কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ অক্টোবর ২০২০

664
0

আন্তর্জাতিক

  • ফ্রান্সের নিস শহরে নোৎরদাম গির্জার বইরে হামলা চালিয়ে ৩ জনকে খুনের ঘটনায় ধৃত ব্যক্তির পরিচয় প্রকাশ করল ফরাসি প্রশাসন। টিউনিশিয়ার ৩১ বছরের যুবক ব্রাইম আউইসাউই এই কাণ্ড ঘটিয়েছে। আফ্রিকা থেকে সে মাসখানেক আগে ইউরোপে প্রবেশ করেছিল। ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রী জেরালদ দারমানা বলেছেন, ‘আমরা কোনো বিশেষ ধর্মের বিরুদ্ধে লড়ছি না, লড়ছি ইসলামি কট্টরপন্থী ভাবাদর্শের বিরুদ্ধে।’
  • তুরস্কের ইজমির ও গ্রিসের সামোস শহরে প্রবল ভূকম্পন অনুভূত হল। রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৭। অন্তত ১৪ জনের মৃত্যুর কথা জানা গেছে।
  • বিশ্বে কোভিডে ৪৫৭২৪৭০৬ জন সংক্রমিত হয়েছেন। প্রাণহানি হয়েছে ১১,৯০,৯৯৯ জনের।

 

জাতীয়

  • গত ২ বছরে দেশে স্কুলছুটের হার ছিল ৪ শতাংশ, ২০২০ সালে তা বৃদ্ধি পেয়েছে ৫.৫ শতাংশে। তবে পশ্চিমবঙ্গে তা ৩.৩ শতাংশ থেকে কমে হয়েছে ১.৫ শতাংশ। তেলেঙ্গনা ও রাজস্থানে তা যথাক্রমে ১৪ এবং ১৪.৯ শতাংশ। বেসরকারি একটি সংস্থার সমীক্ষায় তা জানা গেছে। বিনামূল্যে পড়ুয়াদের পাঠ্যপুস্তক বিলি করায় দেশে প্রথম স্থান পেলে পশ্চিমবঙ্গ।
  • দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে হল ৫৯৪৩৮৬। গত ২০ সেপ্টেম্বর ওই সংখ্যা ছিল ১০১০৮২৪। প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় ১৪০ জনের পরীক্ষা করার নির্দেশিকা ছিল ‘হু’র। সেখানে ভারতে প্রতি ১০ লক্ষে ৮৪৪ জনের পরীক্ষা করা হচ্ছে। মার্চের পর এই প্রথম মহারাষ্ট্রে সংক্রমণ নিম্নমুখী । কেবল কেরল ও দিল্লিতেই তা ঊর্ধ্বমুখী। দেশে মোট প্রাণহানি হয়েছে ১,২১,০৯০ জনের। মোট সংক্রমিতের সংখ্য ৮০,৮৮,৮৫১।

 

বিবিধ

  • নিষ্কৃতিমৃত্যু অনুমোদন করল নিউজিল্যান্ডের ইলেক্টোরাল কমিশন। জনমত যাচাই করে তারা ‘ইউথেনেশিয়া’ প্রচলনের সুপারিশ করল।
  • ভারতের সেনাবাহিনীর সদস্যরা এখন থেকে সিকিওর অ্যাপ্লিকেশন ফর ইন্টারনেট’ বা ‘সাই’-এর মাধ্যমে নিজেদের মধ্যে যোগযোগ রাখবেন। এটি হোয়াটসঅ্যাপের বিকল্প। এটি নির্মাণ করেছেন কর্নেল সাই শঙ্কর। তিনি সেনাবাহিনীর সিগন্যাল ইউনিটের কম্যান্ডিং অফিসার।

 

খেলা

  • ৬০ বছরে পা দিলেন ফুটবলের যুবরাজ দিয়েগো মারাদোনা।
  • সপ্তম আইএসএলের প্রথম এগারো রাউন্ডের ক্রীড়াসূচি প্রকাশ করা হল।