কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ ডিসেম্বর, ২০২০

schedule
2020-12-29 | 11:21h
update
2020-12-29 | 11:22h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে শুরু হল করোনার (COVID-19) প্রতিষেধক দেওয়া। ফাইজার-বায়োএনটেক সংস্থার টিকাই দেওয়া হচ্ছে। ২৭ সদস্যের ইইউ-এর জনসংখ্যা ৪৪ কোটি ৬০ লক্ষ। সেখানে করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৪০ লক্ষাধিক মানুষ। প্রাণহানি হয়েছে ৩ লক্ষ ৩৫ হাজারের বেশি মানুষের। বিশ্বে সংক্রমিত ৮,০৯,২৬,২৩৫ জন। বিশ্বে করোনায় ১৭,৬৮,৮৪৪ জনের প্রাণহানি হয়েছে।
  • ২০০২ সালে পাকিস্তানে মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্লকে গলা কেটে হত্যায় দোষী সাব্যস্ত হয়েছিল ওমর সেখ ও তার সঙ্গীরা। ওমরকে মৃত্যুদণ্ড দিয়েছিল পাক আদালত। গত এপ্রিলে সিন্ধু হাইকোর্ট সেই শাস্তি কমিয়ে ৭ বছরের করাদণ্ড দেয়। এখন সিন্ধু হাইকোর্ট অবিলম্বে তাদের মুক্তি দিতে নির্দেশ দিয়েছে। কিন্তু পাক সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানি পর্যন্ত তাদের আটক রাখতে বলেছে। এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করল মার্কিন যুক্তরাষ্ট্র।
Advertisement

জাতীয়

  • দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় (COVID-19) সংক্রমিত হয়েছেন ১৮,৭৩২ জন। গত পয়লা জুলাইয়ের পর তা সর্বনিম্ন। এদিকে প্রতিষেধক পাওয়ার পর তা দেওয়ার প্রক্রিয়া কার্যকর করা নিয়ে মক ড্রিল বা ড্রাই রান চালানো হবে পাঞ্জাব, অসম, অন্ধ্রপ্রদেশ ও গুজরাট— এই চার রাজ্যে।
  • জেডি(ইউ)-এর (JDU) সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন নীতীশ কুমার। এই পদে বসলেন রামচন্দ্র প্রসাদ সিং।

খেলা

  • অনলাইন চ্যাম্পিয়ন গেম ট্যুর দাবা প্রতিযোগিতায় ভারতের পি হরিকৃষ্ণ এবং বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাম কার্লসেনের ম্যাচ ড্র হল।
  • শতাব্দী সেরা ফুটবলারের ‘গ্লোব সকার’ পুরস্কার পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দুবাইয়ে একটি অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হল।
  • মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ভারত প্রথম ইনিংসে ৫ উইকেট খুইয়ে ২৭৭ রান করল। অপরাজিত শতরান (১০১) করলেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। এক সময়ে ভারতের রান ছিল ৬৫/৩। সেখান থেকে অধিনায়কোচিত ইনিংস উপহার দিলেন তিনি। এদিন অস্ট্রেলীয়রা দুটি কীর্তি স্থাপন করেছেন। ঋষভ পন্থকে আউট করে টেস্টে ২৫০তম উইকেট শিকারের নজির গড়লেন মিচেল স্টার্ক। উইকেটরক্ষক হিসেবে টেস্টে দ্রততম (৩৩ ইনিংস) ১৫০ শিকারের রেকর্ড গড়লেন টিম পেন।

 বিবিধ

  • রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চাকরি করেছেন ৪০ বছর। সেখান থেকে ৪ বছর আগে অবসর নিয়েছেন। এই বয়সে ডাক্তারির প্রবেশিকা ‘নিট’-এ উত্তীর্ণ হয়ে নজির গড়লেন ওড়িশার জয়কিশোর প্রধান। ওড়িশার একটি মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন তিনি।
  • হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ‘ইন্ডিয়া কনফারেন্স’-এ বক্তৃতা দেওয়ার ডাক পেলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

current affairs, current affairs 27 December 2020

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2024 - 22:28:30
Privacy-Data & cookie usage: