কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ এপ্রিল, ২০১৯

427
0
Current Affairs 27 April 2019

আন্তর্জাতিক

  • পাকিস্তান সরকার অনির্দিষ্ট কালের জন্য পোলিও টিকাকরণ কর্ম স্থগিত রাখল। কট্টরপন্থী ইসলামি গোষ্ঠীগুলির লাগাতার বিরোধিতা এবং জঙ্গি হানার জেরে তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে। দুদিন আগে খাইবার পাখতুন খোয়ায় টিকাকরণ কর্মীরা আক্রান্ত হয়েছিলেন। বালুচিস্তানেও এক মহিলা কর্মী খুন হন। তারপরই এই সিদ্ধান্ত নিল পাক সরকার।
  • শ্রীলঙ্কার পূর্ব উপকূলের কালমুনাই শহরে আত্মঘাতী বিস্ফোরণে ৬ শিশু সহ ১৫ জনের মৃত্যু হল। পুলিশের হাত থেকে বাঁচতে বিস্ফোরণ ঘটানো হয়। মনে করা হচ্ছে নিহতরো জঙ্গি পরিবারের সদস্য।

জাতীয়

  • ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদী হামলায় মৃত্যু হল ২ জন পুলিশ কর্মীর।
  • হলুদাভ-সবুজ রঙের নতুন ২০ টাকার নোট ছাড়া হবে বাজারে। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক এদিন এই তথ্য জানাল। নতুন নোটগুলিতে সই থাকবে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের।

 বিবিধ

  • গমে আমদানি শুল্ক ৩০ থেকে বাড়িয়ে  ৪০ শতাংশ করল কেন্দ্র। দেশে চলতি বছরে গমের দাম প্রায় ১১ শতাংশ হ্রাস পাওয়ায় দেশীয় কৃষকদের স্বাথর্রক্ষায় এই পদক্ষেপ বলে জানানো হল।

খেলা

  • আইএসএসএফ শ্যুটিং বিশ্বকাপে ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে সোনা জিতলেন ভারতের অভিষেক ভার্মা। জীবনে প্রথম আন্তর্জাতিক শ্যুটিং বিশ্বকাপের ফাইনালে উঠেই তিনি সোনা জিতলেন।
  • চিনের জিয়ানে আয়োজিত এশিয়ান কুস্তি চ্যাম্পিয়ানশিপের ৮৭ কেজি বিভাগে সুনীল কুমার এবং ৭৭ কেজি গ্রেকো রোমান বিভাগে গুরপ্রীত সিং রুপোর পদক জিতলেন।