্ষল প্যাটেল পেয়েছেন পার্পল ক্যাপ। প্রতিযোগিতায় সেরা মাঠ হিসেবে বিবেচিত হয়েছে হায়দরাবাদ। প্রতিযোগিতার সেরা ফিল্ডার এর পুরস্কার পেলেন কলকাতা নাইট রাইডার্স এর রমণদীপ সিং।
বিবিধ
  • বিগত ২০২৩-২৪ অর্থবর্ষে দেশের বাণিজ্য ঘাটতি ছিল ২৩,৮৩০ কোটি ডলার। এই বাণিজ্য ঘাটতি তার আগের বছরের থেকে কমেছে। ২০২২-২৩ সালে দেশের বাণিজ্য ঘাটতি ছিল ২৬,৪৯০ কোটি ডলার।
  • বিকল্প জ্বালানি হিসেবে গ্রিন হাইড্রোজেন উৎপাদন শুরু করল রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থা গেল। তাদের মধ্যপ্রদেশের বিজয়পুরের কারখানায় এদিন থেকে বাণিজ্যিকভাবে গ্রিন হাইড্রোজেন উৎপাদন শুরু হল। দৈনিক ৪.৩ টন গ্রিন হাইড্রোজেন উৎপাদন করবে গেল।