কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ নভেম্বর ২০২৩

239
0
Current Affairs 26th November
Courtesy: Hindustan Times

আন্তর্জাতিক
  • ইজরায়েল এবং হামাস এদিনও বন্দি মুক্তি বজায় রেখেছে। আপাতত গাজা ভূখণ্ডে চলছে সংঘর্ষ বিরতি। এদিন গাজা ভূখণ্ডে সাংবাদিকরা প্রবেশ করেছেন। তাঁদের ছবিতে ফুটে উঠেছে ধ্বংসের ছবি। প্যালেস্টাইনের দাবি, তিন সপ্তাহের যুদ্ধে গাজা ভূখণ্ডে ইজরায়েল ৪০ হাজার টন বিস্ফোরক ব্যবহার করেছে। এদিকে এদিন মার্কিন যুক্তরাষ্ট্রে অজ্ঞাত পরিচয় আততায়ীরা প্যালেস্টাইনের তিনজন ছাত্রকে গুলি করেছে। বিষয়টি জাতিবিদ্বেষ বলেই মনে করা হচ্ছে।
  • বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৮ টি আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করল শাসক দল আওয়ামি লিগ। তবে তাদের শরিক জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের জন্য কোন আসন ফাঁকা রাখা না নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রার্থী হয়েছেন তাঁর পুরনো কেন্দ্র গোপালগঞ্জেই।
জাতীয়
  • উত্তরাখণ্ডের উত্তরকাশীতে সুড়ঙ্গের মধ্যে ১৫ দিন ধরে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। সিলকায়ার দিক থেকে সুড়ঙ্গের সামনে জমে রয়েছে ধস। সেখানে অন্তত ১৫ মিটার ধ্বংসস্তূপ এখনো কাটা বাকি। অন্যদিকে পাহাড়ের মাথা থেকে ভার্টিক্যাল ড্রিলিং মেশিন বসিয়ে সুড়ঙ্গ করার কাজ শুরু হল। সেখানে ৮৬ মিটার খননকার্য সম্ভব হলে শ্রমিকদের কাছে পৌঁছানো সম্ভব বলে মনে করা হচ্ছে।
  • গত তিন মেয় থেকে হিংসায় জ্বলছে উত্তর-পূর্বের রাজ্য মনিপুর। অবশেষে সেখানে শান্তি চুক্তি সম্পন্ন করে শান্তি ফেরানোর আশ্বাস দিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।
  • দেশের সম্পন্ন পরিবারের মানুষজন যদি বিবাহ অনুষ্ঠান পালন করতে বিদেশে যান তাহলে দেশের অর্থ বাইরে চলে যায়। ‘মন কি বাত’ অনুষ্ঠানে এই বিষয়ে দৃষ্টিপাত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দেশের অর্থনীতির ওপর জোর দিতে ‘ভোকাল ফর লোকাল’ স্লোগানের উপর  ভরসা রেখেছেন।
খেলা
  • তিরুবনন্তপুরমে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারত 44 রানে পরাস্ত করল অস্ট্রেলিয়া কে এর ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। প্রথমে ব্যাট করে ভারত 235 রান তোলে
  • চিন মাস্টারস ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রানার আপ হলেন ভারতের সাত্ত্বিক সাইরাজ চিরাগ শেট্টি জুটি। এদিন ফাইনালে চিনের লিয়াং ওয়েই কিং এবং জুটির কাছে তাঁরা পরাজিত হলেন।
বিবিধ
  • শিক্ষাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী তথা সংবিধান বিশেষজ্ঞ ডক্টর অমল কুমার মুখোপাধ্যায় প্রয়াত হলেন। তাঁর বয়স হয়েছিলো ৮৭ বছর। তিনি লন্ডনের স্কুল অব ইকোনোমিক্স -এর ছাত্রছিলেন। ১৯৬৫ সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসাবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে ১৯৯১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি ছিলেন এই কলেজের অধ্যক্ষ।
  • আয়ুষ্মান ভারত স্বাস্থ্য ও সুস্থতা প্রকল্পের নাম বদলে আয়ুষ্মান আরোগ্য মন্দির রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।