কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ ফেরুয়ারি, ২০২২

708
0
Anastasia lena current affairs

আন্তর্জাতিক

ইউক্রেনের খারকিভ ও কিয়েভে বিধ্বংসী হামলা চালাল রাশিয়া। ক্ষেপণাস্ত্র হামলায় সেখানকার গ্যাস পাইপ লাইনে আগুন লেগে গেছে। ইউক্রেনের সাধারণ মানুষও সমানতালে প্রতিরোধ করছেন। এদিকে ইউক্রেনের পরমাণু বোমা ব্যবহারের জন্য পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক পর্ষদকে তৈরি থাকার নির্দেশ দিলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। অন্যদিকে রাশিয়াকে আন্তর্জতিক লেনদেনের `সুইফট’ ব্যবস্থা থেকে বের করে দেওয়া হল। রাশিয়ার আমদানি-রপ্তানিতে নিষেধাজ্ঞা করল ইউরোপীয় ইউনিয়ন। 

জাতীয়

দেশে ২২ জুন থেকে করোনা ভাইরাসের চতুর্থ ঢেউ আসতে পারে বলে সতর্ক করলন আইআইটি কানপুরের গবেষকরা। তঁদের সমীক্ষা বলছে, ২৩ আগস্ট তা শীর্ষে যেতে পারে ও ২৪ অক্টোবর তা সমাপ্ত হতে পারে। প্রসঙ্গত, এদিন ১০২৭৩ জন সংক্রমিত হয়েছেন দেশে।

খেলা

  • ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্পিনার সোনি রামাধিন (৯২) প্রয়াত হলেন। তিনি ওয়েস্ট ইন্ডিজের প্রথম ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার। ৪৩টি টেস্ট খেলেছিলেন তিনি।
  • আকাপুলফো টেনিসে চ্যাম্পিয়ন হলেন রাফায়েল নাদাল।
  • টি ২০ তে টানা ১২টি ম্যাচ জিতল ভারত। এদিন তারা ৬ উইকেটে হারাল শ্রীলঙ্কাকে। এই সিরিজ ৩-০ ব্যবধানে ভারত জয়ী হল।

বিবিধ

২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য্ প্রতিযোগিতায় ইউক্রেনের প্রতিনিধি তথা প্রাক্তন মিস গ্র্যান্ড ইউক্রেন আনাস্তাসিয়া লেনা দেশের হয়ে লড়াইয়ের জন্য হাতে অস্ত্র তুলে নিলেন। 

 

CURRENT AFFAIRS 27 February