কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ অক্টোবর ২০২৩

273
0
Current Affairs 14th April
Courtesy: The Indian Express

আন্তর্জাতিক
  • ২৫ অক্টোবর ৪০০ বার গাজা ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছিল ইজরায়েল। ২৬ অক্টোবর দিনভর অন্তত আড়াইশো বার গাজায় হামলা চালালো তারা। তাদের দাবি হামাসের ২৫০ টি জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে। অন্যদিকে প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রক দাবি করেছে, এই এক রাতের হামলায় নিহত হয়েছেন ৫০০ জনের বেশি। ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধে প্যালেস্টাইনে ৭ হাজার জনের বেশি মানুষের প্রাণ গেছে। তাঁদের মধ্যে অন্তত ৩০০০ শিশু। বিদ্যুৎ, ওষুধ, স্বাস্থ্যকর্মীর অভাবে ইতিমধ্যেই গাজার বারোটি হাসপাতাল বন্ধ হয়ে গিয়েছে। বাকি হাসপাতালগুলিতে তাঁবু খাটিয়ে রাখা হচ্ছে মৃতদেহ। এদিকে ইজরায়েলের বিরুদ্ধে বিবৃতি দিয়ে মিশর, জর্ডন, কুয়েত, মরক্কো, ওমান, কাতার ,সৌদি আরব, বাহারিন, সংযুক্ত আরব আমির শাহি বলেছে, আত্মরক্ষার নামে আইন ভাঙ্গা যায় না। মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্য সরাসরি ইসরাইলের পাশে দাঁড়িয়েছে। এরই মধ্যে সংঘর্ষ বিরতির জন্য ইজরায়েলের সঙ্গে কথাবার্তা শুরু করেছে রাশিয়া।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে পুনরায় উদ্বেগ বাড়িয়ে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত ১৮ জনকে হত্যা করল একজন আততায়ী। মার্কিন যুক্তরাষ্ট্রের মেন প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর লুইস্টনে এই ঘটনা ঘটেছে। শহরের একটি রেস্তোরাঁ এবং পথে গুলি চালায় সে। রবার্ট কর্ড নামে একজন বন্দুকের প্রশিক্ষক, বছর চল্লিশের ব্যক্তিকে এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। কিন্তু তাকে ধরা যায়নি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষজনকে ঘরের বাইরে বেরোতে বারণ করেছে লুইস্টন প্রশাসন এখনো সেখানে জারি করা হয়েছে জরুরি অবস্থা। রবার্ট প্রাক্তন সেনা। ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সবথেকে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটালো সে।
জাতীয়
  • ভারতের আটজন প্রাক্তন নৌসেনা আধিকারিককে মৃত্যুদণ্ড দিলো কাতারের একটি আদালত। ঠিক কোন অভিযোগে এই শাস্তি দেওয়া হচ্ছে তা স্পষ্ট করে জানায়নি তারা। এই আট জন নৌসেনা আধিকারিক আল দাহরা নামে কাতারের একটি সেনা ও নিরাপত্তা সংক্রান্ত প্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন। তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। গত মার্চ মাসে তাঁদের বিরুদ্ধে মামলা শুরু হয়। তাদের জামিনের আবেদন নাকোজ হয়ে গেছে ভারতের বিদেশ মন্ত্রক বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছে।
  • বৈঠকে বসলো লোকসভার এথিক্স কমিটি। তারা এদিন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং আইনজীবী জয় অনন্ত দেহাদরাই -এর অভিযোগ শুনল। তাঁদের অভিযোগ, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তাঁর সাংসদ পদের ক্ষমতা অপব্যবহার করে অর্থের বিনিময়ে শিল্পপতি দর্শন হীরানন্দানিকে অন্য ব্যবসায়িক  গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করার সুযোগ করে দিয়েছিলেন। এথিক্স কমিটি অভিযুক্ত সাংসদের বক্তব্য শোনার জন্য তাঁকে ডেকে পাঠালো।
খেলা
  • চার ম্যাচে তিনটি পরাজয়ের ক্ষত চিহ্ন নিয়ে বিশ্বকাপ ক্রিকেটের মঞ্চে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং শ্রীলংকা, চেন্নাসামি স্টেডিয়ামে এই ম্যাচে ইংরেজদের আট উইকেটে হারিয়ে দিল শ্রীলংকা ১৯৯৯ সালের পর থেকে বিশ্বকাপে ইংরেজদের কাছে অপরাজিত থেকে গেল শ্রীলংকা।
  • চ্যাম্পিয়ন্স লিগে সব থেকে কম বয়সে ৩৭ টি গোল করে নতুন রেকর্ড করলেন আর্লিং  হালান্ড। তিনি ২৩ বছর ৯৬ দিনে ৩৭ টি গোল করলেন। তিনি ভেঙে দিলেন কিলিয়ান এমবাপের ২৩ বছর ২৯৫ দিন বয়সে গড়া রেকর্ড।
বিবিধ
  • ২০২০ সালের মে, জুন মাসে দক্ষিণ আফ্রিকার বৎসয়ানায় ৩৫০ টিরও বেশি হাতির মৃত্যু হয়েছিল। তাদের দেহে কোন আঘাতের চিহ্ন ছিল না। তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। এতদিন ধরে পরীক্ষা চালানোর পর অবশেষে জানা গেল যে, প্যাস্টুরেলা বিসগার্ড ট্যাক্সন ৪৫ নামের একটি ব্যাকটেরিয়ার সংক্রমনে হাতিদের মধ্যে মহামারী ছড়িয়ে পড়েছিল।
  • প্রয়াত হয়েছেন হাংরিয়ালিস্ট কবি মলয় রায় চৌধুরী। উত্তর আধুনিক প্রতিষ্ঠান বিরোধী কবিতায় তিনি ছিলেন প্রথম সারিতে। ‘সূর্যের সপ্তম অশ্ব’ গ্রন্থের জন্য সাহিত্য আকাদেমির অনুবাদ বিষয়ক পুরস্কারের জন্য মনোনীত হলেও সেই পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন তিনি।