কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ ফেব্রুয়ারি, ২০১৯

471
0
Current Affairs 27 Feb 2019

আন্তর্জাতিক

  • ভিয়েতনামের হ্যানয়ে মেট্রোপল হোটেলে মুখোমুখি সাক্ষাৎ হল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কেরিয়ার রাষ্ট্রপতি কিম জং উনের। এদিন আধঘণ্টার বৈঠকও হয় দুই রাষ্ট্রনেতার মধ্যে। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেয়োও।
  • পূর্ব নেপালের পার্বত্য তাপলেজুং জেলায় ভেঙে পড়ল ‘এয়ার ডাইনাস্টি’-র একটি বেসরকারি হেলিকপ্টার। নেপালের পর্যটন, সংস্কৃতি ও অসামরিক বিমানমন্ত্রী রবীন্দ্র অধিকারী সহ ৭ জনের মৃত্যু হল এই দুর্ঘটনায়।
  • নিজদের আকাশ পথ অন্য দেশের বিমানের জন্য ব্যবহারের নিষিদ্ধ করে দিল পাকিস্তান।

জাতীয়

  • ভারতীয় বায়ুসেনার উইং কমান্ড্যার অভিনন্দন বর্তমানে পাকিস্তানের হেফাজতে রয়েছেন। পাক বিমানকে তাড়া করে ভারতের মিগ ২১ বিমানটি পাকিস্তানের মাটিতে ভেঙে পড়ে। তার যে ভিডিও চিত্র পাকিস্তান প্রকাশ করেছে তাতে তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখা গিয়েছে। তাঁর সার্ভিস নম্বর ২৭৯৮১। তাঁর বাবা প্রাক্তন এয়ার মার্শাল। তাঁকে মুক্তি দেওয়ার দাবি জানাল ভারত।
  • পুলওয়ামা কাণ্ডে জইশ ই মহম্মদ গোষ্ঠীর জঙ্গিদের যোগাযোগের প্রমাণ সহ একটি ডসিয়ের পাকিস্তানের হাতে তুলে দিল ভারত। ভারতের বিদেশ সচিব বিজয় গোখলে দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাই কমিশনার সইদ হায়দর শাহকে ডেকে এই তথ্য তুলে দেন।
  • অন্ধ্রপ্রদেশে ভারতীয় রেলের নতুন একটি জোন তৈরির সিদ্ধান্ত জানাল রেলমন্ত্রক। এর নাম ‘সাউথ কোস্ট রেলওয়ে।’ এটি ভারতের ১৮তম রেল জোন।
  • রাশিয়া-ভারত-চিনের বিদেশ মন্ত্রীদের নিয়ে বেজিংয়ে অনুষ্ঠিত হল ১৬তম ত্রিপাক্ষিক বৈঠক। বৈঠক থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা ঘোষিত হল।

বিবিধ

  • চিনির ক্ষেত্রে ২০ শতাংশ এবং চাল, গম প্রভৃতি খাদ্যশস্য কিনে ভরার ক্ষেত্রে ১০০ শতাংশই চটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করল কেন্দ্র। এ ক্ষেত্রে আমিদানি করা ব্যবহৃত বস্তা, আমদানি করা চটের বস্তা, আমদানি করা পাটজাত কাপড়ের বস্তা ব্যবহার নিষিদ্ধ করা হল।
  • পাঠকদের গ্রন্থাগারমুখী করতে ১ মার্চ থেকে রাজ্যর সব সরকারি গ্রন্থাগারে গ্রাহক চাঁদা মকুব করা হল বলে জানাল পশ্চিমবঙ্গ গ্রন্থাগার দপ্তর।

খেলা

  • দিল্লি বিশ্বকাপ শ্যুটিংয়ে (আইএসএসএফ শ্যুটিং বিশ্বকাপ) মিক্সড টিম ইভেন্টে সোনা জিতলেন ভারতের সৌরভ চৌধুরী ও মানু ভাকের। চলতি বিশ্বকাপে এটি সোরভের দ্বিতীয় সোনা।
  • বেঙ্গালুরুতে টি২০ ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারাল অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েল ৫৫ বলে অপরাজিত শতরন (১১৩) করেন। ০-২ ব্যবধানে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া।
  •  টার্কিশ কাপ মহিলাদের ফুটবলে ভারত প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ০-১ ব্যবধানে পরাস্ত হল।